
05/05/2025
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ
ধরণিপুর চা বাগানের শ্রমিকদের পাওনাগন্ডা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। এই শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে বিজেপি শাসকদল তৃণমূলে ভাঙন ধরিয়ে শ্রমিকদের নিজেদের দলে নিয়ে আসে।
বিজেপি দাবি করে ধরণিপুর থেকে তৃণমূল কংগ্রেস একেবারে মুছে গিয়েছে।
আজ বাগানের শ্রমিকদের বিজেপি ও ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নে যোগ দেওয়া উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়।
সভায় সাংসদ মনোজ টিগ্গা ও শ্রমিক নেতা অমরনাথ ঝা-র মতো নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতা অমরনাথ ঝা বাগানের মালিকানার স্ট্যাটাস নিয়ে হাইকোর্টে যাওয়ার কথা বলেন।
এদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির দাবি অস্বীকার করে, এবং তাদের দাবি অনুযায়ী রাজ্য সরকারের মাধ্যমেই বাগানের উন্নয়ন হচ্ছে।