15/08/2024
অডিওটা শুনলাম,ভদ্রমহিলা সেদিন রাতে কনফারেন্স রুমে কি ভাবে কি কি হয়েছে সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবরণ দিলেন, একদম কে কিভাবে কি ধরেছিল, কে কিভাবে পা ভেঙেছে, মুখ চেপে ধরেছে, তারপর কি হলো, সব কিছু বেশ বলেছেন ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে উনি এত কিছু এত ক্লিয়ারলি জানতে পারলেন কিভাবে? কে জানালো ওনাকে এসব? নাকি উনিও সামনে ছিলেন? তাহলে তো ওনাকে ধরলেই সব কিছু জানতে পারা যাবে? যে কে সেই কালপ্রিট, কোনটা সেই ড্রাগ রেকেট ? আজ এত সমস্যার মাঝে উনি যদি সত্যিই উদ্বেলিত তাহলে কেন সবার সামনে এসে নাম বলছেন না? যে কারা এর সঙ্গে জড়িত নাকি এখানেও অবস্থার সুযোগ নিয়ে ভুলভাল খবর রটানো হচ্ছে?