Aamar bangla tv

Aamar bangla tv bangla tv channel .

যোগাযোগ করুন 9732567442
17/09/2024

যোগাযোগ করুন 9732567442

Cheers to the champions! 🎉India's lap of honour at Kensington Oval! 🏟️🏆
30/06/2024

Cheers to the champions! 🎉

India's lap of honour at Kensington Oval! 🏟️🏆

25/02/2024

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল 🥲

বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা ❤️

যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন?

সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। আসুন একটু জেনে নিই-

পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন - “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’।

ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে।

ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা।’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।

আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল!
ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হ'ত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভে'ঙ্গে প'ঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। 😢

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। copy

ফলো দিয়ে রাখে আমার আইডিটা প্লিজ

01/11/2023
প্রয়াত হলেন বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। বুধবার রাতে কলকাতাতে বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হলেন বহ...
09/02/2023

প্রয়াত হলেন বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। বুধবার রাতে কলকাতাতে বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হলেন বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। বৃহস্পতিবার সকালে তার নিথর দেহ ফিরলো বহরমপুরের খাগড়া ফাড়ির কাছে তার নিজস্ব বাড়িতে। টানা ৪৫ বছরের কাউন্সিলর ছিলেন নীলরতন বাবু। বাবার হাত ধরে রাজনীতিতে প্রবেশ। বহরমপুর শহরের উন্নয়নে তিনি করেছিলেন। পাশাপাশি ১৮ বছর ধরে টানা তিনি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক ছিলেন তিনি। যদিও পরবর্তীতে শাসক দলে যোগদান করলেও, শাসক দল তৃণমূলের সাথে মতানৈক্য বৃদ্ধির ফলে তিনি দল ত্যাগ করেন।এবারের পৌরসভা নির্বাচনে বহরমপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড থেকে নির্দল পার্টি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন তিনি । বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ভুগছিলেন। গত সাত দিন আগে কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে কলকাতায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সাত সকালে বহরমপুরে তার দেহ নিয়ে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার জুড়ে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বহু অগণিত সাধারন মানুষজন।

Address

Berhampore
742101

Telephone

+919475880566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aamar bangla tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aamar bangla tv:

Share

Category