
15/09/2025
ফালাকাটায় ফের পদ্মফুল শিবিরে ভাঙন ধরালো ঘাসফুল
ফালাকাটায় দলবদলের ঘটনা অব্যাহত। দুর্গাপুজোর আর ক'দিন বাকি। তবে রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের। কারণ,বছর ঘুরলেই ভোট। তাই রবিবার সন্ধ্যায় ফালাকাটায় পদ্ম শিবিরে বড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। এদিন ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লছমনডাবরি মৌজায় ১৩/২৪,১৩/২৫,১৩/২৬ নাম্বার বুথের ২৮টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নেয়। দলে সবাইকে স্বাগত জানান তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় ও দলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস। সঞ্জয় জানান,ফালাকাটার বিভিন্ন অঞ্চলে বিজেপি ছেড়ে অনেকেই আমাদের দলে যোগ দিচ্ছেন। সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এদিনও ২৮টি পরিবার আমাদের দলে যোগ দেয়। এই মানুষগুলি দীর্ঘদিন ধরে বিজেপি করত৷ কিন্তু সাম্প্রদায়িক বিজেপির সঙ্গ ছেড়ে সবাই এদিন আমাদের দলে আসেন এবং মা,মাটি,মানুষের সরকারের হাত শক্ত করেন। সুভাষ চন্দ্র রায় জানান,সাম্প্রদায়িক,দাঙ্গাবাজ ধর্ম নিয়ে ভেদাভেদকারী বিজেপি নামক দল ত্যাগ করে উন্নয়নের কান্ডারি জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতকে এবং উন্নয়নকে আরো মজবুত করতেই এদিন ২৮টি পরিবার আমাদের দলে যোগ দেয়। সবাইকে জাতীয়তাবাদী সবুজ অভিনন্দন জানানো হয়। আগামী দিনেও ফালাকাটা বিধানসভা জুড়ে এই যোগদান পর্ব অব্যাহত থাকবে।