Health Yaskhi

Health Yaskhi বাংলার সবচেয়ে জনপ্রিয় Health Tips & Motivation পেজে আপনাকে স্বাগতম 🙏


রোজ সকালে কাজুবাদাম খেলে কি হয় জেনে রাখুন🎯 হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।🎯 হাড় ও দাঁতকে মজবুত করে।🎯 ত্বক ...
30/09/2025

রোজ সকালে কাজুবাদাম খেলে কি হয় জেনে রাখুন

🎯 হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
🎯 হাড় ও দাঁতকে মজবুত করে।
🎯 ত্বক ও চুলের পুষ্টি জোগায়।
🎯 শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
🎯 রক্তে ভালো কোলেস্টেরল বাড়ায়।



゚viralシ ゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ ゚

👉 ডায়াবেটিস আসলে কোনো রোগ নয়, এটা হলো কোষে জায়গা না থাকার সমস্যা।🔬 সহজভাবে বুঝুন: 1. আমরা বারবার ভাত–রুটি–চিনি খাই → রক্...
29/09/2025

👉 ডায়াবেটিস আসলে কোনো রোগ নয়, এটা হলো কোষে জায়গা না থাকার সমস্যা।

🔬 সহজভাবে বুঝুন:
1. আমরা বারবার ভাত–রুটি–চিনি খাই → রক্তে গ্লুকোজ বেড়ে যায়।
2. ইনসুলিন বারবার বের হয়ে কোষে গ্লুকোজ ঢোকাতে চায়।
3. কিন্তু কোষের ভেতর আগেই অতিরিক্ত চিনি/শক্তি জমে থাকে → আর জায়গা থাকে না।
4. তখন গ্লুকোজ রক্তে থেকে যায় → এটাকেই বলে উচ্চ রক্তে শর্করা / ডায়াবেটিস।

⚠️ তাই আসল সমস্যা:
• ইনসুলিনের অভাব নয়।
• বরং ইনসুলিন রেজিস্ট্যান্স → কোষ ভরে গেছে, দরজা বন্ধ।

✅ সমাধান
• ফাস্টিং (কোষকে সময় দেওয়া যাতে ভেতরের গ্লুকোজ ব্যবহার হয়)
• ব্যায়াম (কোষ খালি হয়, গ্লুকোজ ব্যবহার হয়)
• সঠিক খাবার (কম কার্ব, বেশি প্রোটিন ও ফ্যাট, শাকসবজি)
• ঘুম ও মানসিক প্রশান্তি (হরমোন ব্যালান্স করে)

👉 সংক্ষেপে:
ডায়াবেটিসের মূল কারণ = কোষে জায়গা নেই।
চিকিৎসা = কোষ খালি করা।


পাঁকা পে্ঁপের উপকারিতা  ✅ হজম শক্তি বাড়ায়✅ কোষ্ঠকাঠিন্য দূর করে✅ ত্বক উজ্জ্বল করে✅ চোখের জন্য ভালো✅ হৃদরোগের ঝুঁকি কমায়✅...
27/09/2025

পাঁকা পে্ঁপের উপকারিতা

✅ হজম শক্তি বাড়ায়
✅ কোষ্ঠকাঠিন্য দূর করে
✅ ত্বক উজ্জ্বল করে
✅ চোখের জন্য ভালো
✅ হৃদরোগের ঝুঁকি কমায়
✅ ওজন কমাতে সহায়ক
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়


#পেপে #ফল

25/09/2025

চিকিৎসকদের মতে, দুপুরে সংক্ষিপ্ত ঘুম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
আর আমরা ৩ টায় শুয়ে উঠি ৬ টায়
🤣🤣

22/09/2025

জীবনে ধনী হওয়া জরুরি নয়,শান্তিতে থাকতে পারাটাই জরুরি।।

22/09/2025

সকালে ঘুম ঘুম থেকে উঠে খালি পেটে থানকুনি পাতার ১ চামচ রস খেলে শরীরে রক্তের টক্সিন উপাদান প্রস্রাবের সাথে বের হয়ে যায়।।

31/07/2025

পরিবারে ৬ জন মানুষ
রুটি আছে ৫ টা।
একজন বলছে আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। এই মানুষটা কে হতে পারে, একসাথে আ'ওয়াজ তুলি💔🥀

বাচ্চা শিশুদের হাতে ফোন দেওয়া কি উচিত?আমরা মনে করি শিশুদের হাতে স্মার্টফোন দিলে হয়তো শিশু জেদি হয় বা কথা শুনতে চায় না। ক...
30/07/2025

বাচ্চা শিশুদের হাতে ফোন দেওয়া কি উচিত?

আমরা মনে করি শিশুদের হাতে স্মার্টফোন দিলে হয়তো শিশু জেদি হয় বা কথা শুনতে চায় না। কিন্তু এর পরিণাম শিশুকে জীবনভর টানতে হতে পারে। একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে, ১৩ বছর বয়সের আগে যারা প্রথম স্মার্টফোন ব্যবহার করে, তাদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো পরবর্তীতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ২০২৫ সালে জার্নাল অব হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিসে প্রকাশিত এবং ১ লাখেরও বেশি তরুণ প্রাপ্তবয়স্কদের নিয়ে করা একটি গবেষণায় এর স্পষ্ট যোগসূত্র পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, শিশুরা যত তাড়াতাড়ি স্মার্টফোন ব্যবহার করে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা তত খারাপ হয়।

শিশুদের স্মার্ট ফোন দিলে পরবর্তীতে কোন কোন সমস্যায় তারা ভুগতে পারে জেনে নিনঃ

১। যারা ১৩ বছরের আগে স্মার্টফোন ব্যবহার শুরু করেছিলেন, তাদের কিশোর বয়সে আত্মহত্যার চিন্তাভাবনা, আগ্রাসন, আত্ম-মূল্যবোধের অভাব, মানসিক নিয়ন্ত্রণের অসুবিধা এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্নতার অভিযোগ করার ঝুঁকি বেশি ছিল।

২। সাম্প্রতিক গবেষণার সবচেয়ে উদ্বেগজনক ফলাফলগুলোর মধ্যে একটি হলো, যারা অল্প বয়সে স্মার্টফোন পেয়েছিলেন তাদের মধ্যে আত্মহত্যার চিন্তাভাবনার তীব্র বৃদ্ধি। একটি গবেষণায় দেখা গেছে যে, ৫ বা ৬ বছর বয়সে প্রথম স্মার্টফোন পাওয়া প্রায় অর্ধেক তরুণী পরে গুরুতর আত্মহত্যার চিন্তাভাবনার অভিযোগ করেছেন। এটা ১৩ বছর বয়সের পরে স্মার্টফোন পাওয়াদের এক চতুর্থাংশেরও বেশি। পুরুষদের মধ্যে প্রায় ৩১ শতাংশ এই ধরনের চিন্তাভাবনার অভিযোগ করেছেন, যেখানে ১৩ বছর বা তার পরে যারা ফোন পেয়েছিলেন তাদের ক্ষেত্রে এই সংখ্যা ২০ শতাংশ।

৩। মেয়েদের জন্য স্মার্টফোন ব্যবহারের মানসিক প্রভাব বিশেষ কঠিন বলেই জানাচ্ছে গবেষণা। গবেষণায় দেখা গেছে যে, ১৩ বছর বয়সের আগে যেসব মেয়ে স্মার্টফোন ব্যবহার করতো, তাদের মানসিক স্থিতিস্থাপকতা কম এবং তরুণ বয়সে তাদের বিভিন্ন মানসিক সমস্যা বেশি দেখা যায়। ছেলেদেরও আত্মবিশ্বাস কমে যাওয়া, অস্থির বোধ করা এবং সহানুভূতি কম হওয়ার মতো সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে।

৪। যদি কোনও শিশু অল্প বয়সে স্মার্টফোনের মালিক হয়, তাহলে তার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্সেস থাকবে। এর ফলে সাইবার বুলিং, ঘুমের সমস্যা এবং আগ্রাসী আচরণের মতো মানসিক স্বাস্থ্য সমস্যা পরবর্তী বছরগুলোতে দেখা যেতে পারে।

৫। স্ক্রিনের আলো এবং ব্রাউজিংয়ে ব্যয় করা সময় স্বাভাবিক ঘুমের রুটিন ব্যাহত করে। দীর্ঘমেয়াদে ঘুমের এই অভাব মেজাজের পরিবর্তন, মনোযোগের সমস্যা এবং মানসিক চাপকে আরও প্রকট করে তোলে।

৬। যত বেশি সময় ধরে স্মার্টফোন ব্যবহার করবে শিশু, ঝুঁকি তত বাড়বে। গবেষণায় দেখা গেছে যে, অল্প বয়সে স্মার্টফোনের মালিক বনে যাওয়া শিশুরা সোশ্যাল মিডিয়া এবং অনলাইন নানা প্ল্যাটফর্মে অল্প বয়সেই অভ্যস্ত হয়ে যায়। কিন্তু এগুলো শিশুদের মস্তিষ্ককে মাথায় রেখে তৈরি করা হয়নি।

তথ্যসূত্র: জার্নাল অব হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিস, স্যাপিয়েন ল্যাবস ২০২৫, সিএনএন, এবিসি নিউজ।

ভরা পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
30/07/2025

ভরা পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

ভেজা চুলে যে ৫টি কাজ করবেন না১। ভেজা চুল আঁচড়াবেন না। এতে আপনার চুল ড্যামেজ হতে পারে এবং চুলের গোড়া ভেঙে যেতে পারে। ২।...
30/07/2025

ভেজা চুলে যে ৫টি কাজ করবেন না

১। ভেজা চুল আঁচড়াবেন না। এতে আপনার চুল ড্যামেজ হতে পারে এবং চুলের গোড়া ভেঙে যেতে পারে।
২। ভেজা চুলে কখনো স্ট্রেইটনার ব্যবহার করবেন না। স্ট্রেইটনারের প্রচন্ড হিটের কারণে আপনার চুলের কিউটিকল ড্যামেজ হয়ে যেতে পারে।
৩। কখনোই পেছনের দিকে চুল উঁচু করে ও টাইট করে বাঁধবেন না। এতে চুলের লেন্থ এক তৃতীয়াংশ পর্যন্ত প্রসারিত হয়। যার ফলে চুলের টান পড়ে ভাঙ্গনের কারণ হয়।
৪। ভেজা চুলে ঘুমাতে যাবেন না। এতে খুশকি হয়, চুল ভেঙে যায়, মাথার ত্বকে ইনফেকশন হয়।
৫। হেয়ার স্প্রে ব্যবহার করবেন না। এতে চুল কুঁচকে যায়।

Address

Talibpur
Berhampore
742402

Telephone

+918670678188

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Yaskhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Yaskhi:

Share