
14/08/2025
আজ *১৪ আগস্ট ২০২৫*- *একতা ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট* আয়োজিত *স্বেচ্ছায় রক্তদান শিবির* ( *BLOOD DONATION CAMP* ) সফলভাবে সুসম্পন্ন হলো।
রক্ত দান জীবন দান, রক্ত এমন একটি বিষয় যা কৃত্রিম ভাবে উৎপন্ন হয় না, তায় সকলেরই কর্তব্য এ বিষয়ে সজাগ থাকা ও এগিয়ে আসা।
আজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন *জামনা ধুববাটি নীলরতন উচ্চ বিদ্যালয়* এর প্রধান শিক্ষক - পার্থ সারথি হাটি মহাশয়* , *প্রেমাংশু রঞ্জন ঘোষ মহাশয়* ও *প্রবীর বৈদ্য মহাশয়।* এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা কর্মী। ও প্রাক্তন প্রাথমিক শিক্ষক- *নারায়ণ চন্দ্র মিশ্র মহাশয়।* সমাজসেবী *মানস মন্ডল মহাশয়* , স্পন্দন ফাউন্ডেশন এর কর্ণধার *রানা দা,* *রাখী দি ও* কীর্ণাহার থানার পুলিশ আধিকারিক ।
সকল স্বেচ্ছা রক্তদাতাগণ কে গরম পানীয়, টিফিন এর সহিত মোমেন্টো ও গাছ দিয়ে সম্মানিত করা হয়, *গাছ এক তারুণ্যের প্রতীক* , একটি গাছ ই পারে পরিবেশকে স্নিগ্ধ ও দূষণ মুক্ত করতে। *একটি গাছ একটি প্রাণ* ।
ধন্যবাদ মাননীয় ওসি কীর্ণাহার মহাশয় এর মহানুভবতাকে, উনি আজকের BLOOD DONATION CAMP এর সাথে *সবুজায়নের প্রয়োজনীয় গাছের যোগান দিয়েছেন।*
ধন্যবাদ মা *দুর্গা অনুষ্ঠান ভবন* , হরানন্দনপুর এর প্রতিষ্ঠাতা নারায়ণ চন্দ্র মিশ্র মহাশয় কে, ওনার বিশেষ ইচ্ছায় ওনার ভবনেই অনুষ্টিত অনুস্ঠান সার্থক ভাবে সুসম্পন্ন হলো।
ধন্যবাদ সকল রক্তদাতা ও একতা ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট এর অন্যতম কার্তিক ভান্ডারী সহ সকল সদস্য বৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে এ প্রোগ্রাম আজ সফল ভাবে অনুষ্টিত হলো।