BT TV

BT TV BT TV বাংলার সাধারণ মানুষের কথা বলে।
যোগাযোগ নম্বর 9732926458
(1)

16/09/2025

শুরু করুন ইনকিউবেটর কিনে ডিম ফুটিয়ে বাচ্চা তোলার বিজনেস।

মাত্র ৭ বছর বয়সে স্কুলের গেট থেকে হারিয়ে যায় ছোট্ট পূজা। দীর্ঘ সময় ধরে অজানা জায়গায় কাটাতে হয় তাকে।অবশেষে ৯ বছর পর অ...
15/09/2025

মাত্র ৭ বছর বয়সে স্কুলের গেট থেকে হারিয়ে যায় ছোট্ট পূজা। দীর্ঘ সময় ধরে অজানা জায়গায় কাটাতে হয় তাকে।

অবশেষে ৯ বছর পর অলৌকিকভাবে বাড়ি ফিরতে পারল সে। কিন্তু বাড়িতে পা রেখেই জানতে পারে তার চিন্তায় চিন্তাই তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে।

একদিকে বাবাকে চিরদিনের জন্য হারানোর বেদনা, আরেকদিকে দীর্ঘ ৯ বছরের যন্ত্রণা সব মিলিয়ে অশ্রুজলে ভেসে যায় পূজার চোখ।

ডোমকলের একটি মাদ্রাসার ছাত্র তারিফ ইসলাম (ডাক নাম মামুন) নিখোঁজ হয়েছে। গতকাল বাড়ি ফেরার কথা থাকলেও সে আর বাড়ি ফেরেনি।...
14/09/2025

ডোমকলের একটি মাদ্রাসার ছাত্র তারিফ ইসলাম (ডাক নাম মামুন) নিখোঁজ হয়েছে। গতকাল বাড়ি ফেরার কথা থাকলেও সে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তার বাড়ি ইসলামপুর থানার নাজিরপুর গ্রামে।

কেউ তাকে দেখে থাকলে বা খোঁজ পেলে অনুগ্রহ করে যোগাযোগ করুন: 8436444436, 8637870024

তাকে খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন।

প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ও মুফতি আজমের বাঙাল গুলাম সামদানী সাহেব আর আমাদের মাঝে নেই। আজ রবিবার ফজরের সময় তিনি পরপারে ...
14/09/2025

প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ও মুফতি আজমের বাঙাল গুলাম সামদানী সাহেব আর আমাদের মাঝে নেই। আজ রবিবার ফজরের সময় তিনি পরপারে পাড়ি জমান।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর জানাজার নামাজ ইসলামপুরে নিজ বাসভবনে আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে।

স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আলেম-ওলামা এবং অসংখ্য মানুষ তাঁর জন্য দোয়া কামনা করেছেন।

08/09/2025

রক্ত বীজ 2 সিনেমার প্রমোশন মুর্শিদাবাদের মোহন মলে অঙ্কুশ–কৌশানীর ঝলক।

হলদিবাড়ি এলাকায় ঘটেছে এক আশ্চর্য ঘটনা। ১১৩ বছর বয়সে নৃপেন্দ্রনাথ বর্মনের মুখে আবার নতুন করে গজিয়েছে তিনটি দাঁত। এই ব...
07/09/2025

হলদিবাড়ি এলাকায় ঘটেছে এক আশ্চর্য ঘটনা। ১১৩ বছর বয়সে নৃপেন্দ্রনাথ বর্মনের মুখে আবার নতুন করে গজিয়েছে তিনটি দাঁত। এই বিরল ঘটনায় আনন্দে ভাসল গোটা পরিবার।

নাতি-নাতনিরা সিদ্ধান্ত নিল দাদুর জন্য হবে অন্নপ্রাশনের আয়োজন। বাজল ডিজে, হল নাচ-গান আর শেষে ভোজনের আয়োজন। ছেলে-মেয়ে, জামাই, নাতি-নাতনি , সকলকে একসঙ্গে পেয়ে দাদুর মুখে ফুটল আনন্দের হাসি।

তিনি বললেন, এত বয়সে দাঁত ওঠা আর অন্নপ্রাশনের এই মুহূর্ত যেন তাকে আবার ছোটবেলার দিনে ফিরিয়ে নিয়ে গেছে । পরিবারের ভালোবাসায় ভরে উঠল তার দীর্ঘ জীবনের এই দিনটি।

05/09/2025

বন্ধুর বউয়ের সঙ্গে রাতের অন্ধকারে, ফাঁকা মাঠে জন্মদিন পালন করতে গিয়ে একি হলো।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডোমকলের জনপ্রিয় বিধায়ক জাফিকুল ইসলাম।
04/09/2025

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডোমকলের জনপ্রিয় বিধায়ক জাফিকুল ইসলাম।

একই বাড়ির দুই বউ নিয়ে পালালো যুবক। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি—এক যুবক নিজের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও প্রেমে পড়ল এক...
04/09/2025

একই বাড়ির দুই বউ নিয়ে পালালো যুবক। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি—এক যুবক নিজের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও প্রেমে পড়ল একই বাড়ির দুই বউয়ের সঙ্গে।

প্রথমে বাড়ির এক বউয়ের সঙ্গে গোপন প্রেম শুরু হয়। ধীরে ধীরে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে।
এরপর সুযোগ বুঝে বাড়ির আরেক বউয়ের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সেই যুবক।
একদিকে দুই বউ, অন্যদিকে নিজের স্ত্রী—এই জটিল সম্পর্ক লুকোতে লুকোতে একসময় চরম সিদ্ধান্ত নেয় সে।
শেষমেশ নিজের স্ত্রী-সন্তানকে ফেলে রেখে ওই যুবক পালিয়ে যায় একই বাড়ির দুই বউকে নিয়ে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

01/09/2025

পুলিশ ডে-তে ইসলামপুর থানার সাফল্য ও সিভিক ভলেন্টিয়ার হাবিব সেখকে বিশেষ সম্মান।

প্রতিটি গ্রামে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল সজল ধারা প্রকল্প। গ্যারান্টি ছিল পাঁ...
23/08/2025

প্রতিটি গ্রামে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল সজল ধারা প্রকল্প। গ্যারান্টি ছিল পাঁচ বছর, অথচ বাস্তবে কোথাও দুই বছরের মধ্যেই, কোথাও তিন বছরের মাথায় ট্যাঙ্কি ও যন্ত্রপাতি অকেজো হয়ে গেছে।

অনেক ট্যাঙ্কির মুখে ঢাকনাও নেই। ফলে ভেতরে ঢুকে যাচ্ছে পোকামাকড়, মশা, এমনকি পাখির মলও। যে জল হওয়ার কথা ছিল বিশুদ্ধ, সেটাই হয়ে উঠছে দূষণের উৎস।

প্রশ্ন একটাই,
এত কোটি টাকা খরচ করে যদি অল্প দিনের মধ্যেই প্রকল্প অকেজো হয়ে যায়, তবে এই অপচয়ের প্রয়োজনই বা কী ছিল?

একটার পর একটা সরকারি প্রকল্প শুরু হচ্ছে, আবার কিছু দিনের মধ্যেই অকেজো হয়ে পড়ছে। আর জনগণের টাকার পর টাকা অপচয় হচ্ছে এটা মোটেই গ্রহণযোগ্য নয়।

21/08/2025

নওশাদ সিদ্দিকীসহ একাধিক সংগঠনের নেতাকে কলকাতায় গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে।

Address

Domkal, Murshidabad
Berhampore
742303

Alerts

Be the first to know and let us send you an email when BT TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BT TV:

Share

Category