RKB জীবনে সঠিক একটা পার্টনার পাওয়াটাই ভাগ্যের ব্যাপার ।টাকা ,কাজ এসব তো আসবে যাবে🤟
USE HELMET GUYS 🤟❤

17/08/2025

পাকিস্তানের স্বাধীনতা দিবস - ১৪ই আগস্ট
এটা নিয়ে আপনার কি কোন মতামত আছে?

17/08/2025

সঙ্গীতা জানা ম্যাডামের কেসে দীপঙ্করকে পুলিশ ভিডিওতে ডিটেলস দেখুন

17/08/2025

বেথুয়াডহরি ইউটিউবার দীপঙ্কর বলে এই ছেলেটি সঙ্গীতা জানা দিদিভাই কেস করাতে পুলিশ তাকে ধরেনি।

এ নিজের বন্ধুর বউয়ের সাথে ভিডিও করতো তাকে নিয়ে পালিয়েছে আরেকটা সংসার ধ্বংস করেছে।

একটা ছেলের মাথায় কুড়ুল মেরে ছেলেটাকে মৃত্যু শয্যায় পাঠিয়ে দিয়েছিল ছেলেটা ভগবানের আশীর্বাদে বেঁচে আছে কিন্তু ছেলেটার অবস্থা খুবই খারাপ সেই মার্ডার কেসের আসামি এই দীপঙ্কর।

আবার একটি পরিবারকে মেরে দিল দীপঙ্কর ।

দীপঙ্করের প্রথম স্ত্রী ও মেনে নিয়েছে সে দীপঙ্করকে আরমান মালিক বানাতে চায়।

এর কর্মফল অবশ্যই ভগবান ওকে দেবে

16/08/2025

নিজের বউকে কখনো অন্য লোকের সাথে ভিডিও করতে দেবে না সে যেই হোক না কেন

এই ছেলেটার নাম দীপঙ্কর বিশ্বাস বেথুয়াডহরি, যুগপুর বাড়ি,বিগত এক মাস ধরে এই ছেলেটাকে নিয়ে ফেসবুকে প্রচুর চর্চা হচ্ছিল তাই বেথুয়াডহরীর ছেলে হয়ে ভাবলাম আজকে রিপোর্টটা সবাইকে দিয়ে দিই।

এই দীপঙ্কর বিশ্বাস ও তার স্ত্রী কোয়েল দুজনা মিলে একটা পরিবারকে পুরো ধ্বংস করে দিল

এতদিন পালিয়ে পালিয়ে ছিল,আজ পুলিশ হঠাৎ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে কোর্টে চালান করে দেয়।

যদিও জামিন হয়ে যাবে তবুও আপনাদেরকে বলছি এই ধরনের পাবলিক কে ফলো করা বন্ধ করুন

এই ছেলেটির নাম দীপঙ্কর বিশ্বাস বেথুয়াডহরির যুগপুর এলাকায় বাড়িঅসামাজিক ভিডিও ফেসবুকে পোস্ট করে,তার ভিডিওতে মানুষ যে ধর...
16/08/2025

এই ছেলেটির নাম দীপঙ্কর বিশ্বাস বেথুয়াডহরির যুগপুর এলাকায় বাড়ি

অসামাজিক ভিডিও ফেসবুকে পোস্ট করে,
তার ভিডিওতে মানুষ যে ধরনের কমেন্টগুলো দেয় তার দেখে বোঝাই যায় এর চরিত্র

বর্তমানে একে নিয়ে কিছু শ্রেণির মানুষ চর্চায় মেতেছে

তাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে আজকে ১৬ই আগস্ট তাকে বেথুয়াডহরী থানার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়।

এ অবস্থায় তাকে কোর্টে চালান করে দেওয়া হয়।



তুমি যেমন কর্ম করবে তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে

ফেসবুকে বাজে কিছু পোস্ট না করে সমাজকে কিছু শেখান তাতে সমাজের উন্নতি হবে আপনি থাকবেন না কিন্তু সমাজ থেকে যাবে🙏🕉️

16/08/2025

এই ছেলেটির নাম দীপঙ্কর বিশ্বাস বেথুয়াডহরীর যুগপুর এলাকায় বাড়ি

নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সে সুমি বিশ্বাস বলে একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে তাকে নিয়ে পালিয়ে যায়।

বর্তমানে ফেসবুকে এই বিষয়টি একটি ভাইরাল

একটি wife থাকা সত্ত্বেও একটি হিন্দু ঘরের ছেলে কি বিয়ে করতে পারে ,আসুন সবকিছু আপনাদের ডিটেলসে বলি।

📌 ভারতবর্ষে (India) এক স্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিয়ে করার নিয়ম:

হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন (Hindu Marriage Act, 1955 অনুযায়ী)

এক স্ত্রী বা স্বামী জীবিত থাকাকালীন অন্য কাউকে বিয়ে করা সম্পূর্ণ অবৈধ।

এটাকে বিগ্যামি (Bigamy) বলা হয়।

শাস্তি: ভারতীয় দণ্ডবিধি (IPC) 494 ও 495 অনুযায়ী ৭ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে।

প্রথম স্ত্রী বা স্বামীর অনুমতি থাকলেও আইনের চোখে বৈধ নয়।

একজন জীবিত থাকা অবস্থায় অন্যকে বিয়ে করলে সেটা আইনের চোখে অপরাধ।
Dipankar Dar Adda Sumi Biswas ✅

যতটুকু রিপোর্ট পেয়েছি তার ভিত্তিতে আপনাদেরজানাচ্ছি। দীপঙ্কর আর সুমি দুজনের আগে থেকেইএকটা ভালোবাসার সম্পর্ক ছিল বিবাহ পূ...
16/08/2025

যতটুকু রিপোর্ট পেয়েছি তার ভিত্তিতে আপনাদের
জানাচ্ছি। দীপঙ্কর আর সুমি দুজনের আগে থেকেই
একটা ভালোবাসার সম্পর্ক ছিল বিবাহ পূর্বে। আর
সেটা যানা সত্বেও মৃনাল সুমি কোয়েল আর দীপঙ্কর
একসঙ্গে সব সময় রিলস বানাতেন। সুমি আর
দীপঙ্কর এর ক্লোজ ভিডিও মৃনাল নিজেই তুলে
দিতেন। এভাবেই চলতে চলতে ওদের ভালোবাসা
আবার - - ,-!!
আবার দীপঙ্কর একটা "attempt to murder " কেস
এর আসামি বলে জানা গেছে। আর যারা এই কেস
দায়ের করেছিলেন তারা বর্তমানে নেগোসিয়েশন
করতে ইচ্ছুক। কিন্তু বিনিময়ে Rs. 50,0000/- দিতে
হবে। আর ওদিকে ওদের চার জনের account এই
বেশ ভালো অঙ্কের টাকা আছে। এই সোস্যাল মিডিয়া
থেকে ইনকাম করা। Amount টি এখানে বলছি না। আর কোয়েল আর দীপঙ্কর চাইছে সুমির থেকে ঐ
টাকা টা নেবে(as per report)। আর তার জন্যই
দুজনে মিলে প্লান করে সুমি কে বিয়ের জালে জড়িয়েছে (as per report)।
এখন মৃনাল যদি চায় তো প্রপার লিগাল অ্যাকশন
নিতে পারে। ওদের একটা মেয়েও আছে। কিন্তু
লিগাল অ্যাকশন না নিয়ে শুধু সোস্যাল মিডিয়া তে
নাটক দেখানোর কি অর্থ বুঝি না। এত কিছুর পরেও
ওরা চারজন ই সোস্যাল মিডিয়া থেকে ইনকাম এর
বিষয় টা যাতে কোনো রকম হ্যাম্পর না হয় সেদিকেও
সুচতুর ভাবেও খেয়াল রেখেছে সবাই।
এবার আপনারাই বলুন কি করা উচিৎ??
মৃনাল এর এই কান্নাকাটি নাটক বন্ধ করা উচিত।
যদি ও লিগালি কিছু না করেন।
( এটা অন্য লেভেলের কেস। যদি মৃনাল কেস করে
তবেই এগোনো সম্ভব। আর না হলে আপনারা পাবলিক
যদি কিছু স্টেপ নেন তো )

এই রিপোর্টটা সঙ্গীতা ম্যামের কাছে কালেক্ট করা

"মানবতার সবচেয়ে বড় পরাজয়! 💔একজন মানুষ ছয় ঘণ্টা ধরে স্টিয়ারিংয়ে আটকে ছিল, আশেপাশে শত শত মানুষ… কিন্তু কেউ তাকে জীবি...
12/08/2025

"মানবতার সবচেয়ে বড় পরাজয়! 💔
একজন মানুষ ছয় ঘণ্টা ধরে স্টিয়ারিংয়ে আটকে ছিল, আশেপাশে শত শত মানুষ… কিন্তু কেউ তাকে জীবিত বের করতে পারল না।
এ কেমন সমাজ, এ কেমন সহমর্মিতা, এ কেমন ব্যবস্থা!
আজ শুধু একজন নয়, আমরা সবাই হেরে গেছি।"

Pelling west Sikkim ❤🤟
14/12/2024

Pelling west Sikkim ❤🤟

18/11/2024
11/11/2024

Address

Mahaprabhu Road
Bethuadahari
741126

Alerts

Be the first to know and let us send you an email when RKB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RKB:

Share

Category