O2 News Bangla

O2 News Bangla O2 News বাংলা খবর দেখায় না খবরকে ভাবাই
(4)

যেখানে কিছু "জনপ্রতিনিধি" শুধু আশ্বাস দিয়েই দায় সারে, সেখানে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের কাজ হয়ে ওঠে এক অনন্য দৃষ্...
12/06/2025

যেখানে কিছু "জনপ্রতিনিধি" শুধু আশ্বাস দিয়েই দায় সারে, সেখানে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের কাজ হয়ে ওঠে এক অনন্য দৃষ্টান্ত—নীরব উত্তর।

ক্যান্সার আক্রান্ত —জালালউদ্দিন মমিন। আশা-নিরাশার দোলাচলে, শেষ ভরসা নিয়ে হাজির হন খড়গ্রাম থানায়। তাঁর দাবি টাকা নয়, করুণা নয়—শুধু একটা সুযোগ, যাতে তাঁর পরিবারটা বেঁচে থাকে, সম্মান নিয়ে বাঁচে।
এখানেই আলাদা হয়ে ওঠেন ওসি সুরজিৎ হালদার। তিনি শুধু শোনেননি, সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছেন। মানবতার পাশে দাঁড়িয়ে তিনি নিজ উদ্যোগে জালালউদ্দিনবাবুর হাতে তুলে দিয়েছেন চায়ের দোকান চালানোর সমস্ত উপকরণ—একটা রুটিরোজগারের সম্মানজনক ব্যবস্থা।

এই তো আসল মানবতা।
এই তো একজন সত্যিকারের "জন-সেবক"।
এই তো সেই মানবিক পুলিশ অফিসার, যাঁদের জন্য আজও সমাজে আশার আলো টিকে আছে।

❤️ স্যালুট জানাই ওসি স্যারের এই অসামান্য দায়িত্ববোধ, সহানুভূতি ও মানবিকতাকে।

স্যালুট, খড়গ্রাম থানার মানবিক সৈনিক—সুরজিৎ হালদার 🙏

12/06/2025
08/06/2025

ইদুজ্জোহার দিন দুই ভাইয়ের মৃত্যুতে শোক নানুরের গ্রামে

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: ইদের দিনে বিষাদের সুর। শনিবার সাত সকালে বোনের সঙ্গে দেখা করতে যাওয়ার পথেই একই পরিবারের দুই ভাইয়ের পথ দুর্ঘটনায় মৃত্যু। ঘটনাটি ঘটে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রাম সংলগ্ন রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুর সুচপুর গ্রামের বাসিন্দা নেপাল শেখের দুই ছেলে চাঁদ শেখ (১৭), লুডো সেখ (২১) ও কাকার ছেলে কাওসার শেখ একই বাইকে তিনজন চেপে ইদের দিনে সংসদ গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন। এরপরই নানুর ব্রাহ্মণখণ্ড গ্রামের কাছে দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন জখম হয়। বাসিন্দারা বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লুডো শেখ ও চাঁদ শেখকে মৃত বলে ঘোষণা করেন। আর কাওসার শেখকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। ইদের দিনে নানুর সুচপুর গ্রামে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোক নেমে আসে গোটা গ্রামে। ঘটনার খবর শুনেই পরিবারের পাশে দাঁড়ান সভাধিপতি কাজল শেখ। তিনি জানান, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে গোটাগ্রাম শোকস্তব্ধ। অসহায় পরিবারের পাশে দাঁড়ানো ছাড়াও সবরকম সহযোগিতা করা হবে। আহত কাওসার সেখের চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।"

07/06/2025

🛕 তারাপীঠে নতুন রূপে যাত্রা শুরু করল – হোটেল নিউ জ্যোতি 🛕

📅 ১লা জুন, রবিবার থেকে
🌟 আরও আরামদায়ক, আরও সাশ্রয়ী, আরও মনোমুগ্ধকর পরিবেশে!

📍 অবস্থান: তারাপীঠ মন্দির থেকে মাত্র ৪০০ মিটার দূরে
🛏️ সুসজ্জিত কক্ষ | ❄️ এ.সি. ও নন-এ.সি. রুম | 🛁 আধুনিক বাথরুম
📶 ফ্রি Wi-Fi | 🛎️ ২৪ ঘণ্টা রুম সার্ভিস | 🅿️ পার্কিং সুবিধা

📞 যোগাযোগ করুন এখনই: 9382158076/6295307119
আপনার তারাপীঠ ভ্রমণ হোক আরও স্মরণীয় –
হোটেল নিউ জ্যোতি, এখন নতুন রূপে, নতুন পরিবেশে।

🌺 আপনাকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত!

---

07/06/2025

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিলেন আপনার পৌরসভার পৌরপিতা সৌমেন ভকত

05/06/2025

বিশ্ব পরিবেশ দিবসে মুর্শিদাবাদ জেলা পুলিশের খরগ্রাম থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক রেলি

05/06/2025

বিশ্ব পরিবেশ দিবসে দুনিগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক রেলি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ রামপুরহাট ২ নম্বর ব্লকের দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত কর্মী ভিআরপি সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে পাশাপাশি আয়োজন করা হয় একটি সচেতনতামূলক রেলিরও, যেখানে মূল আলোচ্য বিষয় ছিল প্লাস্টিক বর্জন ও বাল্যবিবাহ রোধ।

এই রেলিতে অংশগ্রহণ করে দুনিগ্রাম পঞ্চায়েত অঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। তারা প্ল্যাকার্ড হাতে গ্রাম ঘুরে সচেতনতার বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের মধ্যে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা মাল, উপপ্রধান নইদুর রহমান, এক্সিকিউটিভ আবদুল্লা আল মামুন, ও অন্যান্য পঞ্চায়েত সদস্যবৃন্দ।

এদিন গ্রামে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে প্লাস্টিক ব্যবহার কমানো ও সমাজে বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

এই ধরনের কর্মসূচি গ্রামীণ এলাকায় পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

05/06/2025

যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে রামপুরহাট শহরে ধিক্কার মিছিল ও পথসভা

05/06/2025

বড়পর্দায় কামব্যাক শতাব্দী রায়ের, ‘বাৎসরিক’ ছবির আগে তারাপীঠে পুজো

#সফলতারগল্প #বীরভূম

05/06/2025
৬ রানে পঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল জিতল আরসিবি
03/06/2025

৬ রানে পঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল জিতল আরসিবি

Address

Birbhum

Alerts

Be the first to know and let us send you an email when O2 News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share