07/09/2025
জীবনে কি পাও নি, সেটা ভেবে আফসোস বন্ধ করো বরং কি পেয়েছো সেটা নিয়েই সন্তুষ্ট হও, সুখী থাকো! এতে করে জীবনের দুঃ'খের বিচরণ কমে সুখের আলোর ঝলকানিতে তোমার চারপাশ উজ্জ্বল হবে!
শোন, জীবনের দুঃ'খ গুলোকে আকড়ে না রেখে ছোট ছোট খুশিগুলোকে নিয়ে সামনে এগিয়ে যাও। দেখবে জীবন তোমায় তোমার ভাগের সুখ গুলো ঠিকই দেবে। শুধু একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করো!
মনে রেখো দুঃ'খ যতো গভীর হয় সুখগুলো ততোই কাছে আসে। তাই সব সময় হাসি খুশি ভাবে জীবনটাকে উপভোগ করো। বলো তো, মানুষ বাঁচেই বা ক'দিন.? যে কয়টা দিন পাচ্ছো মন ভরে বেঁচে নাও, সব সময় সামনে এগিয়ে যাও, ভালো থাকো!