Darpan News - দর্পণ নিউজ

Darpan News - দর্পণ নিউজ এই চ্যানেলের মাধ্যমে সমাজের প্রতিটি ক্ষেত্রের ছবি তুলে ধরার প্রয়াস _

01/02/2025

রাজনগরে মহাসমারোহে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম জন্ম-মহোৎসব পালন

রাজনগরের জয়পুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -রাজনগরের জয়পুর উচ্চ বিদ্যালয়ে শুক্রবার বার্ষিক ক্রীড়া প্...
01/02/2025

রাজনগরের জয়পুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -

রাজনগরের জয়পুর উচ্চ বিদ্যালয়ে শুক্রবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল। রাজনগর ব্লকের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল দৌড় ও ছাত্রছাত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, লং জাম্প, হাই-জাম্প, বিস্কুট দৌড় প্রভৃতি ২০টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের বিদ্যালয়ের তরফে পুরস্কার প্রদানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার মন্ডল মোবাইল ছেড়ে ছাত্র-ছাত্রীদের মাঠে আসার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সভাপতি সাহা চন্দ্র সাহা, সদস্য উত্তম চৌধুরী, ভাবি সভাপতি বংশী বদন সাহা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মী সহ অন্যান্যরা।

31/01/2025

৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ ফুট দীর্ঘ নিকাশি নালা তৈরীর শিলান্যাস রাজনগরে_

শুক্রবার ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ ফুট দীর্ঘ নিকাশি নালা তৈরীর শিলান্যাস হল রাজনগরের বড় বাজারে।
জেলা পরিষদের তরফে ৩৫ লক্ষ টাকা ব্যয় করে ১২৫০ ফুট দীর্ঘ এই নিকাশী নালাটি তৈরি করা হবে। রাজনগরের বড় বাজারে দুর্গা মন্দির সংলগ্ন স্থান থেকে বেসিক স্কুল সংলগ্ন রাস্তার পাশ পর্যন্ত ১২৫০ ফুট এই নিকাশী নালা তৈরি হবে।
স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার পাশে নিকাশী নালা তৈরি করার। নিকাশী নালা না থাকায় রাস্তাটিতে বেশিরভাগ সময়ই নোংরা জল ও আবর্জনায় ভর্তি হয়ে থাকে। ফলে চলাচলের সমস্যা হয়। স্থানীয় লোকদের এই দাবি মেনে এই নিকাশি নালা তৈরীর শিলান্যাস করা হল। শিলান্যাস করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। সঙ্গে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সেখ সেলিম, তৃণমূল ব্লক সাধারণ সম্পাদক মহম্মদ শরীফ সহ সেখ নাজু, সেখ কাবুল, আশীষ সৌ, বিতান ধীবর সহ অন্যান্যরা।
পূর্ত কর্মাধক্ষ সুকুমার সাধু জানান এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু স্কিম পাস করাতে বেশ কিছুটা সময় লাগার জন্য কাজ শুরু হতে দেরি হল। এই নিকাশী নালা তৈরি হলে এলাকার মানুষ খুব উপকৃত হবেন। এ রাস্তা দিয়েই মানুষ মন্দির, মসজিদ বাজার-ঘাট সব জায়গায় যাতায়াত করে থাকেন। এটার খুবই প্রয়োজন ছিল এই কাজটা শুরু করতে পেরে আমরাও খুশি।

31/01/2025

৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ ফুট দীর্ঘ নিকাশি নালা তৈরীর শিলান্যাস রাজনগরে _

শুক্রবার ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ ফুট দীর্ঘ নিকাশি নালা তৈরীর শিলান্যাস হল রাজনগরের বড় বাজারে।
জেলা পরিষদের তরফে ৩৫ লক্ষ টাকা ব্যয় করে ১২৫০ ফুট দীর্ঘ এই নিকাশী নালাটি তৈরি করা হবে। রাজনগরের বড় বাজারে দুর্গা মন্দির সংলগ্ন স্থান থেকে বেসিক স্কুল সংলগ্ন রাস্তার পাশ পর্যন্ত ১২৫০ ফুট এই নিকাশী নালা তৈরি হবে।
স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার পাশে নিকাশী নালা তৈরি করার। নিকাশী নালা না থাকায় রাস্তাটিতে বেশিরভাগ সময়ই নোংরা জল ও আবর্জনায় ভর্তি হয়ে থাকে। ফলে চলাচলের সমস্যা হয়। স্থানীয় লোকদের এই দাবি মেনে এই নিকাশি নালা তৈরীর শিলান্যাস করা হল। শিলান্যাস করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। সঙ্গে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সেখ সেলিম, তৃণমূল ব্লক সাধারণ সম্পাদক মহম্মদ শরীফ সহ সেখ নাজু, সেখ কাবুল, আশীষ সৌ, বিতান ধীবর সহ অন্যান্যরা।
পূর্ত কর্মাধক্ষ সুকুমার সাধু জানান এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু স্কিম পাস করাতে বেশ কিছুটা সময় লাগার জন্য কাজ শুরু হতে দেরি হল। এই নিকাশী নালা তৈরি হলে এলাকার মানুষ খুব উপকৃত হবেন। এ রাস্তা দিয়েই মানুষ মন্দির, মসজিদ, বাজার-ঘাট সব জায়গায় যাতায়াত করে থাকেন। এটার খুবই প্রয়োজন ছিল এই কাজটা শুরু করতে পেরে আমরাও খুশি।

30/01/2025

বীরভূমের ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বালি ভর্তি ট্রাক্টর সহ ১ গ্রেপ্তার রাজনগরে

30/01/2025

বীরভূমের রাজনগরে সীমান্তবর্তী জঙ্গল থেকে উদ্ধার হওয়া চারটি তাজা বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড -

খয়রাশোলের জুনিদপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া _খয়রাশোলের জুনিদপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল ...
30/01/2025

খয়রাশোলের জুনিদপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া _

খয়রাশোলের জুনিদপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল বুধবার। এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের মোট ১৯৫ জন ছাত্রছাত্রী উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, অংক দৌড়, শট পুট, প্রভৃতি ২৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আসমা বিবি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌস্তভ মন্ডল, শিক্ষক যোগ নারায়ণ পান, পরিচালন সমিতির সদস্য শ্যামল চন্দ্র দাস, সৈয়দ আব্দুল মঈন, বিশেষ অতিথি রোহিত শাহ্ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
এদিন প্রধান আসমা বিবি উপস্থিত ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ বিষয়ে সচেতন করেন এবং ছাত্র-ছাত্রী দের বিষয়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। শিক্ষক যোগ নারায়ন পান মোবাইল ছেড়ে ছাত্র-ছাত্রীদের মাঠে আসার অনুরোধ জানান।

29/01/2025

রাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ডাকবাংলো মাঠে_
খান আরশাদ, বীরভূম:-

রাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজনগরের ডাকবাংলো মাঠে সম্পন্ন হল বুধবার। রাজনগর উচ্চ বিদ্যালয়ের তরফে দুইদিন ধরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। বুধবার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো। এই বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী দৌড়, লং জাম্প, হাই জাম্প প্রভৃতি ২০ টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি ও সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত, পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায়, সদস্য মহম্মদ শরীফ, আদিত্য সাহা, দামোদর রায় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা-কর্মী সহ অন্যান্যরা। ছাত্র-ছাত্রীদের ইভেন্ট শেষে শিক্ষিকাদের একটি মনোরঞ্জন মুলক প্রতিযোগিতা চামচ দৌড় অনুষ্ঠিত হয়।

28/01/2025

বীরভূমের খয়রাশোলের পাঁচড়া অঞ্চলে তৃণমূলের তরফে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির_

28/01/2025

৪৪ তম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল রাজনগরের খয়রাডিহি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে _
খান আরশাদ, বীরভূম:-

৪৪ তম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা রাজনগর ব্লকের খয়রাডিহি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হল মঙ্গলবার।
রাজনগর চক্রের ৯২ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৮ টি শিশু শিক্ষা কেন্দ্রের ২৯৩ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ ৩৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।
এই প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারীরা আগামী ৩০ ও ৩১ তারিখের মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ সুকুমার সাধু, অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, রাজনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চিত্রলেখা রায়, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লতিকা সূত্রধর, চক্র ক্রীড়া সম্পাদক রঘুনাথ সেন সহ বহু বিশিষ্টজনেরা।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজনগরে ছোটোবাজারে নৈশকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা -খান আরশাদ, রাজনগর :-প্রজাতন্ত্র দিবস উপল...
27/01/2025

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজনগরে ছোটোবাজারে নৈশকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা -
খান আরশাদ, রাজনগর :-

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজনগরের ছোট বাজারে রবিবার নৈশকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজিত হল।
স্থানীয় সমাজসেবী আলোক ভান্ডারীর উদ্যোগে এবং স্থানীয় ব্যাডমিন্টন দলের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এলাকার বিশিষ্ট সমাজসেবী রামপদ ভান্ডারী ফিতে কেটে কেটে এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন।
রাজনগর সহ জেলার বিভিন্ন প্রান্তের ২৪ টি দল এই টুর্নামেন্টে অংশ নেয় । চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় জয়দেব ও দিব্যেন্দু (রাজনগর) এবং বাচ্চু ও রাহুল (দুবরাজপুর) ।
চ্যাম্পিয়ন হয় জয়দেব ও দিব্যেন্দু (রাজনগর) এবং রানার্স হয় বাচ্চু ও রাহুল (দুবরাজপুর) ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন টিমকে দুটি ট্রফি সহ ৩ হাজার টাকা এবং রানার্স টিমকে দুটি ট্রফি সহ দুই হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামপদ ভান্ডারী, আলোক ভান্ডারী, বিতান ধীবর, তুষার সাহা সহ অন্যান্যরা।

রাজনগরে চার কুইন্টাল কয়লা ও দুটি বাইক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ_খান আরশাদ,বীরভূম -রাজনগরে চার কু...
26/01/2025

রাজনগরে চার কুইন্টাল কয়লা ও দুটি বাইক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ_
খান আরশাদ,বীরভূম -

রাজনগরে চার কুইন্টাল অবৈধ কয়লা ও দুটি বাইক সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাত্রি দশটা নাগাদ রাজনগরের কালিদহ সংলগ্ন রাস্তা দিয়ে দুই ব্যক্তি দুবরাজপুরের দিকে দুটি বাইকে করে অবৈধ কয়লা নিয়ে যাচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে রাজনগর থানার OC ঝুমুর সিনহার নির্দেশে রাজনগর থানার ASI মদন সরকার ও ASI মহম্মদ গিয়াস উদ্দিন সহ রাজনগর থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতরা ঝাড়খন্ড থেকে অবৈধ কয়লা নিয়ে পাচারের উদ্দেশ্যে দুবরাজপুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের বাড়ি দুবরাজপুরের ঘাট গোপালপুর গ্রামে বলে জানা গিয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া প্রায় চার কুইন্টাল কয়লা পুলিশ বাজেয়াপ্ত করেছে। রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে ধৃত ওই দুই ব্যক্তিকে রবিবার সিউড়ি আদালতে তোলা হয়।

26/01/2025

রাজনগর ব্লক অফিস, থানা সহ বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদার সাথে প্রজাতন্ত্র দিবস পালন_

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে আমন্ত্রিত বীরভূমের সেরপাই শিল্পী দম্পতি খান আরশাদ, বীরভূম:-প্রজাতন্ত্র দিবসের অনুষ...
25/01/2025

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে আমন্ত্রিত বীরভূমের সেরপাই শিল্পী দম্পতি
খান আরশাদ, বীরভূম:-
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দিল্লিতে পৌঁছলেন বীরভূমের সের পাই শিল্পী দম্পতি।
২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ সহ কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দিল্লিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সের-পাই শিল্পী দম্পতি বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর গ্রামের ভোলানাথ কর্মকার ও তাঁর স্ত্রী রুমা কর্মকার । প্রাচীন ‘সের-পাই’ শিল্পের ধারক বাহক এই শিল্পী দম্পতি ৷ এক সময় প্রায় সব বাড়িতেই চাল,গম,আটা, এমনকি দুধ মাপার কাজেও ব্যবহৃত হত এই সের-পাই । এখন এই সের-পাই প্রায় বিলুপ্তির পথে। এখন খুব কম পরিবারই আছেন যাদের বাড়িতে এই সেরপাই এর প্রচলন আছে। বর্তমান ডিজিটালের যুগে প্রাচীন এই পরিমাপক যন্ত্র প্রায় হারিয়ে যেতে বসেছে। তা সত্ত্বেও প্রাচীন এই সেরপাই শিল্পকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বীরভূমের লোকপুরের এই শিল্পীরা। ভারত সরকারের বস্ত্রমন্ত্রক দপ্তর থেকে চিঠি দিয়ে সের পাই শিল্পীদের অতিথি হিসেবে ডাকা হয়েছে ৷ শনিবার দুপুরে দিল্লি থেকে ফোনে শিল্পী ভোলানাথ কর্মকার বলেন, সরকারি ভাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ডাক পেয়ে খুবই আনন্দিত ও উচ্ছসিত।স্থানীয়সূত্রে জানা গিয়েছে,
শিল্পী কার্তিক কর্মকারের হাত ধরে "সের-পাই" শিল্পের প্রসার ঘটেছিল৷ ১৯৬৫ সালে সের পাই শিল্পী কার্তিক কর্মকার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন ৷ কার্তিক কর্মকারের ছাত্র তথা জামাই ভোলানাথ কর্মকার এই শিল্পের এখন ধারক বাহক হয়ে উঠেছেন এবং বর্তমানে এই দম্পতিই লুপ্ত প্রায় সের পাই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন বলা যায়। শিল্প বিকাশ এবং শিল্প সত্ত্বার জন্য ২০১৪ সালে ভোলানাথ কর্মকার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন ৷ কার্তিক কর্মকারের কন্যা তথা ভোলানাথ কর্মকারের স্ত্রী রুমা কর্মকারও ২০১৭ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান ৷ ভোলানাথ ও রুমা কর্মকারের তিন মেয়ে রিয়া, মণীষা ও প্রিয়া তারাও তাদের বাবা মায়ের সঙ্গে শিল্পের সঙ্গে যুক্ত ৷ বহু গ্রামগঞ্জে এখন পর্যন্ত চাল, দুধ, ধান, গম পরিমাপের একক হিসেবে আধ পোয়া, ছটাক, সের পাই, আধ পাই, পোয়া ইত্যাদি নামে চলন রয়েছে। তবে আধুনিকতার ছোঁয়ায় এসব হারিয়ে যেতে বসেছে বা প্রচলন কমে গেছে। আম কাঠের মধ্যে কাঠামো তৈরি করে তার উপর পিতলের বিভিন্ন ধরনের নকশা তৈরি করে সের পাইয়ের গায়ে সাঁটানো হতো। কালের আবর্তে মাপের পরিমাপ হিসেবে ব্যবহৃত না হলেও অনেকের বাড়িতে সৌন্দর্যায়ন হিসেবেও এখন স্থান পাচ্ছে এই সের-পাই।

25/01/2025

রাজনগরের নাকাশ গ্রামে কর্মতীর্থে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন বিডিও ও পূর্ত-কর্মাধ্যক্ষ-
খান আরশাদ, বীরভূম:-

রাজনগরের নাকাশ গ্রামে কর্মতীর্থে শনিবার দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন রাজনগরের বিডিও ও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। গতকাল শুক্রবার থেকে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবম পর্যায়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। গতকাল শুক্রবার রাজনগর ব্লকের আলীগড়ে দুয়ারে সরকার শিবির আয়োজিত হয়। আজ শনিবার রাজনগর ব্লকের নাকাস গ্রামের কর্মতীর্থে এই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, রেশন কার্ড, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, জয় বাংলা ভাতা প্রভৃতি জনমুখী ৩৭টি প্রকল্পের পরিষেবা প্রদান করা হচ্ছে। রাজনগর অঞ্চলের সাধারণ মানুষ এইসব পরিষেবা লাভের জন্য এই শিবিরে এসে আবেদন পত্র জমা করলেন। এই শিবিরে পরিষেবা প্রদানের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিবির পরিদর্শন করেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী ও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু।

২৫ লিটার অবৈধ চোলাই মদ ও সাইকেল সহ ধৃত-১ লোকপুরে _খান আরশাদ, বীরভূম:-  ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বীরভূমের  বিভ...
24/01/2025

২৫ লিটার অবৈধ চোলাই মদ ও সাইকেল সহ ধৃত-১ লোকপুরে _

খান আরশাদ, বীরভূম:-

ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বীরভূমের বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকার গ্রামগুলোতে ঢুকে পড়ছে চোলাই পাচারকারীরা।
বৃহস্পতিবার লোকপুর থানার OC পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খন্ড রাজ্যের বাগডহরী থানা এলাকার দিক থেকে এক ব্যক্তি সাইকেলে করে চোলাই মদ নিয়ে পাচারের উদ্দেশ্যে লোকপুরের দিকে ঢুকছে। স্থানীয় থানার বারাবন জঙ্গল মোড়ে লোকপুর থানার SI প্রবীর কুমার মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা নাকা চেকিং চলাকালীন বৃহস্পতিবার রাত্রি ৮ টা নাগাদ ঝাড়খণ্ড দিক থেকে আসা ওই সাইকেল আরোহীকে আটক করে এবং তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করে। অবৈধ চোলাই মদ ও সাইকেলটি বাজেয়াপ্ত করে লোকপুর থানার পুলিশ।
ধৃতের নাম দুলাল বাগ্দী। বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে থেকে চোলাই মদ নিয়ে লোকপুরের রুপুষপুর গ্রামের রাজু বাগ্দী ও রবীন বাগ্দী নামক দুই ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
ধৃতকে শুক্রবার লোকপুর থানার পক্ষ থেকে দুবরাজপুর আদালতে তোলা হল।

23/01/2025

রাজনগরে বাম কংগ্রেস জোটের নেতাজী জয়ন্তী পালন ও হাসপাতালে রোগীদের ফলমূল বিতরণ_

23/01/2025

স্কুল ছুটদের ফেরাতে রাজনগর উচ্চ বিদ্যালয়ের অভিনব উদ্যোগ, সচেতনতা মূলক পথনাটিকা_

Address

Birbhum

Telephone

+919153193569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darpan News - দর্পণ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darpan News - দর্পণ নিউজ:

Videos

Share