11/04/2025
হাজারীবাগে "জীবনমৃত্যু"র আউটডোর শুটিং হয়েছিল। উত্তমকুমার আর সুপ্রিয়াদেবীকে রাখা হয়েছিল সরকারি একটা ডাকবাংলোয়। ছবির ক্যামেরাম্যান কানাই দে এবং অন্য কলাকুশলীদের রাখা হয়েছিল অন্য একটা সাধারণ হোটেলে। ডাকবাংলোয় এত জায়গা ছিল না যে সকলের জায়গা হয়। কিন্তু সিনিয়র কলাকুশলীদের যে মর্যাদা দিয়ে সেখানে রাখা উচিত তা উত্তমকুমার বুঝিয়ে দিয়েছিলেন প্রযোজককে। তাঁকে ডেকে বলেছিলেন, ক্যামেরাম্যান কানাইদের এবং অন্য সিনিয়র টেকনিশিয়ান যাঁরা আছেন, তাঁদের এখানে এনে রাখুন। জায়গা হয়ে যাবে। খরচের কথা ভেবে প্রযোজক ভদ্রলোক একটু গাঁইগুঁই করছিলেন। কিন্তু উত্তম কুমার প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানিয়ে দিয়েছিলেন, সিনিয়র টেকনিশিয়ানদের যদি এখানে এনে না রাখা হয়, তাহলে তিনি এ ছবির কাজই করবেন না। এই হুমকির ফলেই শেষ পর্যন্ত প্রযোজক ক্যামেরাম্যান, এডিটার সহ জনকয়েক সিনিয়র টেকনিশিয়ান কে সেই ডাক বাংলোই এনে রেখেছিলেন।
শুধু পর্দার মধ্যেই নয়, পর্দার বাইরেও তিনি ছিলেন মহানায়ক ।
আমাদের শ্রদ্ধাঞ্জলি ।
তথ্য : মহানায়ক (অশোক বসু)
======================
বই আর সিনেমা এই দুটোই আমার পছন্দের জিনিস। আর বাংলা সিনেমার মহানায়ক কে নিয়ে লেখা বই যে আমার ভালো লাগবে সেটা তো সন্দেহের অবকাশ রাখে না। তাও আবার যখন সেই বই লিখেছেন তাঁর অনুজ তরুণ কুমার।
মহানায়কের জীবনের বিভিন্ন অজানা ঘটনা জানতে পড়তেই হবে অনুজ তরুণ কুমারের লেখা "আমার দাদা উত্তমকুমার"
আমাজন লিংক : https://amzn.to/3NxCqdr
=============================
বিস্তারিত জানতে আরও পড়ুন মহানায়ক উত্তমকুমারের আত্মজীবনী - নিজের লেখা বই - আমার আমি । এই বইতে পাবেন মহানায়ক সম্পর্কে বহু অজানা তথ্য ।
আমাজন লিংক : https://amzn.to/3QyRcle
============================
বিস্তারিত জানতে আরও পড়ুন সুপ্রিয়া দেবীর লেখা বই আমার জীবন আমার উত্তম । এই বইতে পাবেন মহানায়ক সম্পর্কে বহু অজানা তথ্য । উত্তমকুমারকে নিয়ে এরকম বই আর একটিও নেই ।
আমাজন লিংক : https://amzn.to/4bVaavn
=======================
উত্তমকুমার প্রয়াত হওয়ার ঠিক পরেই ১৬ই আগস্ট,১৯৮০ আনন্দলোক উত্তম সংখ্যা বেরিয়েছিল ওনার স্মরণে । অতি স্বল্পমূল্যে দুষ্প্রাপ্য পত্রিকাটির পিডিএফ চাইলে হোয়াটস্যাপ করুন 9831930921 নম্বরে