
28/12/2024
#ধন্যবাদ সম্মানীয় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের, ভগবানগোলায় দমকলের জন্য জমি চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করার জন্য।। আমরা আশাবাদী দমকলের বিষয়ে রাজ্য সরকার সদার্থক ভূমিকা পালন করবে।
দীর্ঘদিন ধরে #স্বরবর্ণ ও #পরিযায়ী_শ্রমিক_ঐক্য_মঞ্চ ভগবানগোলায় ডিগ্রি কলেজের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। আবারও বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী
স্বরবর্ণ এবং পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ ভগবানগোলাবাসীর পক্ষ থেকে ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভায় পলিটেকনিক ইনস্টিটিউট /ITI স্থাপনের এর জন্য প্রস্তাব মাননীয় B.D.O Bhagwangola -I এবং জেলা শাসকের দপ্তরে জমা করা হয়েছে। জেলা শাসক ও বিডিও সাহেব আন্তরিকতার সহিত স্থানীয়স্তরের গুরুত্ববুঝে উনাদের সাধ্যমতো চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
আমাদের ভগবানগোলার সম্মানীয় বিধায়ক মহাশয় আমাদের প্রস্তাবের সাথে সহমত পোষণ করেছেন। ধন্যবাদ জানায় MLA সাহেব কে। MLA সাহেব উনার এক্তিয়ারের মধ্যে Polytechnic Institute /ITI এর জন্য সংশ্লিষ্ট দপ্তরে কাছে আর্জি জানাবেন বলে আশ্বাস দেন।
#পোষ্টটি ব্যাপকভাবে শেয়ার এর আবেদন রইলো...