রাজনগরে মহাসমারোহে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম জন্ম-মহোৎসব পালন
৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ ফুট দীর্ঘ নিকাশি নালা তৈরীর শিলান্যাস রাজনগরে_
শুক্রবার ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ ফুট দীর্ঘ নিকাশি নালা তৈরীর শিলান্যাস হল রাজনগরের বড় বাজারে।
জেলা পরিষদের তরফে ৩৫ লক্ষ টাকা ব্যয় করে ১২৫০ ফুট দীর্ঘ এই নিকাশী নালাটি তৈরি করা হবে। রাজনগরের বড় বাজারে দুর্গা মন্দির সংলগ্ন স্থান থেকে বেসিক স্কুল সংলগ্ন রাস্তার পাশ পর্যন্ত ১২৫০ ফুট এই নিকাশী নালা তৈরি হবে।
স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার পাশে নিকাশী নালা তৈরি করার। নিকাশী নালা না থাকায় রাস্তাটিতে বেশিরভাগ সময়ই নোংরা জল ও আবর্জনায় ভর্তি হয়ে থাকে। ফলে চলাচলের সমস্যা হয়। স্থানীয় লোকদের এই দাবি মেনে এই নিকাশি নালা তৈরীর শিলান্যাস করা হল। শিলান্যাস করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। সঙ্গে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির
৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ ফুট দীর্ঘ নিকাশি নালা তৈরীর শিলান্যাস রাজনগরে _
শুক্রবার ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ ফুট দীর্ঘ নিকাশি নালা তৈরীর শিলান্যাস হল রাজনগরের বড় বাজারে।
জেলা পরিষদের তরফে ৩৫ লক্ষ টাকা ব্যয় করে ১২৫০ ফুট দীর্ঘ এই নিকাশী নালাটি তৈরি করা হবে। রাজনগরের বড় বাজারে দুর্গা মন্দির সংলগ্ন স্থান থেকে বেসিক স্কুল সংলগ্ন রাস্তার পাশ পর্যন্ত ১২৫০ ফুট এই নিকাশী নালা তৈরি হবে।
স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার পাশে নিকাশী নালা তৈরি করার। নিকাশী নালা না থাকায় রাস্তাটিতে বেশিরভাগ সময়ই নোংরা জল ও আবর্জনায় ভর্তি হয়ে থাকে। ফলে চলাচলের সমস্যা হয়। স্থানীয় লোকদের এই দাবি মেনে এই নিকাশি নালা তৈরীর শিলান্যাস করা হল। শিলান্যাস করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। সঙ্গে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির
বীরভূমের ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বালি ভর্তি ট্রাক্টর সহ ১ গ্রেপ্তার রাজনগরে
বীরভূমের রাজনগরে সীমান্তবর্তী জঙ্গল থেকে উদ্ধার হওয়া চারটি তাজা বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড -
রাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ডাকবাংলো মাঠে_
খান আরশাদ, বীরভূম:-
রাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজনগরের ডাকবাংলো মাঠে সম্পন্ন হল বুধবার। রাজনগর উচ্চ বিদ্যালয়ের তরফে দুইদিন ধরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। বুধবার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো। এই বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী দৌড়, লং জাম্প, হাই জাম্প প্রভৃতি ২০ টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি ও সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত, পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায়, সদস্য মহম্মদ শরীফ, আদিত্য সাহা, দামোদর রায় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা-কর্মী সহ অন্যান্যরা। ছ
বীরভূমের খয়রাশোলের পাঁচড়া অঞ্চলে তৃণমূলের তরফে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির_
৪৪ তম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল রাজনগরের খয়রাডিহি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে _
খান আরশাদ, বীরভূম:-
৪৪ তম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা রাজনগর ব্লকের খয়রাডিহি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হল মঙ্গলবার।
রাজনগর চক্রের ৯২ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৮ টি শিশু শিক্ষা কেন্দ্রের ২৯৩ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ ৩৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।
এই প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারীরা আগামী ৩০ ও ৩১ তারিখের মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ সুকুমার সাধু, অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, রাজনগর পঞ্চায়েত সমি
রাজনগর ব্লক অফিস, থানা সহ বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদার সাথে প্রজাতন্ত্র দিবস পালন_
রাজনগরের নাকাশ গ্রামে কর্মতীর্থে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন বিডিও ও পূর্ত-কর্মাধ্যক্ষ-
খান আরশাদ, বীরভূম:-
রাজনগরের নাকাশ গ্রামে কর্মতীর্থে শনিবার দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন রাজনগরের বিডিও ও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। গতকাল শুক্রবার থেকে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবম পর্যায়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। গতকাল শুক্রবার রাজনগর ব্লকের আলীগড়ে দুয়ারে সরকার শিবির আয়োজিত হয়। আজ শনিবার রাজনগর ব্লকের নাকাস গ্রামের কর্মতীর্থে এই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, রেশন কার্ড, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, জয় বাংলা ভাতা প্রভৃতি জনমুখী ৩৭টি প্রকল্পের পরিষেবা প্রদান করা হচ্ছে। রাজনগর অঞ্চলের সাধারণ মানুষ এইস
রাজনগরে বাম কংগ্রেস জোটের নেতাজী জয়ন্তী পালন ও হাসপাতালে রোগীদের ফলমূল বিতরণ_