
15/05/2025
"আল্লাহর অশেষ রহমতে আবারও বাবা হলাম।
এইবার আমাদের ঘরে এসেছে আমাদের দ্বিতীয় ছেলে সন্তান—আরও একটি আশীর্বাদ, আরও এক নতুন সূর্যোদয়।
জীবনের অনেক কিছুই আগে থেকেই জানা ছিল,
কিন্তু সন্তানের জন্ম প্রতিবারই যেন এক নতুন অনুভূতি, এক নতুন ভালোবাসার শুরু।
প্রথম সন্তান আমাদের বাবা-মা বানিয়েছিল, আর দ্বিতীয় সন্তান আমাদের ভালোবাসাকে আরও গভীর করল।
দুই হাত এখন পূর্ণ—এক হাতে প্রথম সন্তান, অন্য হাতে দ্বিতীয়।
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এবং আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি—
যেন আমি ও আমার পরিবার এই দায়িত্ব এবং ভালোবাসা দুটোকেই সুন্দরভাবে পালন করতে পারি।
স্বাগতম আমার ছোট্ট প্রিয়জন, তোমার আগমনে ঘরটা আরও আলোকিত হয়ে উঠেছে।"