Nikhil Kamal

Nikhil Kamal “বিজ্ঞানশিক্ষা তোমায় আধুনিকত্ব দেবে
কিন্তু, সাহিত্যশিক্ষা তোমায় মনুষ্যত্ব দেবে"
-ইমন হোসেন

18/08/2024

শহর জুড়ে এ-এক বিদ্রোহের মেলা,
দেশের শাসকমহল আগে কেন্ তিলোত্তমাকে নিয়ে করেছে খেলা।

দীর্ঘ দুই বছর পর, আমার নতুন কবিতার বই “হাতেখড়ি পাঁচমেশালী” প্রকাশ পেতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (১৮ জানুয়ারি,...
05/01/2024

দীর্ঘ দুই বছর পর, আমার নতুন কবিতার বই “হাতেখড়ি পাঁচমেশালী” প্রকাশ পেতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (১৮ জানুয়ারি,২০২৪)।তার প্রচ্ছদ প্রকাশ পেয়েছে।এবং বইটির Pre-booking শুরু হয়েছে আজ থেকে। আপনিও Pre-booking করুন আজ-ই এই নং- +91 93300 66777 -এ। ধন্যবাদন্তে~ইমন হোসেন ©

আমাদের বড়োরা  হয়তো ঠিকই বলে মাঝে মাঝে আমাদের কিছুক্ষণের জন্য সেই কথাগুলো কে লাগে ভুল-“চাকরি পেয়ে প্রেম পড়ো,সেটল হয়ে...
09/10/2023

আমাদের বড়োরা হয়তো ঠিকই বলে মাঝে মাঝে আমাদের কিছুক্ষণের জন্য সেই কথাগুলো কে লাগে ভুল-“চাকরি পেয়ে প্রেম পড়ো,সেটল হয়ে প্রেম করো”।যৌবনে তাড়োনায় হয়তো হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলি প্রেম করি কিন্তু পরবর্তীতে বুঝতে পারি সেটা ভুল Relationship করলেও তা বেশিদিন টেকেনা প্রথম কয়েক মাস ভালো লাগে তারপর হয় তুমি তাকে বলো-“I WANT TO BREAK UP WITH YOU" অথবা হয়তো কখনো সে। আমাদের বই পড়তে কারোরই ভালো লাগে না সেখানে আবার প্রেমে পড়তে!!যেখানে UPSC EXAM CLEAR করতে লেগে যায় পাঁচটা বছর সেখানে জীবন সঙ্গী চিনতে তো সময় লাগারী কথা তাও আবার যার সঙ্গে তুমি সারাটা জীবন কাটাবে। সত্যিকারের ভালোবাসায় না Ex-কে গালিগালাজ বা মদের নেশায় আশক্ত হওয়ার কিছু নেই ,পারলে তার অতীতের স্মৃতি আর বর্তমানকে নিয়ে বাঁচার চেষ্টা করো আর এবার প্রতিজ্ঞা করো সাফল্যবান হয়ে দেখাবে। এবং সঠিক সময়েই প্রেমে পড়বে তার আগে যাই হয়ে যাক না কেন তাতে তোমার কিছুই আসে যায় না।
একজনের ভীষণ ভাবে অনুরোধে জন্য ছোট্ট আমার এই Post ta জানি আমি ততটাও ভালো লিখি কিন্তু যেটুকু লিখি মন থেকে লিখি।
-ধন্যবাদ।
-ইমন হোসেন)

তুলিতে: আদরের সুহানা
07/10/2023

তুলিতে: আদরের সুহানা

06/10/2023

বিশেষ কিছু পারিনা তবে যেটুকু পারি সেটাই পরিবেশনা করার চেষ্টা রয়েছে.... Welcome to My New page....

Address

Berhampor
Berhampore
742135

Alerts

Be the first to know and let us send you an email when Nikhil Kamal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nikhil Kamal:

Share