BFC বাংলা

BFC বাংলা This page has created for update the people who visit this page with daily news and other information.

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ধরণিপুর চা বাগানের শ্রমিকদের পাওনাগন্ডা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। এই শ্রমিক অসন্তোষকে ক...
05/05/2025

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ
ধরণিপুর চা বাগানের শ্রমিকদের পাওনাগন্ডা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। এই শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে বিজেপি শাসকদল তৃণমূলে ভাঙন ধরিয়ে শ্রমিকদের নিজেদের দলে নিয়ে আসে।

বিজেপি দাবি করে ধরণিপুর থেকে তৃণমূল কংগ্রেস একেবারে মুছে গিয়েছে।
আজ বাগানের শ্রমিকদের বিজেপি ও ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নে যোগ দেওয়া উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়।
সভায় সাংসদ মনোজ টিগ্গা ও শ্রমিক নেতা অমরনাথ ঝা-র মতো নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতা অমরনাথ ঝা বাগানের মালিকানার স্ট্যাটাস নিয়ে হাইকোর্টে যাওয়ার কথা বলেন।
এদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির দাবি অস্বীকার করে, এবং তাদের দাবি অনুযায়ী রাজ্য সরকারের মাধ্যমেই বাগানের উন্নয়ন হচ্ছে।

  : আগামী ১৯ শে ডিসেম্বর ২০২৪, বেলা ১২ টায় বীরপাড়া  উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে একটি ...
16/12/2024

: আগামী ১৯ শে ডিসেম্বর ২০২৪, বেলা ১২ টায় বীরপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় প্রাক্তন ছাত্র- ছাত্রী, বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছে বীরপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ।

12/11/2024
শারদ সম্মান ২০২৪ ❤️❤️এবছর বীরপাড়া ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেরা পুজো কমিটিকে শারদ সন্মান তুলে দেওয়া হয় bfc news...
15/10/2024

শারদ সম্মান ২০২৪ ❤️❤️
এবছর বীরপাড়া ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেরা পুজো কমিটিকে শারদ সন্মান তুলে দেওয়া হয় bfc news network এর পক্ষ থেকে ।।
বীরপাড়া সারদাপল্লী সুভাষ স্মৃতি সংঘ প্যান্ডেল এবং আলোক সজ্জায় প্রথম হয় , দ্বিতীয় হয় কলেজ পাড়া দূর্গাবাড়ি ক্লাব এবং তৃতীয় স্থান অধিকার করে বীরপাড়া যুব সম্প্রাদায় কালীবাড়ি।।
এবং সেরা প্রতিমা পুরস্কার পায় দূর্গাবাড়ি❤️❤️

  : আজ ১৩-ই সেপ্টেম্বর ২০২৪,মাদারিহাট মণ্ডলের অধীন যজ্ঞেশ্বর মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় - এর শিশুদের সাংস্কৃতিক প্রতি...
13/09/2024

: আজ ১৩-ই সেপ্টেম্বর ২০২৪,মাদারিহাট মণ্ডলের অধীন যজ্ঞেশ্বর মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় - এর শিশুদের সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটাবার উদ্দেশ্যে ' সৃজন উৎসব ' নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত এবং নাটকে অংশগ্রহণ করে ।

অনুষ্ঠানে মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া আশা বোমজান, কৃষি কর্মাধ্যক্ষ ললিত বর্মন, খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্টু রায়, রাঙ্গালিবাজনা মোহন সিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল রায়, ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতেশ রায় সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন ।

  : গোটা দেশের সাথে হাতে হাত মিলিয়ে এবার R.G.KAR কান্ডের প্রতিবাদে পথে নামলো তেলিপাড়া....! ✊ধর্ষণ মুক্ত বাংলা চাই....।...
19/08/2024

: গোটা দেশের সাথে হাতে হাত মিলিয়ে এবার R.G.KAR কান্ডের প্রতিবাদে পথে নামলো তেলিপাড়া....! ✊

ধর্ষণ মুক্ত বাংলা চাই....। 🙏
🏴

আজ রাত ১১ টার সময় স্বাধীনতার মধ্য রাতে নারী স্বাধীনতার জন্য মেয়েরা রাত দখল করবে।জাস্টিস ফর আর . জি কর ।সব ক্ষোভ জড়ো হ...
14/08/2024

আজ রাত ১১ টার সময় স্বাধীনতার মধ্য রাতে নারী স্বাধীনতার জন্য মেয়েরা রাত দখল করবে।

জাস্টিস ফর আর . জি কর ।
সব ক্ষোভ জড়ো হোক ✊✊

জমায়েত স্থান : বীরপাড়া পুরানো বাস স্ট্যান্ড।

Address

MG Road
Birpara
735204

Alerts

Be the first to know and let us send you an email when BFC বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BFC বাংলা:

Share

Category