27/11/2025
শোক সংবাদ :
স্তম্ভিত, স্তব্ধ ... 1999 - এর মাধ্যমিক ব্যাচের নগেন সরকার কয়েক ঘণ্টা আগে পথ দুর্ঘটনায় মারা গেছে । বেলডাঙ্গার বিশুর পুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিল নগেন । মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্রকে রেখে পরলোকে চলে গেল নগেন । পুত্র সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র । ঘটনাটি ঘটেছে ভাবতা নেতাজী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় ।
নগেন, সংস্কৃতের শিক্ষক ... খুব মিতভাষী ছিল । সরল, সাদাসিধে ছেলেটির কারোর প্রতি কোনও অভিযোগ ছিল না কোনও দিন ... সকলকে শ্রদ্ধা করতো ও ভালবাসতো । ছোট্ট সংসার নিয়ে হাসি মুখে থাকতো সবসময় ... মাঝেমাঝে ফেসবুকে সাংসারিক আনন্দের ছবি পোস্ট করতো । সারগাছি গেলে দেখা হত, কথাও হতো । খুবই ভক্তি করতো ... শুধু আমাকে বলে নয় ... সকল বড়দেরই । যাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আছে, যাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে .. তাদের মধ্যে কেউ হঠাৎ অপ্রত্যাশিতভাবে হারিয়ে গেলে .... আমার মনে একটা শূন্যতা সৃষ্টি হয় ... ভয়ানক !