Rangamati24X7News

Rangamati24X7News বীরভূমের খবর মানেই রাঙামাটি। যেকোনও খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 6294232301

বীরভূম জেলা'র সব গুরুত্বপূর্ন খবর দেখতে চোখ রাখুন রাঙামাটি 24x7 News চ্যানেলে........

05/09/2025


সিউড়ি হারাইপুরে পুরোনো বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত !

05/09/2025


সৌভ্রাতৃত্ব,বিশ্বশান্তি, নবীদিবসে নানুর বাসাপাড়ায় পদযাত্রায় সভাধিপতি .......

  ফের রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং -এ অবনমন। ন্যাশনাল ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এন...
04/09/2025


ফের রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং -এ অবনমন। ন্যাশনাল ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফের তালিকায় এবারেও পিছিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়.......

বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ন্যাশনাল ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ওয়েবসাইটে বিশ্বভারতী স্থান পেয়েছে ১৫১-২০০ মধ্যে।মন্ত্রকের র‍্যাঙ্কিং অনুযায়ী এক দশক আগে যে প্রতিষ্ঠান ১১ নম্বরে ছিল, গত কয়েক বছরে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শুধুই অবনমন ঘটেছে। ২০২০ সালে ৫০ নম্বরে ছিল বিশ্বভারতী। পরের বছর আরও নীচে নেমে হয় ৬৪। ২০২২-এ ৯৮ নম্বরে এবার ২০২৩ সালেও ৯৭ -এ ঠাঁই হয় বিশ্বভারতীর। ২০২৪ সালে ১৫০ নম্বরে নামে। ২০২৫ সালে প্রকাশিত হওয়া র‍্যাঙ্কিং নিয়েই প্রশ্ন ওঠে, তবে কি বিশ্বভারতীর ঐতিহ্য ধাক্কা খাচ্ছে বিশ্বকবির পরম যত্নে গড়ে তোলা এই আশ্রমের কৃষ্টি। যা বাংলাকে বিশ্বের দরবারে গৌরবান্বিত করে। পৃথিবীজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের কৃতীরা রয়েছেন। কেন সেখানে শিক্ষার মানের অবনমন হচ্ছে। তা নিয়ে প্রশ্ন তোলেন প্রবীণ আশ্রমিক থেকে প্রাক্তনীরা। প্রসঙ্গত,শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত মানের উন্নয়ন, দৈনন্দিন পড়াশোনার মানোন্নয়ন কতটা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকদের গবেষণার উৎকর্ষ কেমন, শিক্ষা প্রতিষ্ঠানে কতটা পেশাদারিত্ব রয়েছে, সমাজের সব স্তরের পড়ুয়াদের শিক্ষার মূলস্রোতে নিয়ে আসার চেষ্টায় কেমন ভূমিকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের, পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের বর্তমান অবস্থা ইত্যাদি। অর্থাৎ পেশাদার জীবনে বা কর্মক্ষেত্রে প্রাক্তনীরা কতটা সফল, সেটিও মানদণ্ড হিসেবে বিবেচনা করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্রমতালিকা প্রকাশিত হয়।এনআইআরএফের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রায় সব ক্ষেত্রেই পিছিয়েছে বিশ্বভারতী। ওয়েবসাইটে প্রকাশিত হওয়া র‍্যাঙ্কিং-এ নিরিখ প্রথম স্থানে ৮৫.০৫ শতাংশ পেয়ে বেঙ্গালুরু কর্ণাটকের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে ৭১ শতাংশ পেয়ে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। রাজ্যে ৬৫.৪২ শতাংশ পেয়ে নবম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় অবশ্য ৫৫.১৭ শতাংশ পেয়ে ৩৯ স্থানে। উল্লেখযোগ্যভাবে ১ থেকে ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হয়। এরপরে আর দেওয়া হয় না। স্বাভাবিক ভাবেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মানের এই ক্রম অবনমনে দুশ্চিন্তা বাড়িয়েছে পড়ুয়া, অভিভাবক ও বিশ্বভারতী কর্তৃপক্ষকেও। যদিও কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন স্থায়ী উপাচার্য না থাকায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারিনি বিশ্ববিদ্যালয়। এবছর স্থায়ী উপাচার্য নিয়োগ হওয়ায় গুরুত্বপূর্ণ পদগুলি নিয়োগ হওয়া সহ বিভিন্ন ভবনের কাজের গতি এসেছে। পরের বছর অর্থাৎ ২০২৬ সালে এনআইআরএফের তালিকায় সফলতা পাবে বিশ্ববিদ্যালয়।

04/09/2025


রোহিত সাউ-এর খুনের ঘটনায় ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বোলপুর আদালতের .......
#পরকীয়া

শিক্ষারত্ন পুরস্কার পেলেন লাভপুরের মজুমদারডাঙা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায়......বৃহস্পতিবা...
04/09/2025

শিক্ষারত্ন পুরস্কার পেলেন লাভপুরের মজুমদারডাঙা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায়......

বৃহস্পতিবার কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে তাঁর হাতে বিকাশ ভবনের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেওয়া হয়। লাভপুরের চৌহাট্টা গ্রামের বাসিন্দা কাঞ্চন বাবু। তিনি ২০০৭ সাল থেকে আদিবাসী অধ্যুষিত গ্রাম মজুমদারডাঙা প্রাথমিক বিদ্যালয়ের নিরলস ভাবে কাজ করে চলেছেন। ২০১৩ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পান। স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিটি শিশুর প্রতি মাসে পড়ুয়াদের জন্মদিন পালন করেন। নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি পাঠ দেন। এছাড়াও স্কুলের প্রতিটি রুমে সাউন্ড সিস্টেম লাগিয়েই ক্লাস নেন। ছাত্রীদের জন্য মহিলা ফুটবল দল গঠন করা। স্কুল ছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে পদক্ষেপ ছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধা অসুবিধায় নয় গ্রামবাসীদেরও তিনি অভিভাবক হয়ে উঠেছেন। এক কথায় আদিবাসী অধ্যুষিত এলাকায় পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। করোনা অতিমানের সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা জানানো হয়। শিক্ষারত্ন পুরস্কার হাতে নিয়ে শিক্ষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন," এই পুরস্কার পেয়ে তিনি অত্যন্ত গর্বিত। পুরস্কারের প্রাপ্ত অর্থ স্কুলের উন্নয়ন কাজে লাগানো হবে।" তার পুরস্কারের খবর ছড়িয়ে পড়তেই খুশি জেলার শিক্ষামহলও।

04/09/2025


বোলপুরে বিবেকানন্দপল্লীতে যুবক রোহিত সাউ মৃত্যুর ২৪ ঘন্টা মধ্যেই তদন্তে নয়া মোড় ! রোহিত সাউ ও দোয়েল দাসের কথোপকথন সোশ্যাল মাধ্যমে ভাইরাল।(অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি রাঙামাটি 24x7 News)
#পরকীয়া

04/09/2025


বোলপুরে রোহিত সাউ-এর মৃত্যুর ঘটনায় গ্রেফতার দোয়েল দাস সহ চারজনকে বৃহস্পতিবার বোলপুর আদালতে তোলা হবে .....

04/09/2025


বোলপুরে বিবেকানন্দপল্লীতে রোহিত সাউ-এর রহস্যজনক মৃত্যুর পর নমুনা সংগ্রহে সাত সকালেই এলো ফরেনসিক দল ......

03/09/2025


মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বোলপুরের সিয়ান গ্রামের পরিযায়ী শ্রমিকের মৃত্যু ! পরিবারের পাশে দাঁড়ালেন সভাধিপতি কাজল শেখ ....

03/09/2025


অসাবধানতাবসত শিশুর গায়ে গরম জল ছুড়ে দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে! চাঞ্চল্য সিউড়ি ১ ব্লকের নগরী পঞ্চায়েতের তালডিহি শিশু শিক্ষাকেন্দ্রে.......

03/09/2025


চিকিৎসার গাফিলতির কারণে সদ্যোজাত'র মা অঙ্কিতা চট্টোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ ! সিউড়ি সদর হাসপাতালে চাঞ্চল্য .....

03/09/2025


দুর্গাপূজার আগেই সিউড়ি তিলপাড়া ব্যারেজ চালু। বুধবার রাত্রে পরিদর্শন করে জানালেন জেলাশাসক বিধান রায়.....

Address

Shantiniketan
Birbhum
731235

Telephone

+916294232301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangamati24X7News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangamati24X7News:

Share