
08/02/2025
ভাঙা কিছু জোড়া দিলে দাগ থেকে যায়, কিন্তু সেই দাগই নতুন সৌন্দর্যের জন্ম দিতে পারে।
সম্পর্ক কখনো আসলেই ভেঙে যায় না, যদি জোড়া দেওয়ার সত্যিকারের ইচ্ছে থাকে। ভুলত্রুটি, কষ্ট, দাগ—সবই হয়তো থেকে যায়, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা আর বোঝাপড়ার সোনালী পরশে ঢেকে দিলে সেই সম্পর্ক আগের চেয়েও গভীর ও সুন্দর হয়ে উঠতে পারে। আমাদের শুধু প্রয়োজন ধৈর্য, আন্তরিকতা, আর সেই ভাঙনকে সঠিকভাবে জোড়া দেওয়ার ইচ্ছে।