Amar Bharat patrika

Amar Bharat patrika @ ONLY NEWS UPDATE @

30/09/2020

#বিজ্ঞাপন_ সব্জি & ফ্রুট বাজার।
Home delivery. call-9933611412.

জ্যোতিষ শাস্ত্রের মতে এমন একটি ধরণ, যার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। অর্থাৎ আজকের রাশিফল(...
10/09/2020

জ্যোতিষ শাস্ত্রের মতে এমন একটি ধরণ, যার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। অর্থাৎ আজকের রাশিফল(Ajker Rashifal) প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাশিফল কি বলছে –

#মেষ: আজ বেকারদের নতুন কর্মলাভের যোগ, পারিবারিক সুখশান্তির বৃদ্ধি ও সন্তানের কোনও শুভ খবরে পারিবারিক আনন্দ ও গর্ব।
বৃষ:প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারে‌। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন।

#মিথুন:চাকরির পদোন্নতিতে বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ি থেকে কিছু উপহার পাতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে।
কর্কট:ভাল লোকের সাহায্যে বিপদ থেকে উদ্ধার। আজ আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন।

#সিংহ:বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে। আজ ঘরে এবং বাইরে দু’জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে।
কন্যা:সামাজিক কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার জন্য বিপদ হতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে।

#তুলা:আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন।
বৃশ্চিক:আজ সারা দিন কোনও কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। হতাশার জন্য কাজের ক্ষতি। সাধু সেবায় কাজে আসতে পেরে শান্তি মিলবে।

#ধনু:অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে বিবাদের আশঙ্কা। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
মকর:অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন।

#কুম্ভ:স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।
মীন:পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বাড়বে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।

    24×7.com ( #আমার  #ভারত  #পত্রিকার) পক্ষ থেকে  #পুলিশ দিবসে শুভেচ্ছা ও শুভকামনা   #বীরভূম  #জেলা পুলিশকে।
09/09/2020

24×7.com ( #আমার #ভারত #পত্রিকার) পক্ষ থেকে #পুলিশ দিবসে শুভেচ্ছা ও শুভকামনা #বীরভূম #জেলা পুলিশকে।

04/09/2020

বীরভূমের কাঁকরতলা থানার বাবুইজোর গ্রামে দুষ্কৃতীরা হামলা চালালো পঞ্চায়েত অফিস।

27/08/2020

#ভয়াবহ_আগুন_সাঁইথিয়া_পাওয়ার_স্টেশনে।
Editor, admin এ যোগ দিলো বীরভূমের এক সমাজসেবী ব্যক্তি। পাশাপাশি নামো পরিবর্তন হচ্ছে & news এর।
এবার থেকে
আমার ভারত পত্রিকা(ABP ভারত24×7.com) নামে চলবে এই চ্যানেল।
3 সেপ্টেম্বর দেখা যাবে Logo.

27/08/2020

#পঞ্চম_দফায়_লকডাউন_ধরপাকর_দুবরাজপুরে।
Editor, admin এ যোগ দিলো বীরভূমের এক সমাজসেবী ব্যক্তি। পাশাপাশি নামো পরিবর্তন হচ্ছে & news এর।
এবার থেকে
আমার ভারত পত্রিকা(ABP ভারত24×7.com) নামে চলবে এই চ্যানেল।
3 সেপ্টেম্বর দেখা যাবে Logo.

26/08/2020

রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য পারুয়ের ইমাদ পুর মাঝিপাড়া তে।

26/08/2020

৬০ নং জাতীয় সকড়ের পাশে পরিত্যক্ত হোটেল থেকে এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ । মহঃ বাজার থানার শেওড়াকুড়িতে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতের নাম সমর হাঁসদা । বাড়ি ওই এলাকারই মহুলবাগান গ্রামে । স্থানীয় সূ্ত্রে জানা গেছে মৃত ব্যাক্তি দিনমজুরের কাজ করত, তাছাড়াও গাড়িতে খালাসির কাজও করতো । মৃতের ভাই বাবু হাঁসদার অনুমান দাদাকে কেউ বা কারা পাথর দিয়ে থেঁতলে খুন করেছে ।পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে, সেই সঙ্গে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে মহঃ বাজার থানার পুলিশ ।

25/08/2020

নানুরে নুরপুরে মাঠের ঘাস ও আগাছা কাটাকে কেন্দ্র করে খুন এক ব্যক্তি

25/08/2020

শান্তি নিকেতন প্রাচীর কাণ্ডে বিক্ষোভ মিছিল ভারতের ছাত্র ফেডারেশন।

25/08/2020

শান্তিনিকেতনে প্রাচীর বিপক্ষে বিক্ষোভ জাতীয় কংগ্রেসের, সিউড়ি বাস স্ট্যান্ড থেকে সরাসরি সম্প্রচার।

24/08/2020

Suci শাখা সংগঠন এর বিক্ষোভ মিছিল।

24/08/2020

#বোলপুর #শান্তিনিকেতন প্রাচীর কাণ্ডে ছাত্র সংগঠনের বিক্ষোভ।

23/08/2020

প্রাচীর বিতর্কে ইতি টানতে বিশ্বভারতীর আশ্রমিকদের সাথে কথা বলতে সাইকেল নিয়ে পথে নামলেন বীরভূম জেলার পুলিশ সুপার স্যাম সিং।

22/08/2020

শান্তিনিকেতন মেলা মাঠের প্রাচীল দেওয়াকে কে কেন্দ্র করে, রণক্ষেত্রে চেহারা নিয়েছিল শান্তিনিকেতন, তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবিভিপি পক্ষ থেকে।

22/08/2020

রেনবো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির,
সরাসরি সম্প্রচার।

21/08/2020

#দ্বিতীয়_সপ্তাহের_লকডাউন_কড়া_নজরদারি_লোকপুর_থানায়।

20/08/2020

লকডাউন কার্যকর করতে সকাল থেকেই কড়া নজরদারি সিউড়ি বাসস্ট্যান্ডে।

Address

Birbhum
731101

Telephone

+919434300113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bharat patrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Bharat patrika:

Share