Darpan News - দর্পণ নিউজ

Darpan News - দর্পণ নিউজ এই চ্যানেলের মাধ্যমে সমাজের প্রতিটি ক্ষেত্রের ছবি তুলে ধরার প্রয়াস _

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিউড়িতে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের বৈঠক_খান আরশাদ, বীরভূম:-বীরভূম জেলা সভাপতি হিস...
24/08/2025

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিউড়িতে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের বৈঠক_
খান আরশাদ, বীরভূম:-

বীরভূম জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় সিউড়িতে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন।
আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে জেলার কংগ্রেস নেতৃত্বদের নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন শনিবার ।
যদিও এই বৈঠকে কংগ্রেসের প্রাক্তন বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ উপস্থিত ছিলেন না। এদিন
নব-নির্বাচিত জেলা সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায় ও রাজ্য কংগ্রেস সম্পাদক (সাংগঠনিক) সঞ্জয় অধিকারীকে সংবর্ধনা দেওয়া হয়। দল ছেড়ে যাওয়া পুরনো কর্মীদের দলে ফের ফিরিয়ে নেওয়া হল। প্রসঙ্গত: উল্লেখ্য প্রাক্তন জেলা সভাপতি মিল্টন রশিদের সময়ে এসব কংগ্রেস কর্মীরা দলের বাইরে ছিলেন, তাঁদের দলে আবার ফিরিয়ে নেওয়া হয়।
জেলা সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায় বলেন কালীপুজোর পরেই জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে প্রতিটি ব্লকে কংগ্রেসের পদযাত্রা কর্মসূচি শুরু হবে।
রাজ্য সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী বলেন কর্মীদের একসাথে নিয়ে সকলকে কাজ করতে হবে।
রাজনগরের কংগ্রেস ব্লক সভাপতি বুদ্ধদেব দাস বলেন দলের সমস্ত কর্মীরা একজোট হয়ে লড়াই করলে জয় আসবেই।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস সেবা দলের সভাপতি সৌভিক হাজরা, মহিলা সভানেত্রী রত্না দাস সহ জেলার বিভিন্ন ব্লক সভাপতি ও শাখা সংগঠনের সভাপতিরা সহ অন্যান্য কংগ্রেস নেতারা।

23/08/2025

সদ্যোজাত কন্যা সন্তানকে ফুলে সাজানো গাড়িতে করে ব্যাণ্ড পার্টি সহ পাথরচাপড়ির বাড়িতে আনল পরিবার_

22/08/2025

দ্য গ্র্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে রাজনগরে একদিনের নকআউট ফুটবল টুর্নামেন্ট_

দ্য গ্র্যান্ড ফাউন্ডেশন নামে রাজনগরের একটি দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগে রাজনগরের ডাক বাংলো মাঠে একদিনের ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল। এই ফুটবল টুর্নামেন্টে এলাকাসহ আশেপাশের বারোটি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বের খেলায় সাহিদ ইলেভেন দামপাড়া-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাদীদ ইলেভেন খোদাইবাগ। উদ্যোক্তাদের পক্ষ থেকে রানার্স ও চ্যাম্পিয়ন টিমকে নগদ টাকা সহ বিশালাকার ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ সহ অন্যান্য পুরস্কারও দেওয়া হয়। পাশাপাশি এলাকার বিশিষ্ট ফুটবলারদেরও সংবর্ধনা জানানো হয়।
উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, উপপ্রধান শেখ সেলিম, রাজনগর থানার ASI পূর্ণ চন্দ্র সাহা, পুলিশকর্মী নব কুমার গোরে, বিশিষ্ট খেলোয়াড় কাজী ফিরোজ, সমাজকর্মী মহম্মদ শরীফ, গাফফার খান, আদিত্য সাহা দ্য গ্র্যান্ড ফাউন্ডেশন এর সভাপতি হাসিবুল রহমান, সম্পাদক শেখ ফিরোজ সহ অন্যান্য সদস্য ও কর্মকর্তারা।

19/08/2025

শ্রী সত্য সাই প্রেম প্রবাহিনী রথ বীরভূমের রাজনগরে _

শ্রী শ্রী সত্য সাইয়ের অমৃতবাণী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ৫টি প্রেম প্রবাহিণী রথ অন্ধ্র প্রদেশের পুত্তাপুত্তি থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার এমনই একটি রথ সেখান থেকে এসে বীরভূমের রাজনগরে এসে পৌঁছালো।

19/08/2025

জীবিকা বিষয়ক আলোচনা শিবির রাজনগর উচ্চ বিদ্যালয়ে_

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে এবং জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র-সিউড়ির সহযোগিতায় এবং রাজনগর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায়, রাজনগর উচ্চ বিদ্যালয়ে 'ক্যারিয়ার টক' নামে জীবিকা বিষয়ক আলোচনা শিবির আয়োজিত হল।
বিদ্যালয়ের দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবির করা হল।
ক্লাস এইট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি গ্র্যাজুয়েশনের পর কি নিয়ে কি কি বিষয় নিয়ে পড়াশোনা করলে বা কোন পথে এগোলে ছাত্রছাত্রীরা নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে সে বিষয়ে মূল্যবান তথ্য দেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মকর্তারা।
উপস্থিত ছিলেন, জেলা এমপ্লয়মেন্ট অফিসার সৌরভ মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক দত্ত, এমপ্লয়মেন্ট অফিস কর্মী মাধব কয়াল, শেখ মুজিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

18/08/2025

রাজনগরে পোল্ট্রি ফার্মের ভেতর ৯ ফুট লম্বা অজগর _

রাজনগরে পোল্ট্রি ফার্মের ভেতর থেকে প্রায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার করল বনকর্মীরা। রাজনগরের মুসাবনি গ্রামে একটি পোল্ট্রি ফার্মের ভেতর একটি বিশাল অজগর দেখে চাঞ্চল্য ছড়ায়। রাজনগর বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে, বনকর্মী বিমল মাহাতো পোল্ট্রি ফার্মের ভেতর থেকে , প্রায় নয় ফুট লম্বা ওই অজগরটিকে উদ্ধার করেন। সম্ভবত: পোল্টি ফার্মের মুরগি খাওয়ার জন্যই অজগরটি ফার্মের ভেতর ঢুকে পড়ে। অজগরটিকে লোকালয় থেকে দূরে নিরাপদ জায়গায় পুনর্বাসন দেওয়া হয়।

18/08/2025
17/08/2025

রাজনগরে 'কুশকর্নি নদী সমাজে'র উদ্যোগে 'মীন মঙ্গল উৎসব'_
খান আরশাদ, বীরভূম:-

রাজনগরে 'কুশকর্নি নদী সমাজে'র উদ্যোগে 'মীন মঙ্গল উৎসব' আয়োজিত হল রবিবার। রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের সাহাবাদ গ্রাম থেকে এই উপলক্ষে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে একটি সচেতনতা মূলক শোভাযাত্রা করা হয়। এরপর কুশকর্ণি নদীর উৎস স্থল কালপাহাড়ি নামক স্থানে নদীর জলে মীন অর্থাৎ মাছের চারা ছাড়া হয় এবং প্রকৃতি খামার নামক একটি স্থানে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক সৌগত চৌধুরী সহ সন্তোষ কর্মকার, মৃত্যুঞ্জয় লোহার, ঋত্ত্বিক মান্না, বৃন্দাবন মন্ডল প্রমুখ।
স্বাধীনতা সংগ্রামী পান্নালাল দাশগুপ্ত প্রবর্তিত এই মীন মঙ্গল উৎসব প্রতিবারের মতো এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় । বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত জীবিত যতদিন বেঁচে ছিলেন এই মঙ্গল উৎসবের তিনি আয়োজন করেছিলেন বলে জানান উদ্যোক্তারা।

রাজনগরে "পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের" ৩য় ব্লক সম্মেলনে নতুন  কমিটি গঠন_খান আরশাদ, বীরভূম:-রাজনগরের আলিগড়ে  "পশ্চিম...
17/08/2025

রাজনগরে "পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের" ৩য় ব্লক সম্মেলনে নতুন কমিটি গঠন_
খান আরশাদ, বীরভূম:-

রাজনগরের আলিগড়ে "পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের" ৩য় ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল। আজ এই মঞ্চের ১৩জনের একটি নতুন কমিটি গঠিত হল। সর্ব সম্মতিক্রমে এই সম্মেলন থেকে 'পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চে'র নতুন সভাপতি নির্বাচিত হলেন নারায়ণ চন্দ্র সৌ , সম্পাদক উমাপদ কোড়া ও কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন সুভাষ মন্ডল।
আলীগড়ে রবিবার এই সম্মেলনের উদ্বোধন করেন রনজিৎ তেওয়ারী, প্রতিবেদন পেশ করেন সংগঠনের সভাপতি উমাপদ কোড়া। রাজনগরের ৫টি অঞ্চল থেকে ৫জন প্রতিনিধি সমবায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উত্তম মিস্ত্রী, শুকদেব বাগ্দী, অরুন সাধু, কালো কোড়া ও কামাল উদ্দিন খান।

15/08/2025

মাদক মুক্ত সমাজ গড়তে রাজনগর থানার তরফে সচেতনতামূলক র‍্যালি_

15/08/2025

রাজনগর বিডিও অফিস, থানা সহ অন্যান্য জায়গায় যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস উদযাপন_

14/08/2025

রাজনগরের গাংমুড়ি গ্রামে গ্যাস সিলিন্ডারে আগুন_

রাজনগরের গাংমুড়ি গ্রামে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে গাঙ্গমুড়ি গ্রামের সেখ মতিনের বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্নার জন্য ওভেন জ্বালাতে গেলে সিলিন্ডারটিতে কোনরকমে আগুন লেগে যায়।
ঘটনায় সেখ মতিনের ছেলে আহত হয়। বাড়ির কিছু জিনিসপত্র পুড়েছে বলে জানা গিয়েছে। সিলিন্ডারে আগুন লাগার পর রাজনগর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ।
ছোট অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।
পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। কিন্তু তার আগেই আগুন সম্পূর্ণ নিভে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Address

Birbhum

Telephone

+919153193569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darpan News - দর্পণ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darpan News - দর্পণ নিউজ:

Share