News Guru

News Guru News Guru channels primarily exist on the internet, accessible through websites, apps,or social media

মানিকোরা কলি পুজোর প্রস্তুতি পর্ব।
10/10/2025

মানিকোরা কলি পুজোর প্রস্তুতি পর্ব।

10/10/2025

“সালার কাণ্ডে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল সালার”

সালার কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্র, যুব ও মহিলা সংগঠনের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সালারে যান এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির জেলা নেতৃত্ব।
নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের প্রতিনিধিরা।
তাঁরা পরিবারের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ন্যায়বিচারের লড়াইয়ে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এরপর প্রতিনিধি দল সালার থানায় যান এবং ওসির সঙ্গে বৈঠক করেন।
সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় — যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।
তাঁরা পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার সময়সীমা দেন বাকি তিনজন অভিযুক্তকে আটক করার জন্য।
উল্লেখযোগ্য, ঘটনার দিনই সালার থানার তৎপরতায় দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পরিবারের দাবি, সব অপরাধীকে আইনের আওতায় আনা না হলে ন্যায়বিচার পূর্ণ হবে না।
এই দিন উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক প্রিতমরুজ ও ইঞ্জামুল হক,
যুব ফেডারেশনের জেলা সম্পাদক সন্দীপন দাস,
মহিলা সমিতির জেলা সম্পাদিকা শেখ হাসিনা, সভাপতি পূর্ণিমা দাস শুভ,
এবং আরও অনেকে।

10/10/2025

তারানগরে আবারো সকাল থেকেই ভ য় ঙ্ক র ভাবে ভাঙ্গন শুরু। কিভাবে এতো বড় বাড়ি তলিয়ে গেল।

সংগৃহীত ভিডিও

09/10/2025

বুলবুলচণ্ডীতে বুড়িমা কালী পুজোর সূচনা, এবারে ৮০ তম বর্ষে পদার্পণ

09/10/2025

চাকরি গেল, সংসার বাঁচাতে চপ বিক্রিতে নামলেন প্রাক্তন শিক্ষক দম্পতি

অবশেষে নাগরাকাটায় সাংসদ-বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল নাগরাকাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ...
09/10/2025

অবশেষে নাগরাকাটায় সাংসদ-বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল নাগরাকাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম আকরামুল হক এবং অপরজনের নাম গোবিন্দ শর্মা। উল্লেখ্য, গত ৬ তারিখ ডুয়ার্সের নাগরাকাটার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। একদল উন্মত্ত জনতা তাদের উপর হামলা চালিয়ে তাদের গুরুতরভাবে আহত করে। সেই ঘটনাতেই জড়িত দুই অভিযুক্তকে বুধবার গ্রেপ্তার করে নাগরাকাটা থানার পুলিশ এবং বাকিদের খোঁজে পুলিশি তদন্ত চলছে বলে জানা গেছে।

রুদ্ধশ্বাস ২৫ মিনিট: ৩ বছরের অপহৃত শিশুকন্যা উদ্ধার মালদা পুলিশের বেলা তখন প্রায় সাড়ে বারোটা।ইয়ামাহা বাইকটা এসে থামল ঝ...
09/10/2025

রুদ্ধশ্বাস ২৫ মিনিট: ৩ বছরের অপহৃত শিশুকন্যা উদ্ধার মালদা পুলিশের

বেলা তখন প্রায় সাড়ে বারোটা।

ইয়ামাহা বাইকটা এসে থামল ঝড়ের গতিতে। ঠিক সেখানে, যেখানে নিজের মামার বাড়ির রাস্তার পাশে আপন মনে বন্ধুদের সঙ্গে খেলছিল মাত্র ৩ বছরের ছোট্ট একটি মেয়ে।

ঘটনা গতকালের। অকুস্থল, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বিষ্ণুপুর। সেখানের এক অনামী এলাকা কোতল। প্রতিবেশী রাজ্য বিহারের সীমানা থেকে সামান্য দূরেই।

বাইকে আরোহী দু'জন। মুখ ঢাকা ফুল মাস্ক হেলমেটে। কেউ কিছু বোঝার আগেই বাচ্চা মেয়েটিকে বাইকে তুলে নিয়ে দু'জন নিমেষে উধাও চন্ডীপুরের দিকে। দিনদুপুরে কিডন্যাপিং!

খবর থানায় আসার যা অপেক্ষা! হরিশচন্দ্রপুর থানা অ্যাকশনে নামল যুদ্ধকালীন ক্ষিপ্রতায়। সীমান্তবর্তী এলাকায় শুরু হয়ে গেল নাকা-চেকিং। বাইকের মডেল, রং এবং সম্ভাব্য গতিবিধি সম্পর্কে জানিয়ে দেওয়া হল স্থানীয় মানুষকে। সঙ্গে অনুরোধ, কেউ দেখতে পেলে যেন এক সেকেন্ডও দেরি না করে জানান পুলিশকে।

কাজও হল সতর্কবার্তায়। চণ্ডীপুরের কাছে দ্রুত ধাবমান ইয়ামাহাকে চিনে ফেললেন একজন। আটকানোর চেষ্টাও করলেন আপ্রাণ। কিন্তু বাইক বেপরোয়া গতিতে বাধা কাটিয়ে লক্ষ্মণপুর হয়ে অদৃশ্য হয়ে গেল ভালুকা রোডের দিকে, যেখান থেকে বিহার সীমান্ত অদূরেই।

কিন্তু বিহারে ঢুকতে পারলে তো! বাচ্চা মেয়েটিকে নিয়ে বাইকটি যখন ঢুকছে ইসলামপুরের দিকে, মুখোমুখি পড়ে গেল এসডিপিও চাঁচল সোমনাথ সাহা এবং সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেনের।

মরিয়া হয়ে ফের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা ইয়ামাহা-আরোহীদের, কিন্তু বিফল। পিছলে পড়ল বাইক। সঙ্গে সঙ্গে ঝাঁপাল পুলিশ টিম। উদ্ধার হল শিশুটি, গ্রেফতার হল দুই দুষ্কৃতীর একজন। নাম, ছোটন নাগ। দুর্ভাগ্য, এই ডামাডোলের মাঝে পালাল দ্বিতীয় দুষ্কৃতী। তবে পালিয়ে আর যাবে কোথায়? নামধাম জানা হয়ে গেছে, ধরা পড়বে শিগগিরই।

এরপর? অপহৃত শিশুটিকে দ্রুত হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এনে চিকিৎসা করিয়ে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া।

রুদ্ধশ্বাস অপারেশনে সময় লাগল কত?

মাত্র ২৫ মিনিট! ঠিকই পড়লেন, ২৫!

অভিনন্দন হরিশচন্দ্রপুর থানা। অভিনন্দন মালদা জেলা পুলিশ।

Malda District Police

দুধ দিয়ে স্নান করে শুভ 'বিবাহবিচ্ছেদ' পালন করলো এক যুবক।   এমনই এক অভিনব ভিডিও ভাইরাল হয়েছে। কমবেশি অনেকেই নিজেদের প্রতি...
09/10/2025

দুধ দিয়ে স্নান করে শুভ 'বিবাহবিচ্ছেদ' পালন করলো এক যুবক।

এমনই এক অভিনব ভিডিও ভাইরাল হয়েছে। কমবেশি অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সেই ভিডিও দেখে। রসিকতা করে বিবাহিত পুরুষকে ‘পরাধিন’ এবং বিপরীতে অবিবাহিত পুরুষকে ‘স্বাধীন’ বলা হয়। বিবাহবিচ্ছেদের পর এক যুবক নিজেকে বাস্তবিক ‘স্বাধীন’ ঘোষণা করলেন। দুধ দিয়ে স্নান করে, নতুন জামা-জুতো পরে, কেক কেটে উদযাপনও করলেন সেই স্বাধীনতা। সোশাল মিডিয়ার একটি ভিডিও সূত্রে গোটা বিষয়টি সামনে এসেছে। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ভিডিওটি। যেটি ‘আইঅ্যামডিকেবিরাদর’নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক তরুণ খালি গায়ে একটি পিড়িতে হাঁটু মুড়ে বসে রয়েছেন। তাঁর মাথায় দুধ ঢেলে স্নান করিয়ে দিচ্ছেন তরুণের মা। প্রৌঢ়া পরে জলও ঢালেন ছেলের মাথায়।

স্নান সেরে আলমারি থেকে নতুন জামাকাপড় বার করেন তরুণ। নতুন জামা-জুতো পরে সেজেগুজে টেবিলের সামনে বসেন তরুণ। এরপর হাসিমুখে একটি কেক কাটেন তিনি। যার উপরে লেখা রয়েছে, “শুভ বিবাহবিচ্ছেদ। ১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ টাকা নগদ।” আসলে ১২০ গ্রাম সোনা এবং ১৮ লক্ষ নগদ খোরপোশ দিয়েই প্রাক্তন স্ত্রীর কাছ থেকে রেহাই পেয়েছেন তরুণ। বিবাহবিচ্ছেদের পর কার্যত স্বাধীন হয়েছন তিনি। স্বাধীনতার সেই আনন্দই উদযাপন করেন দুধ দিয়ে স্নান করে, নতুন জামা-জুতো পরে, কেক কেটে।

09/10/2025

সংবাদ মাধ্যমের মুখোমুখি ডক্টর সুকান্ত মজুমদার।

স্ত্রী ও পুত্রকে করাত দিয়ে গ লা কে,টে  খু,ন করে নিজে আ,ত্ম,হ,ত্যা করলেন স্বামী।পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও ছেলের গা...
09/10/2025

স্ত্রী ও পুত্রকে করাত দিয়ে গ লা কে,টে খু,ন করে নিজে আ,ত্ম,হ,ত্যা করলেন স্বামী।

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও ছেলের গালা কে,টে আ,ত্ম,হ,ত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার আণ্ডিরন হালদার পাড়ায়। পরিন্বার সুত্রে জানাযায় নিহতদের নাম সঞ্জিত হালদার ৪০, মৌসুমী হালদার ২৮, রায়হান হালদার (৭)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটিয়েছে। সঞ্জিত হালদার তার নিজের ঘরে স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে গলা কে,টে হ,ত্যা করে। তারপর নিজে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আ,ত্ম,হ,ত্যা করে।

সঞ্জিত হালদারের মা জানান, আজ সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় জানালে দিয়ে দেখতে পায় তার ছেলে ঝু,ল,ন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি প্রতিবেশীদের ডাকলে প্রতিবেশীরা দরজা খুলে দেখে স্ত্রী ও নাতির গলা কা,টা নি,থ,র দে,হ পড়ে রয়েছে। তারপর বেলডাঙা থানায় খবর দিলে বেলডাঙা থানার পুলিশ দেহগুলিকে উ,দ্ধা,র করে নিয়ে যায়। তবে সঞ্জিত হালদারের মা জানিয়েছেন সঞ্জিত হালদারের স্ত্রীর কারণে এমন ঘটনা ঘটিয়েছে। ম,র্মা,ন্তি,ক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সুত্রে জানাযায়, প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও ছেলের গালা কে,টে আ,ত্ম,হ,ত্যা করেন স্বামী। মৃ,ত , উ,দ্ধা,র করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার মধ্যে অন্য কোন কারণ জড়িয়ে আছে কিনা তার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ।

ভারতে আসলেন তালিবান মন্ত্রী - তৈরী হতে চলেছে আফগান ও ভারত সরকারের নতুন রসায়ন।    পাকিস্তান যত বেশি ভারতের বিরোধিতা করছে ...
09/10/2025

ভারতে আসলেন তালিবান মন্ত্রী - তৈরী হতে চলেছে আফগান ও ভারত সরকারের নতুন রসায়ন।

পাকিস্তান যত বেশি ভারতের বিরোধিতা করছে আফগানিস্তান ততোই ভারতের কাছাকাছি আসছে। তালিবান ক্ষমতায় আসার পর প্রথমবার ভারতে এলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। যা কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আশরফ গনি সরকারের পতনের চার বছর পর ভারত এবং আফগানিস্তানের তালিবান সরকারের কোনও মন্ত্রীর এই সফরকে সবচেয়ে বড় লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত মাসেই মুত্তাকির নয়াদিল্লি সফরের কথা ছিল, কিন্তু রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) চাপানো ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাঁর সফর বাতিল করা হয়। ৩০ সেপ্টেম্বর UNSC কমিটি মুত্তাকিকে একটি অস্থায়ী ছাড় দেয়, যার ফলে তাঁর ভারত সফরের রাস্তা পরিষ্কার হয়। ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তিনি ভারতে থাকবেন। UNSC সকল গুরুত্বপূর্ণ তালিবান নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং বিদেশ ভ্রমণের জন্য তাঁদের অবশ্যই এই ধরনের ছাড় পেতে হয়। মুত্তাকির এই সফর কাবুলের তালিবান শাসনের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ১৫ মে মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তালিবান ক্ষমতায় আসার পর থেকে এটাই ছিল নয়াদিল্লি এবং কাবুলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। ভারত এখনও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি এবং কাবুলে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের উপর জোর দিয়ে আসছে। ভারত সরকারও জোর দিয়ে বলেছে যে আফগানিস্তানের মাটি কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা উচিত নয়। জানুয়ারিতে বিদেশ সচিব বিক্রম মিসরি এবং মুত্তাকির মধ্যে আলোচনার পর তালিবান সরকার ভারতকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং অর্থনৈতিক শক্তি হিসাবে অভিহিত করে।

অবশেষে ২ জনকে গ্রেফতার করতে বাধ্য হলো পুলিশ।   পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বাধার তৈরী করে র...
09/10/2025

অবশেষে ২ জনকে গ্রেফতার করতে বাধ্য হলো পুলিশ।

পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বাধার তৈরী করে রাজনীতি। তা না হলে প্রকাশ্যে আমন ভয়ঙ্কর ঘটনার পরেও ৫৪ ঘন্টা লাগলো পুলিশের আততায়ীদের ধরতে। সোমবার দুপুরে ওই ঘটনার পর থেকে প্রায় ৫৪ ঘণ্টা কেটে গিয়েছে। অবশেষে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জনের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম-পরিচয় জানা যায়নি এখনও। তবে হামলার দিন ওই দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। বর্তমানে খগেন মুর্মু দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কর ঘোষকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

মঙ্গলবারই তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যেই পুরো ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। একজন সাংসদের উপর হামলা হওয়া সত্ত্বেও কেন পুলিশের এমন গাফিলতি? কেন গ্রেফতারিতে এত দেরী, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে তৃণমূলের দাবি, এই মুহূর্তে বন্যাত্রাণই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

Address

Panchanantala
Berhampore
742102

Alerts

Be the first to know and let us send you an email when News Guru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share