A TV Bangla ।। এ টিভি বাংলা ।।

A TV Bangla ।। এ টিভি বাংলা ।। " সবার আগে তাজা খবর "

আজ *১৪ আগস্ট ২০২৫*- *একতা ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট* আয়োজিত *স্বেচ্ছায় রক্তদান শিবির* ( *BLOOD DONATION CAMP* ) সফল...
14/08/2025

আজ *১৪ আগস্ট ২০২৫*- *একতা ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট* আয়োজিত *স্বেচ্ছায় রক্তদান শিবির* ( *BLOOD DONATION CAMP* ) সফলভাবে সুসম্পন্ন হলো।

রক্ত দান জীবন দান, রক্ত এমন একটি বিষয় যা কৃত্রিম ভাবে উৎপন্ন হয় না, তায় সকলেরই কর্তব্য এ বিষয়ে সজাগ থাকা ও এগিয়ে আসা।

আজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন *জামনা ধুববাটি নীলরতন উচ্চ বিদ্যালয়* এর প্রধান শিক্ষক - পার্থ সারথি হাটি মহাশয়* , *প্রেমাংশু রঞ্জন ঘোষ মহাশয়* ও *প্রবীর বৈদ্য মহাশয়।* এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা কর্মী। ও প্রাক্তন প্রাথমিক শিক্ষক- *নারায়ণ চন্দ্র মিশ্র মহাশয়।* সমাজসেবী *মানস মন্ডল মহাশয়* , স্পন্দন ফাউন্ডেশন এর কর্ণধার *রানা দা,* *রাখী দি ও* কীর্ণাহার থানার পুলিশ আধিকারিক ।

সকল স্বেচ্ছা রক্তদাতাগণ কে গরম পানীয়, টিফিন এর সহিত মোমেন্টো ও গাছ দিয়ে সম্মানিত করা হয়, *গাছ এক তারুণ্যের প্রতীক* , একটি গাছ ই পারে পরিবেশকে স্নিগ্ধ ও দূষণ মুক্ত করতে। *একটি গাছ একটি প্রাণ* ।

ধন্যবাদ মাননীয় ওসি কীর্ণাহার মহাশয় এর মহানুভবতাকে, উনি আজকের BLOOD DONATION CAMP এর সাথে *সবুজায়নের প্রয়োজনীয় গাছের যোগান দিয়েছেন।*

ধন্যবাদ মা *দুর্গা অনুষ্ঠান ভবন* , হরানন্দনপুর এর প্রতিষ্ঠাতা নারায়ণ চন্দ্র মিশ্র মহাশয় কে, ওনার বিশেষ ইচ্ছায় ওনার ভবনেই অনুষ্টিত অনুস্ঠান সার্থক ভাবে সুসম্পন্ন হলো।

ধন্যবাদ সকল রক্তদাতা ও একতা ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট এর অন্যতম কার্তিক ভান্ডারী সহ সকল সদস্য বৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে এ প্রোগ্রাম আজ সফল ভাবে অনুষ্টিত হলো।

12/08/2025
27/05/2025
11/05/2025

শুভ মাতৃ দিবস

ভারতমাতার সম্মান রক্ষার্থে বীরাঙ্গনা মহিয়সী নারীশক্তি সহ সকল মাতৃশক্তি কে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।

গুরুজী লহ না
09/05/2025

গুরুজী লহ না

08/05/2025

*২০২৫ সালের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষার ফলাফল আজ, ৭ মে ২০২৫, প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় মোট ৪,৭৩,৯১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।*

🏆 *২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের শীর্ষ ১০ স্থানাধিকারীদের তালিকা:* 👇

1. *রূপায়ণ পাল* – পূর্ব বর্ধমান
প্রাপ্ত নম্বর: ৪৯৭/৫০০ (৯৯.৪%)

2. *তুষার দেবনাথ* – কোচবিহার
প্রাপ্ত নম্বর: ৪৯৬/৫০০

3. *রাজর্ষি অধিকারী* – আরামবাগ, হুগলি
প্রাপ্ত নম্বর: ৪৯৫/৫০০

4. *সৃজিতা ঘোষাল* – বাঁকুড়া
প্রাপ্ত নম্বর: ৪৯৪/৫০০

5. *বীরেশ ঘোষ* – পশ্চিম মেদিনীপুর
প্রাপ্ত নম্বর: ৪৯৩/৫০০

6. *প্রান্তিক গাঙ্গুলি* – আরামবাগ হাইস্কুল, হুগলি
প্রাপ্ত নম্বর: ৪৯৩/৫০০

7. *তন্ময় পতি* – সোনারপুর বিদ্যাপীঠ হাইস্কুল, দক্ষিণ ২৪ পরগনা
প্রাপ্ত নম্বর: ৪৯৩/৫০০

8. *ঋত্বিক পাল* – কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান
প্রাপ্ত নম্বর: ৪৯৩/৫০০

9. *সৌনক বন্দ্যোপাধ্যায়* – টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ, কলকাতা
প্রাপ্ত নম্বর: ৪৮৯/৫০০

10. *সৃজিতা দত্ত* – বেথুন কলেজিয়েট স্কুল, কলকাতা
প্রাপ্ত নম্বর: ৪৮৯/৫০০

মোট ৭২ জন ছাত্রছাত্রী প্রথম দশে স্থান পেয়েছেন, যার মধ্যে কলকাতা থেকে ৪ জন, হুগলি থেকে ১৪ জন, পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ জন করে, এবং কোচবিহার থেকে ৬ জন রয়েছেন।

📊 *পাশের হার ও অন্যান্য তথ্য:* 👇
👉 *সর্বোচ্চ পাশের হার: পূর্ব মেদিনীপুর – ৯৫.৭৫%*
👉 *দ্বিতীয় স্থান: উত্তর ২৪ পরগনা – ৯৩.৫৩%*
👉 *তৃতীয় স্থান: কলকাতা – ৯৩.৪৩%*
👉 *ছেলেদের পাশের হার: ৯২% এর বেশি*
👉 *মেয়েদের পাশের হার: ৮৮% এর কিছু বেশি*

এছাড়াও, যারা অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য নতুন সেমেস্টার ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

👉 *মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ:* ৮ মে ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে হার্ডকপি সংগ্রহ করা যাবে।

08/05/2025




: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। *৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় অর্থাৎ ২ রা মে ফলপ্রকাশ হচ্ছে* ।

সভাপতি *চিরঞ্জীব ভট্টাচার্য।* তিনি জানিয়েছেন, এ বারের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা *৪,৭৩,৯১৯ জন।* এ বছর প্রথম বার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে।
শিক্ষা সংসদ জানিয়েছে, যারা অকৃতকার্য, তারা চাইলে নতুন সেমেস্টার ব্যবস্থায় চলে আসতে পারবে। বুধবার থেকেই সেই ব্যবস্থা চালু হয়ে যাবে।
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরই উত্তরপত্র *স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য* আবেদন করা যাবে। আগেরবারের মতো এবারও সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউয়ের পাশাপাশি তৎকালেরও দরজা খোলা রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাত ১২ টা থেকে আগামী রবিবার (১১ মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত তৎকাল স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। তৎকাল স্ক্রুনিটির জন্যে প্রতিটি বিষয়ের জন্য ৬০০ টাকা লাগবে। তৎকাল রিভিউয়ের জন্যে প্রতিটি বিষয়ের জন্য খরচ পড়বে ৮০০ টাকা।

উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে *ছাত্রেরা। তাদের পাশের হার ৯২ শতাংশের* বেশি। *মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি।* গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ শতাংশ।
উচ্চ মাধ্যমিকের *বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬* শতাংশ। *বাণিজ্য বিভাগে ৯৭.৫২* শতাংশ। *কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ* ।
এ *বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ* । শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা।

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের *রূপায়ণ পাল।* সে পেয়েছে ৪৯৭, শতাংশের হিসাবে ৯৯.৪।

দ্বিতীয় হয়েছে *তুষার দেবনাথ* । সে কোচবিহারের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।

উচ্চ মাধ্যমিকে এ বছর তৃতীয় হয়েছে আরামবাগের *রাজর্ষি অধিকারী,* সে পেয়েছে ৪৯৫।
বাঁকুড়ার *সৃজিতা ঘোষাল* চতুর্থ হয়েছে, তার প্রাপ্ত নম্বর ৪৯৪.

07/05/2025

শ্রী শ্রী হরি গুনানুকীর্তন এর দৃষ্টান্ত স্থাপন করলো, বীরভূমের কীর্ণাহার। স্টেশন পল্লী দূর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হরি কীর্তন এবছর-তৃতীয় বৎসর উত্তীর্ণ করলো , ১৭ বৈশাখ বৃহস্পতিবার হইতে ২৪ শে বৈশাখ বৃহস্পতিবার মোট আট দিনের। কীর্তনযোগ্য সফলভাবে অনুষ্ঠিত হলো।

তাদের এই কীর্তন যজ্ঞে প্রত্যহ শত শত শত অগণিত ভক্তের উপস্থিতি- কীর্তন যজ্ঞ কে সফলতা দান করেছে।

সর্বধর্ম সমন্বয়ে- মানবতা প্রতিষ্ঠা ও মানবমিলন ই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অনুষ্ঠান কর্তৃপক্ষ।

অরূপ ঘোষের রিপোর্ট , A TV বাংলা।

03/05/2025

Address

Birbhum
713129

Website

Alerts

Be the first to know and let us send you an email when A TV Bangla ।। এ টিভি বাংলা ।। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share