Máhìr wórld

Máhìr wórld love your self and everything is possible

ভাঙা কিছু জোড়া দিলে দাগ থেকে যায়, কিন্তু সেই দাগই নতুন সৌন্দর্যের জন্ম দিতে পারে। সম্পর্ক কখনো আসলেই ভেঙে যায় না, যদি জো...
08/02/2025

ভাঙা কিছু জোড়া দিলে দাগ থেকে যায়, কিন্তু সেই দাগই নতুন সৌন্দর্যের জন্ম দিতে পারে।

সম্পর্ক কখনো আসলেই ভেঙে যায় না, যদি জোড়া দেওয়ার সত্যিকারের ইচ্ছে থাকে। ভুলত্রুটি, কষ্ট, দাগ—সবই হয়তো থেকে যায়, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা আর বোঝাপড়ার সোনালী পরশে ঢেকে দিলে সেই সম্পর্ক আগের চেয়েও গভীর ও সুন্দর হয়ে উঠতে পারে। আমাদের শুধু প্রয়োজন ধৈর্য, আন্তরিকতা, আর সেই ভাঙনকে সঠিকভাবে জোড়া দেওয়ার ইচ্ছে।

একদিন সব ঠিক হয়ে যাবেতবুও আপনার মনে থাকবে খাবার খেতে বসেও কেঁদেছিলেন আপনি। নিজেকে কোন ভাবেই আটকে রাখতে পারেন নি। একদিন স...
07/02/2025

একদিন সব ঠিক হয়ে যাবে
তবুও আপনার মনে থাকবে খাবার খেতে বসেও কেঁদেছিলেন আপনি। নিজেকে কোন ভাবেই আটকে রাখতে পারেন নি।

একদিন সব ঠিক হয়ে যাবে
তবুও আপনার মনে থাকবে দুর্দিনে সবচেয়ে কাছের মানুষগুলোই অবহেলায় ছেড়ে গিয়েছিলো আপনাকে।

একদিন সব ঠিক হয়ে যাবে
তবুও আপনার মনে থাকবে কত রাত আপনি এক ফোটাও ঘুমাতে পারেন নি। বিছানায় এপাশ ওপাশ করে কত নির্ঘুম রাত কাটিয়েছেন আপনি।

একদিন সব ঠিক হয়ে যাবে
তবুও আপনার মনে থাকবে বিষন্ন বিকেল গুলোতে কেউ আপনার পাশে ছিলো না। কেউ না।

একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো হবে না।
তবে কিছু মানুষ, তাদের কিছু কথা, ব্যবহার, কিছু মুহূর্ত আপনার সারাজীবন মনে থেকে যাবে। আপনি খুব করে চাইলেও তা ভুলতে পারবেন না। কখনই না।

#সংগৃহীত

27/01/2025

অন্যের সম্পদ বা বিলাসিতা দেখে হতাশ হওয়া বন্ধ করুন।
টাকা-পয়সা নয়, আপনার সাহসী কাজ ও ব্যক্তিত্বই আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে।
জীবনের প্রকৃত সাফল্য অর্জনের জন্য নিজের মূল্য তৈরি করুন এবং পড়াশোনা বা নিজের প্যাশনের উপর মনোযোগ দিন।

খেতে কেমন লাগে, বলোতো বন্ধুরা আমার তো ভীষন প্রিয়।
21/01/2025

খেতে কেমন লাগে, বলোতো বন্ধুরা আমার তো ভীষন প্রিয়।

21/01/2025
21/01/2025

শেষের আঘাতের পর আমি সৃষ্টি কর্তার নিকট তোমাকে চাইনি , আমি চেয়েছিলাম ধৈর্য।

21/01/2025

একটা পোস্ট মানুষের পছন্দ হতেই পারে এই নিয়ে কমেন্ট এ এসে আমার পোস্ট কেনো দিলেন এটা কেমন কথা। আর তার নিজের চেহারা তো পোস্ট করিনি তাহলে হুদাই বাড়াবাড়ি।

20/01/2025

#গৃহবধূ

ইঁট-কাঠ-পাথরে গড়া চারটে দেওয়ালকে মেয়েরাই ঘর বানায় ! তাই কোনো মেয়ে চাকরি না করে ঘরে থাকে বলে তাকে অপমান করবেন না ! সে এসিতে বসে আরাম করে সিরিয়াল দেখে না, সারাদিন আপনার ও আপনার পরিবারের চাহিদার যোগান দেয় ! তাকে সম্মান করুন, প্রয়োজনে কাজ ভাগ করে নিন | সংসার মানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট ! গৃহবধূ বলেই টেকেন ফর গ্রান্টেড নেবেন না.... মনে রাখবেন পরিস্থিতি বদলাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না !

Big shout out to my new rising fans! Big shout out to my new rising fans! MD Jonayed Ferdous
18/01/2025

Big shout out to my new rising fans! Big shout out to my new rising fans! MD Jonayed Ferdous

যে আপনারে ভালোবাসে না,আপনার দুঃখও তার কাছে নাটক মনে হবে!💔😅
16/01/2025

যে আপনারে ভালোবাসে না,আপনার দুঃখও তার কাছে নাটক মনে হবে!💔😅

দুঃখ পুষতে নেই _চায়ের ধোঁয়া'র সাথে উড়িয়ে দিতে হয়!তারপর বাঁচতে হয়, হাঁসতে হয়,দুঃখ পুষলে মানুষ কাঁদতে ভুলে যায়, পা...
15/01/2025

দুঃখ পুষতে নেই _
চায়ের ধোঁয়া'র সাথে উড়িয়ে দিতে হয়!
তারপর বাঁচতে হয়, হাঁসতে হয়,
দুঃখ পুষলে মানুষ কাঁদতে ভুলে যায়,
পাথর হয়ে যায়,
অনুভূতি মরে যায় সযত্নে!

কথা: সংগৃহিত

Address

Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Máhìr wórld posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Máhìr wórld:

Share