01/09/2025
বেবি চক্রবর্ত্তী:- প্রত্যেক শনিবার ফুলবাড়ী ভারত - বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ গার্ড অফ বর্ডার এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বা বি এস এফ - এর সম্মিলিত বন্ধুত্বের মেলবন্ধন ভ্রাতৃত্বের আলিঙ্গন দেখা যায়। জিরো পয়েন্টে এসে দুই দেশের জাতীয় পতাকার শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একসময় ভারত থেকে পণ্য - বিভিন্ন দ্রব্য রপ্তানি করা হত বাংলাদেশে। সেই রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার। বাইরে সারি সারি দাঁড়িয়ে রপ্তানি ট্রাক দীর্ঘ কয়েক মাস মরচে পড়ে গেছে বর্ষার জলে, অন্যদিকে বাংলাদেশের পণ্য মূল্য বৃদ্ধি পায়। বাজারদর আগুন হওয়ার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের পরিশ্রমের রক্ত ঝরছে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে একসময় ভারতের যে সুসম্পর্ক ছিল তা থেকে বাংলাদেশ প্রচুর সুযোগ সুবিধা ভোগ করত ..! আজ তা বঞ্চনায় পরিণত হয়েছে। এরপর ধীরে ধীরে অদূর ভবিষ্যতের বন্ধুত্বর পারদ তলানীতে ঠেকছে....! দীর্ঘ বিরোধিতায় ঠান্ডা লড়াই থাকলে এখনও দুই দেশের সীমান্ত রক্ষীদের সম্মিলিত প্যারেড যা মন ছুঁয়ে যায়। পরে এই ভারত - বাংলাদেশ বন্ধুত্বের এই সু- সস্পর্ক ভবিষ্যতে কোথায় দাঁড়ায় সেদিকে তাকিয়ে বিশেষজ্ঞ মহলের একাংশ...।