
12/06/2025
যেখানে কিছু "জনপ্রতিনিধি" শুধু আশ্বাস দিয়েই দায় সারে, সেখানে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের কাজ হয়ে ওঠে এক অনন্য দৃষ্টান্ত—নীরব উত্তর।
ক্যান্সার আক্রান্ত —জালালউদ্দিন মমিন। আশা-নিরাশার দোলাচলে, শেষ ভরসা নিয়ে হাজির হন খড়গ্রাম থানায়। তাঁর দাবি টাকা নয়, করুণা নয়—শুধু একটা সুযোগ, যাতে তাঁর পরিবারটা বেঁচে থাকে, সম্মান নিয়ে বাঁচে।
এখানেই আলাদা হয়ে ওঠেন ওসি সুরজিৎ হালদার। তিনি শুধু শোনেননি, সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছেন। মানবতার পাশে দাঁড়িয়ে তিনি নিজ উদ্যোগে জালালউদ্দিনবাবুর হাতে তুলে দিয়েছেন চায়ের দোকান চালানোর সমস্ত উপকরণ—একটা রুটিরোজগারের সম্মানজনক ব্যবস্থা।
এই তো আসল মানবতা।
এই তো একজন সত্যিকারের "জন-সেবক"।
এই তো সেই মানবিক পুলিশ অফিসার, যাঁদের জন্য আজও সমাজে আশার আলো টিকে আছে।
❤️ স্যালুট জানাই ওসি স্যারের এই অসামান্য দায়িত্ববোধ, সহানুভূতি ও মানবিকতাকে।
স্যালুট, খড়গ্রাম থানার মানবিক সৈনিক—সুরজিৎ হালদার 🙏