আমাদের ভগবানগোলা

আমাদের ভগবানগোলা ভগবানগোলাকে আরও বেশি জানতে ও জানাতে সাহায্য করুন।.....
since 2018

20/10/2025

রাজ্যের হাফ মুন্ত্রী মুসলিম ন্যাতা আখরো কে OBC নিয়ে প্রশ্ন করা যাবে না ।
হ্যাঁ মন্ত্রী তো ঠিক ই বলেছে ।
দোষ তো ওনার নয় দোষ মুর্শিদাবাদের মানুষের যে এই অবুঝদের ভোটে জেতায়।

18/10/2025

💧ORS নিয়ে ব্যবসা বন্ধ হলো -ডা. শিবরঞ্জনি সন্তোষের সত্যের লড়াই।

ভারতের হায়দরাবাদের শিশু বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনি সান্তোষ প্রমাণ করেছেন, একজন মানুষও চাইলে দেশের স্বাস্থ্যনীতিতে পরিবর্তন আনতে পারেন।
তিনি একা লড়েছেন “ORS” নামের অপব্যবহার বন্ধ করার জন্য — এমন সব পানীয় কোম্পানির বিরুদ্ধে যারা “ORS drink” নামে ভুল ও বিপজ্জনক প্রোডাক্ট বিক্রি করছিল।

সমস্যার শুরু কোথায়?
বাজারে অনেক পানীয় “ORS” নামে বিক্রি হচ্ছিল, কিন্তু এগুলো WHO অনুমোদিত ORS নয়।
এগুলোতে অতিরিক্ত চিনি ও ভুল ইলেক্ট্রোলাইট অনুপাত থাকায়, ডায়রিয়া বা ডিহাইড্রেশনে আক্রান্ত শিশুদের ক্ষতি হচ্ছিল।
এই প্রতারণার বিরুদ্ধে ডা. শিবরঞ্জনি RTI, আইনগত পদক্ষেপ ও প্রচারণা চালান প্রায় ৮ বছর ধরে।
অবশেষে জয়। FSSAI (Food Safety and Standards Authority of India) ঘোষণা করেছে

“WHO মানদণ্ড না মানলে কোনও পানীয় ORS নামে বিক্রি করা যাবে না।”
এই সিদ্ধান্তের পর ডা. শিবরঞ্জনি আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন,“We have won — it took eight years, but truth won.”

কেন এটা গুরুত্বপূর্ণ?
ORS মানে শুধু একটাই — জীবনরক্ষাকারী দ্রবণ।
ভুল ফর্মুলা মানে বিপদ, বিশেষত শিশুদের জন্য।
ডা. শিবরঞ্জনি আমাদের মনে করিয়ে দিয়েছেন ব্র্যান্ড নয়, বিজ্ঞান ও সততা বেছে নিতে হবে।

🔖
লেখা ফেসবুক থেকে পাওয়া।

সবাই হয় তো এটাই চাইছে যে এরকমই স্কুল থাক।
18/10/2025

সবাই হয় তো এটাই চাইছে যে এরকমই স্কুল থাক।

17/10/2025

বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শনিবার মিড ডে মিল খাওয়ানো হয় না। এরকম ঘটনার সাক্ষী কেউ থাকলে কমেন্টে জানাবেন।

12/10/2025

আজকের এই জেনারেশন এর দ্বারা কিছু হবে না। যে জেনারেশন আজকের পঞ্চায়েত মেম্বারকে ভয় পাই।
2 টাকার ঠিকাদার রাস্তার খারাপ কাজ করলেও আওয়াজ তোলে না শুধু চা এর দোকানে বড় বড় বাতেলা

11/10/2025
11/10/2025

প্রত্যেক বছরের ন্যয় এ বছর ও আমরা আগামী 28-10-25 মঙ্গলবার আমাদের গ্রুপের সহযোদ্ধা সম্রাট ভাইয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে র...
05/10/2025

প্রত্যেক বছরের ন্যয় এ বছর ও আমরা আগামী 28-10-25 মঙ্গলবার আমাদের গ্রুপের সহযোদ্ধা সম্রাট ভাইয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণী এবং অসহায় মানুষদের প্রায় 200 পিস ব্লাঙ্কেট বিতরন করা হবে।তাই আপনাদের উপস্থিতি এবং আর্থিক ভাবে সহযোগিতা একান্ত ভাবে কামনা করি।আর স্বেচ্ছায় কেউ রক্তদান করলে যোগাযোগ করবেন 📲9734071423
স্থান:-ভগবানগোলা স্টেশন এর পাশে P.W.D মাঠ। তারিখ:-28-10-2025(মঙ্গলবার)
আর্থিকভাবে সাহায্যে পাঠানোর জন্য QR CODE এবং ব্যাংক ডিটেলস দেওয়া হলো এবং ফোন পে/গুগল পে/পে টি এম নাম্বার দেওয়া আছে 🙏🙏🙏
🔴BHAGWANGOLA DREAM FOUNDATION🔴
Govt Regd No:-IV-120700044/2022
(Registered by Govt. of India Under Trust Act 1882)
NUMBER:-AAETB9797R under act
Aayog No:-WB/2023/0356759
Registration No:-AAETB9797RE20221
Registration No:-AAETB9797RF20211
CSR1 Registration No:-CSR00077128
🔴Bank Details:🔴
*NAME:-BHAGWANGOLA DREAM FOUNDATION*
*Bank Account Number:-7404974500*
*INDIAN BANK,*
*IFSC Code:-IDIB000B751,*
*Branch:-BHAGWANGOLA,*
*UPI:- shantish*tu@ibl*
*PhonePe/Gpay/paytm :-9734071423*

আমরাও আসছি
04/10/2025

আমরাও আসছি

03/10/2025

✊৯ অক্টোবর কলকাতা চলো ৪.০ অভিযানের আগে কি কি করনীয়-✊
✅ প্রত্যেককে নিজের বন্ধুদেরকে আনার দায়িত্ব নিতে হবে, যারা ২০২২ টেট পাস করে আছে। কারণ সবাই জানে তার পাশাপাশি কে টেট পাস করে আছে।
✅প্রত্যেক টেট পাস ক্যান্ডিডেটের নিজস্ব ফেসবুক পেজ থেকে এই আন্দোলনের ব্যাপারে পোস্ট করতে হবে। তাহলে প্রচার আরো জোরদার হবে।
✅প্রত্যেককে প্রচুর ভিডিও বা ছবি পোস্ট করতে হবে এই আন্দোলনের ব্যাপারে, যেখানে মোটিভেট করতে হবে প্রত্যেককে আসার জন্য। এমন কিছু বলতে হবে যেখানে, যারা দু কান কাটা আছে তারাও বাধ্য হয়ে চলে আসে আন্দোলন করতে।
✅ আন্দোলনে আসার সময় অবশ্যই একটি করে জাতীয় পতাকা নিয়ে আসবেন, আর না হলে পোস্টার নিয়ে আসবেন। যেখানে দাবি একটাই 50000 শূন্যপদ।

Address

Bhagwangola
742135

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ভগবানগোলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের ভগবানগোলা:

Share

Category