13/09/2023
আজ পুনরায় পরিদর্শন করলেন বাইপাস ও বহরমপুর শহর বাইপাস জাতীয় সড়ক তারাতারি (পুজোর আগেই) চালু হয় তার জন্য এছাড়াও এলাকার মানুষদের অভিযোগ নিয়ে আধিকারিক দের সাথে কথা বললেন সাংসদ পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। উপস্থিত ছিলেন এলাকাবাসী।