আপডেট আড্ডা

আপডেট আড্ডা ♥️🙏 ভালোবাসা দিয়ে সবার পাশে থেকে এগিয়ে যেতে চাই ♥️🙏

Hi friends good afternoon
20/11/2025

Hi friends good afternoon

📢📣 মাত্র ১৫০০/- টাকায় ২ রাত্রি ৩ দিনের দীঘা ভ্রমণ সাথে থাকা + চারবেলা জমিয়ে ভুরিভোজ + টোটো করে দীঘার ১২ টি জায়গায় ভ্...
17/11/2025

📢📣 মাত্র ১৫০০/- টাকায় ২ রাত্রি ৩ দিনের দীঘা ভ্রমণ সাথে থাকা + চারবেলা জমিয়ে ভুরিভোজ + টোটো করে দীঘার ১২ টি জায়গায় ভ্রমন 🔥🔥

🌴 দিঘা, পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী স্থান, যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার এক অনন্য সংমিশ্রণ রয়েছে। আমাদের ২ রাত্রি ৩ দিনের ভ্রমণ প্যাকেজ আপনাকে দিঘার সব বিখ্যাত ও আকর্ষণীয় স্থান ঘুরিয়ে দেখাবে, যাতে আপনার ভ্রমণ হয় স্বচ্ছন্দ ও স্মরণীয়।

📍প্রথম দিন Sightseeing -

🔹 নাই কালী মন্দির
🔹 শংকরপুর এবং তাজপুর
🔹 নিউ দিঘাতে মেরিন অ্যাকোরিয়াম
🔹 অমরাবতী পার্ক
🔹 সাইনসিটি
🔹 ঢেউ সাগর

📍দ্বিতীয় দিন Sightseeing -

🔹 দীঘা মোহনা
🔹 চন্দনেশ্বর মন্দির
🔹 রাধা কৃষ্ণ মন্দির
🔹 কাজু উদ্যান
🔹 তালসারি
🔹 উদয়পুর

🎪 প্যাকেজের খাদ্যের বিবরণ -

🍳 ব্রেকফাস্ট -

▪️লুচি(5 পিস)+ সবজি
▪️অথবা
▪️ডিম টোস্ট( দু পিস পাওরুটি সিঙ্গেল ডিম)
অথবা
▪️বাটার টোস্ট(4 পিস পাউরুটি)
অথবা
▪️প্লেন ম্যাগি/মসলা ম্যাগি |

🍛 মধ্যাহ্ন ভোজন -

▪️ভাত
▪️ ডাল
▪️ভাজা
▪️সবজি
▪️চাটনি
▪️পাপড়
▪️কাতলা মাছ অথবা ভোলা মাছ।

তৎসহ আরো এক প্রকারের সামুদ্রিক মাছ |
যদি সামুদ্রিক মাছ বাজারে না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আরো এক প্রকারের
সবজি দিব ।
অথবা
▪️ডিম ভাত

🥘 ডিনার -

▪️রুটি/ভাত +চিকেন কারি (3পিস ) |
অথবা
▪️রুটি/ ভাত+ ডিমের কারি(2 পিস)।
অথবা
▪️চাইনিজ ফ্রাইড রাইস/ রুটি+চিলি চিকেন(5 পিস)
অথবা
▪️চিকেন বিরিয়ানি( কমপক্ষে পাঁচ প্লেটের অর্ডার থাকতে হইবে এবং বিরিয়ানির সঙ্গে এক পিস চিকেন এবং এক পিস আলু থাকিবে সঙ্গে রায়তা থাকিবে)
অথবা
▪️ফ্রাইড রাইস চিকেন কষা ( চিকেন তিন পিস )
অথবা
▪️রুটি পনির।

✍️ এই প্যাকেজের অতিরিক্ত কিছু নিয়মাবলী -

1. এই প্যাকেজ আমরা হোটেল থেকে শুরু করিব এবং হোটেলে শেষ করিব |

2. টোটো দ্বারা এই প্যাকেজের সাইট সিন করা হবে |

3. ড্রিংকিং ওয়াটার, যেকোনো জায়গার এন্ট্রি ফি, যেকোনো রাইড এর জন্য খরচা গেস্টরা নিজেরা বহন করিবে |

4. রুম নন এসি হইবে |

5. যদি কোন ব্যক্তির এসির প্রয়োজন হয় তবে মাথাপিছু 200 টাকা প্রতিদিনের জন্য অতিরিক্ত দিতে হইবে | যদি কোন ব্যক্তির গিজারে প্রয়োজন হয় তবে মাথাপিছু 50 টাকা প্রতি ব্যক্তির প্রতিদিনের জন্য অতিরিক্ত দিতে হইবে | তবে এইসব ক্ষেত্রে গেস্টের জন্য নির্দিষ্ট করা রুমে যদি এসি ও গিজার থাকে এবং উক্ত এসি ও গিজার যদি চালু অবস্থায় থাকে তবেই আমরা দিতে পারিব |

6. পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কোন চার্জ লাগবে না। পাঁচ থেকে দশ বছরের বাচ্চার ক্ষেত্রে অর্ধেক চার্জ লাগিবে। দশ বছর এর ঊর্ধ্বে বাচ্চার ক্ষেত্রে পুরো চার্জ লাগিবে ।
7. এইসব স্পট গুলোর বাহিরে যদি গেস্ট অন্য কোন স্পট ঘুরতে চায় তাহা হইলে পরিবর্তিত রেট চার্টের ব্যাপারে হোটেলের সঙ্গে যোগাযোগ করিতে হইবে। এবং পরিবর্তিত মূল্য হোটেল কে প্রদান করিলেই তবেই সেই স্পট দেখিতে পারিবেন।

8. দীঘা মোহনা দেখিতে যাবার দিনে হোটেল হইতে সকাল ছয়টায় বাহির হইতে হইবে |

9. লোডশেডিং চলাকালীন এসি চলিবে না | কিন্তু জেনারেটরের সাহায্যে লাইট এবং ফ্যান চলিবে | দীর্ঘ সময় যদি লোডশেডিং চলে তাহা হইলে জেনারেটরকে বিশ্রাম দেবার জন্য কিছু সময় পাওয়ার কার্ড করিতে হইবে |

10. কোন গেস্ট যদি প্রথম দিন ব্রেকফাস্ট করিতে চায় তাহলে সকাল আটটার ভিতর হোটেলে যোগাযোগ করিয়া ইনফরমেশন দিতে হইবে নচেৎ উক্ত গেস্টের খাবার চালু হইবে প্রথম দিনের লাঞ্চ থেকে| পাঁচ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কোন আলাদা প্লেট দিব না সেক্ষেত্রে তারা মায়েদের সঙ্গে একই প্লেটে খাবে | এক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত মাছ-মাংস ডিম সরবরাহ করি সেক্ষেত্রে সেইগুলি অতিরিক্ত বিল করা হইবে আমাদের এলাকার সিস্টেমের মেনু চাট রেট অনুযায়ী |

💰 দুই রাত্রি তিন দিনের প্যাকেজের রেট চার্ট -

1. গেস্টের সংখ্যা - 05, ঘরের সংখ্যা-02
মাথাপিছু খরচা 1500 টাকা ।

2. গেস্টের সংখ্যা -04, ঘরের সংখ্যা -02
মাথাপিছু খরচা -1500 টাকা।

3. গেস্টের সংখ্যা -03, ঘরের সংখ্যা -01
মাথাপিছু খরচা -1700 টাকা।

4. গেস্ট এর সংখ্যা -02, ঘরের সংখ্যা-01,
মাথাপিছু খরচা -1900টাকা।

🌞 দুই রাত্রি তিন দিনের দীঘা ভ্রমণের ফুল প্যাকেজ।

🏕️হোটেলের নাম -
হোটেল রত্নদীপ ও হোটেল স্যামসাগর ইন।

☎️📞 যোগাযোগের ফোন নাম্বার -
9550553142 / 8591239748 / 8116966563

📲 ফোনে না পেলে whatsapp করতে পারেন, দিনে বহু মানুষ কল করেন তাই।
......................................

চলো ঘুরে আসি।

যারা SIR ফর্ম ফিলাপ করতে পারছেন না তোমরা নিজেরাই করতে পারবে ছবিতে ক্লিয়ার করে সব লেখা আছে কোথায় কি লিখবেন। একটু দেখে ন...
16/11/2025

যারা SIR ফর্ম ফিলাপ করতে পারছেন না
তোমরা নিজেরাই করতে পারবে ছবিতে ক্লিয়ার করে সব লেখা আছে কোথায় কি লিখবেন। একটু দেখে নিন দেখবে আপনিও ফর্ম ফিলাপ করতে পারছেন।

🛑SIR Form পূরন করার নিয়ম। আপনার এলাকার শিক্ষিত মানুষের কাছ থেকে SIR Form টা পূরন করবেন। কাগজ প্রস্তূত রাখবেন নিম্ন রুপ-...
13/11/2025

🛑SIR Form পূরন করার নিয়ম। আপনার এলাকার শিক্ষিত মানুষের কাছ থেকে SIR Form টা পূরন করবেন। কাগজ প্রস্তূত রাখবেন নিম্ন রুপ--
✅2 কপি রঙ্গিন নিজের ছবি।
✅বাবা বা মায়ের 2002 এর ভোটার তালিকার জেরক্স।
✅নিজের আধার কার্ডের জেরক্স।
✅বাবা বা মায়ের ভোটার কার্ডের জেরক্স।
✅বিবাহিতদের স্বামী/ স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স।
✅বাড়ির যেকোন একটি চালু মোবাইল নাম্বার।
🛑BLO এর ছবি, মোবাইল নাম্বার, কোথায় ও কোন ডিপার্টমেন্টে চাকরি করে তা এবং তার আইডি প্রুভ সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে।

Sir ফর্ম কিভাবে ফিলাপ করবে এখানে ডিটেলস দেওয়া আছে এটা ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে সির ফর্ম ফিলাপ করতে হয...
10/11/2025

Sir ফর্ম কিভাবে ফিলাপ করবে এখানে ডিটেলস দেওয়া আছে
এটা ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে সির ফর্ম ফিলাপ করতে হয়।

With Priya Sikdar – I just got recognized as one of their top fans! 🎉
06/11/2024

With Priya Sikdar – I just got recognized as one of their top fans! 🎉

31/10/2024

Happy diwali 🪔

হাই ফ্রেন্ড সবাই কেমন আছো
30/10/2024

হাই ফ্রেন্ড সবাই কেমন আছো

I've just reached 600 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
17/10/2024

I've just reached 600 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

হাই ফ্রেন্ড শুভ সকাল
15/10/2024

হাই ফ্রেন্ড শুভ সকাল

হাই ফ্রেন্ড সবাইকে মহা সপ্তমীর শুভেচ্ছা
10/10/2024

হাই ফ্রেন্ড সবাইকে মহা সপ্তমীর শুভেচ্ছা

Address

Bethuadahari
741126

Alerts

Be the first to know and let us send you an email when আপডেট আড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share