iswar gonesh

iswar gonesh k jeno go dekeche amay

28/03/2025

একটি কর্মহীন পুরুষ কেউ দেখতে পারে না। কিন্তু সেই পুরুষ সম্পূর্ণ কর্মহীন না অল্প স্বল্প আয় করে।
তার কি কিছু হবে না। ভালো করে বলতে গেলে কেউ তার দিকে ভালো করে তাকায় না। এইটা সত্যি হলো যে বেকার ছেলেরা সত্যি ভালো হয়। তারা আর যাই হোক চরিত্রহীন হয় না। কিন্তু সেই ছেলে গুলোকে কেউ পছন্দ করে না। কারণ সে বেকার তাই।
তার কি ভালোবাসার কোনো অধিকার নেই নাকি ভালবাসতে জানেনা।
তার দিকে তাকাতে নাকি সকলের ঘৃনা হয়।
বাঃ কি জীবন ।

26/10/2024

তুমি নিজেকে যতটা শক্তিশালী ভাবো
একটি সময় আসবে যখন দেখবে
তুমি ততটাও তোমার ভাবনার মতন নও ।

21/10/2024
21/10/2024

This version of Facebook uses less data and works in all network conditions.

সূর্য থেকে আসা যে তাপ পৃথিবীর ভূপৃষ্ঠের উপর পরে, পৃথিবীর উপর মেঘ ভেসে থাকার কারণে সেই তাপ আমাদের পৃথিবীতে থেকে যায় তখন ...
26/06/2024

সূর্য থেকে আসা যে তাপ পৃথিবীর ভূপৃষ্ঠের উপর পরে, পৃথিবীর উপর মেঘ ভেসে থাকার কারণে সেই তাপ আমাদের পৃথিবীতে থেকে যায় তখন গাছ সেই তাপ গ্রহণ করে। যখন তাপের পরিমাণ বেড়ে যায় আর গাছের সংখ্যা ও গ্রহণ করার ক্ষমতা কমে যায় তখন কি হয় ? আমরা মানুষ বড়ো হয়েছি কিন্তু আচরণ শিশুর মতোই রেখেছি। শিশুরা কিছু নতুন খেলনা পেলে যেমন ভেঙে দেখার চেষ্টা করে '' সেটা কি '' । ঠিক তেমনি শিশু থেকে বড়ো হয়ে ওঠা মানুষ নতুন কিছুর সন্ধান পেলে তখুনি খারাপ দিক ভুলে গিয়ে শুধু জানার চেষ্টা করে " সেটা কি " । এটাই মানুষের পড়াশোনা আর শিশুদের খেলা। তাহলে কিছু ভুল ও না আবার ঠিক ও না ।

14/03/2024

জীবনে সত্য কি?

12/07/2023

তুমি নিজে থেকে কিছু করতে চাইলে করতে পারবে না

কেনো জানো

সময় না হলে কখনই সম্ভব নয় কোনো কাজ করা

k jeno go dekeche amay

Address

Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when iswar gonesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share