28/03/2025
একটি কর্মহীন পুরুষ কেউ দেখতে পারে না। কিন্তু সেই পুরুষ সম্পূর্ণ কর্মহীন না অল্প স্বল্প আয় করে।
তার কি কিছু হবে না। ভালো করে বলতে গেলে কেউ তার দিকে ভালো করে তাকায় না। এইটা সত্যি হলো যে বেকার ছেলেরা সত্যি ভালো হয়। তারা আর যাই হোক চরিত্রহীন হয় না। কিন্তু সেই ছেলে গুলোকে কেউ পছন্দ করে না। কারণ সে বেকার তাই।
তার কি ভালোবাসার কোনো অধিকার নেই নাকি ভালবাসতে জানেনা।
তার দিকে তাকাতে নাকি সকলের ঘৃনা হয়।
বাঃ কি জীবন ।