United Tripura

  • Home
  • United Tripura

United Tripura Sound Of People

23/07/2025

সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শ্রমিক সংবর্ধনা গোলাঘাটিতে
ভারতীয় মজদুর সংঘের ৭০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় অটোরিকশা শ্রমিক সংঘের গোলাঘাটি শাখার উদ্যোগে। বুধবার সকালে গোলাঘাটি মোটর স্ট্যান্ডে শ্রমিক সংঘের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বি এম এস এর পতাকা উত্তোলন এবং ভারত মাতা, দেব শিল্পী বিশ্বকর্মা এবং মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দত্ত পন্থ ঠ্যাংরেজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । উপস্থিত ছিলেন ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘের সিপাহীজলা জেলা সভাপতি বলাই দেবনাথ, বিএমএস এর জেলা সহ সভাপতি সজল দেবনাথ, কর্মচারী সংঘের স্বপন নম, বিজেপির গোলাঘাটি মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ, সাধারণ সম্পাদক রবীন্দ্র দত্ত এবং অটো রিক্সা শ্রমিক সংঘের কোলাঘাটি শাখার সভাপতি কেশব সাহা। উপস্থিত নেতৃবৃন্দ ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। মজদুর সংঘের যে নীতি রাষ্ট্র হীত, উদ্যোগ হিত এবং শ্রমিক হিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। সবশেষে অটো রিক্সা শ্রমিকদের হাতে বস্ত্র তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

23/07/2025

বজ্রপাতে ভেঙ্গে পড়লো অসহায় কৃষকের বসত ঘর। ঘটনা চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড উত্তরমুড়া এলাকার অসহায় গরীব কৃষক আবু জাহান মিয়ার। অল্পেতে রক্ষা পেয়েছে কৃষক আবুজাহান এবং তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম।অসহায় দরিদ্র কৃষকের স্ত্রী সংবাদ মাধ্যমে জানায় সোমবার গভীর রাতে হঠাৎ করে বজ্রপাতে তার মাটির বসত ঘর মুড়মুড়িয়ে ডাক দিয়ে চৌচির হয়ে যায়।ভয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় স্বামী-স্ত্রী চিৎকার করতে থাকে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে তাদের বাড়িতে এবং ঘর থেকে সমস্ত জিনিসপত্র বের করে প্রতিবেশীদের ঘরে নিয়ে যায় তারা আরো জানায় বিগত ২৫ বছর ধরে একটি সরকারি ঘরের জন্য অপেক্ষা করে আছেন তারা কপালে জুটেনি তবে বর্তমান সরকারের নেতৃত্বরা বলেছে এই বছর তিনি ঘর পাবেন জিও ট্যাগ হয়েছে।

23/07/2025

ধ্বজনগর এলাকায় উদ্ধার বিশাল আকার অজগর সাপ
খাদ্যের অভাবে সিপাহীজলা অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে চলে আসছে প্রচুর পরিমাণে অজগর সাপ।আর এই অজগর সাপের আতঙ্কে আতঙ্কিত গোটা সিপাহীজলা লাগোয়া এলাকা জনগণ। মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকায় আচমকাই বিশালাকার অজগর সাপ মানুষের বাড়ি করে প্রবেশ করার চেষ্টা করে।এলাকার মহিলারা চিৎকার করতেই স্থানীয় যুবকরা সাহস করে ঘটনাস্থলে ছুটে এসে অজগর সাপটিকে ধরে ফেলে।খবর দেওয়া হয় সিপাহীজলা অভয়ারণ্যে বনকর্মীদের।বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীর হাতে আটক বিশালাকার অজগর সাপটি উদ্ধার করে অভয়ারণ্য নিয়ে যায়।তবে একাংশ জনগনের অভিযোগ সিপাহীজলা অভয়ারণ্যের সঠিক ভাবে খাদ্য খেতের না পেয়ে তারা লোকালয়ে চলে আসছে। সঠিক পরিচর্যা না করাই এই সাপ গুলো সিপাহীজলা অভয়ারণ্যের আশপাশের এলাকা গুলোতে থাবা বসায়।

21/07/2025

হরিশনগর চা বাগান এলাকায় ত্রিমুখী যান সংঘর্ষ আহত একাধিক
বিশালগড় হরিশনগর এলাকায় আগরতলা উদয়পুর সড়কে ত্রিমুখী যান সংঘর্ষ আহত একাধিক। ঘটনা সোমবার সন্ধ্যা রাতে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। জানাযায় রাস্তার বেহাল দশা কারণে হরিশ নগর চা বাগান সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে সোমবার সন্ধ্যা রাতে যাত্রীবাহী বাস, মাল বুঝাই লড়ি, ও মারুতি গাড়ির সংঘর্ষ হয়। রাস্তা বেহাল দশার কারণে TR01M1528 নাম্বারে একটি লরি মাল বোঝাই করে আগরতলা থেকে বিশালগড় দিকে আসার পথে হরিশ নগর চা বাগান সংলগ্ন ভগ্নদশায় পরিণত রাস্তার মধ্যে TR01AG0545 নাম্বারে একটি মারুতি গাড়ির উপর উল্টে উদয়পুর থেকে আগরতলা গ্রামী TR081214 নাম্বারের যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। বিশালগড় অগ্নি নিয়ে প্রাপক দপ্তরে কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত একাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলো তাপস পাল বয়স ৪৫, বিষ্ণু দেবনাথ বয়স ৪৬। উক্ত এ ভগ্নদশা রাস্তাটি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হওয়ার পরও সংশ্লিষ্ট দপ্তর সেই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। যার ফলে আজকের এই ভয়ংকর দুর্ঘটনা।কে নেবে তার দায়ভার? এদিকে দুর্ঘটনার ফলে উভয়দিকে আটকে পড়ে প্রচুর গাড়ি। ভোগান্তির শিকার পথচারীরা। একাংশ পথচারীরা জানিয়েছেন যারা এই রাস্তা সংস্কার করার দায়িত্বে রয়েছেন তাদের কি চোখ কান নেই। এ রাস্তাটি দিয়ে একাংশ নেতা থেকে শুরু করে মন্ত্রী আমরা যাতায়াত করেন তাদেরও কি কোনরকম কর্ণপাত নিয়ে এ রাস্তাটি মেরামত করার।

21/07/2025

জোরপূর্বক স্ত্রীকে মদ্যপান,নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো স্বামী
স্ত্রীকে জোরপূর্বক মদ্যপান করিয়ে নগ্ন করে ছবি তুলে আত্মীয়-স্বজন এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল করলো স্বামী এমনই অভিযোগ এনে সোমবার সন্ধ্যায় বিশালগড় মহিলা থানায় দারস্ত আহত অসহায় স্ত্রী।জানাযায় অফিসটিলা এলাকার একটা ব্যবসায়ী তাপস দাস তার স্ত্রী মনিকা সূত্রধর কে গতকাল অর্থাৎ রবিবার রাতে জোর পূর্বক মুখে চাপা দিয়ে মদ্যপান করিয়ে নগ্ন অবস্থায় ছবি তুলে লোকেদের সাথে সেই ছবি শেয়ার করেন।এমন কি শ্বশুরবাড়ি থেকে নগদ অর্থ সহ একাধিক জিনিস পত্র এনে দেওয়ার দাবি করেন।গৃহবধূ মনিকা সূত্রধর দাসের বাবা সুনীল সূত্রধর দিনমজুরের কাজ করেন। প্রতিনিয়ত স্বামী স্ত্রীর উপর যৌতুকের দাবিতে আক্রমণ করতে থাকেন।সোমবার আক্রমণের মাত্রাটা অনেকটাই বেড়ে যায়। স্ত্রী সহ্য করতে না পেরে তার বাবার বাড়ির লোকেদের জানানোর পর কৈয়াঢেপা থেকে আক্রান্ত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা ছুটে আসেন এবং গৃহবধূকে নিয়ে বিশালগড় থানায় দারস্ত হন। উক্ত ঘটনায় অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি জানান আক্রান্ত গৃহবধূর সহ বাপের বাড়ি সদস্যরা। বাল্যবিবাহ বন্ধ করা এবং মহিলাদের উপর নির্যাতন কোন মতেই যেন বন্ধ হওয়ার নাম নিচ্ছে না।

20/07/2025

বিশালগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন
বিশালগড় প্রেসক্লাবে রবিবার দুপুরে দ্বিবার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়। এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ তুর্কি বিধায়ক সুশান্ত দেব। সভায় উপস্থিত বিদায়ী সম্পাদক ও সভাপতি উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বিধায়ককে বরণ করেন।এদিনে উপস্থিত বিধায়ক সমস্ত সাংবাদিকদের শ্রীবৃদ্ধি পাশাপাশি বিশালগড়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সমস্ত সাংবাদিকদের কাজ করা পাশাপাশি সংবাদ জগতে কোনরকম কাজ করতে গিয়ে অসুবিধা হলে পাশাপাশি মানুষের উন্নয়নের ক্ষেত্রে যদি বিধায়কের কোনো রকম ভুল-ত্রুটি থাকে সে সমস্ত বিষয়গুলি ধরিয়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন। তারপর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক তাজুল ইসলাম। দীর্ঘ আলোচনার পর বিশাল প্রেস ক্লাবের পুরনো কমিটি ভেঙে নয় জন সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির সম্পাদক নির্বাচিত হলেন তাজুল ইসলাম, সভাপতি নির্বাচিত হলেন ভবতোষ ঘোষ, সহ-সভাপতি সমীর ভৌমিক, সহ-সম্পাদক জীবন সাহা ও খোকন ঘোষ কোষাধক্ষ্য আশিস মিয়া, কমিটির অন্যান্য সদস্যরা হলেন গৌতম ঘোষ, মান্নান হক, কিশোর দেবনাথ। প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন এবং শ্রীবৃদ্ধির সাথে এই কমিটি আগামী দিনে কাজ করবেন এমনটি আশা প্রত্যাশা রয়েছে কর্মরত সমস্ত সাংবাদিকদের।

20/07/2025

রাতের আঁধারে জলের পাম্প হাউসে চোরের থাবা, তদন্তে পুলিশ। শনিবার গভীর রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন জলের পাম্প হাউসে চোরের দল হানা দিয়ে বেশ কিছু যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। জানা গেছে অন্যান্য দিনের মতো শনিবারেও এলাকার পাম্প অপারেটর দীপক রায় পাম্প মেশিন বন্ধ করে দরজায় তালা লাগিয়ে বাড়িতে চলে যান। সেদিন গভীর রাতে ওই পাম্প হাউসে চোরের দল প্রথমে নেশা করে দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মেশিনের সরকারি মূল্যবান তার সহ নতুন ভাবে বসানো জলের ফিল্টার করার দুটি মূল্যবান মেশিন খুলে নিয়ে যায়। রবিবার সাত সকালে এলাকার স্থানীয় এক ব্যক্তি পাম্প হাউসের দরজা খোলা অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে অপারেটর দীপক রায়কে খবর দেয়। খবর পেয়ে অপারেটর দীপক রায় ঘটনা স্থলে দ্রুত ছুটে এসে দেখতে পায় পাম হাউসের দরজার পালা ভাঙ্গা অবস্থায় এবং দরজার খোলা রয়েছে। দীপক রায় পাম্প হাউসের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় মেশিনের মূল্যবান তার সহ জলের ফিল্টার করা দুটি মূল্যবান মেশিন নেই, তখন ওই দীপক রায় বুঝতে পারেন যে এই পাম্প হাউসে শনিবার গভীর রাতে চোরের দল থাবা বসিয়েছে। সঙ্গে সঙ্গেই অপারেটর দীপক রায় বিষয়টি স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস কে সহ বাধারঘাট স্থিত ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের জানায়। পরে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস এই চুরির ঘটনাটি আমতলী থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ সহ এলাকার পঞ্চায়েত প্রধান রাজেশ দাস ছুটে এসে এই চুরির ঘটনাটি প্রত্যক্ষ করে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত প্রধান রাজেশ দাস জানিয়েছেন প্রতিদিন সকলেরই পানীয় জলের প্রয়োজন হয়, প্রতিদিনই এই পাম্প হাউস থেকে জল পেয়ে স্থানীয় পশ্চিম কাঞ্চনমালা এলাকার মানুষ উপকৃত হচ্ছে, সেই জলের পাম্প হাউসে এই ধরনের চুরির ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, তিনি আরো জানিয়েছেন এই পাম্প হাউসে হানা দিয়ে চোরের দল প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা আইন এবং সমাজের চোখে অপরাধী। তাই কাঞ্চনমালা এলাকাবাসীদের পক্ষে পঞ্চায়েত প্রধান রাজেশ দাস এদিন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন পুলিশ যেন গোটা ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করে।

18/07/2025

গকুলনগরস্থিত টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচী। উপস্থিত ছিলেন কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

17/07/2025

বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম বিধানসভা কেন্দ্রের উত্তর ব্রজপুর এলাকায় দৌড়াতে দৌড়াতে একে যুবককে বেধরকভাবে পিটিয়ে র*ক্তা*ক্ত করল ২ যুবক। পার্শ্ববতী এক বাড়িতে গিয়ে প্রাণে বাঁচে আক্রান্ত যুবকটি।

17/07/2025

এত কমিশন বাণিজ্য নিয়ে আমরা আছি না......!!!

16/07/2025

স্মার্ট পয়েন্টে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হানা
বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্মার্ট পয়েন্টে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হানা। ঘটনা বুধবার দুপুরে। জানাযায় বেশ কিছুদিন পূর্বে এই স্মার্ট পয়েন্টে মেয়াদোত্তীর্ণ বাজে খাবার বিক্রি করা হয়েছিল সে অভিযোগ মূলে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা দোকানে হানা দিয়ে সমস্ত কিছু তদন্ত করেন। এদিনে উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টেড এন্ড ম্যাজিস্ট্রেট বিশালগড় প্রসেনজিৎ দাস সহ ডিসিএম বিশ্রামগঞ্জ সৌম্যদীপ দেবনাথ সহ বিশালগড় থানা পুলিশ প্রশাসন। এদিনে স্মার্ট পয়েন্টের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন তারা অদূর ভবিষ্যতে কাস্টমারের সাথে এরকম বিহেভিয়ার করবেন না। যে সমস্ত মেয়াদ উত্তীর্ণ জিনিস রয়েছে তারা দ্রুত সেগুলি কোম্পানিতে ফেরত পাঠিয়েছেন। কাস্টমার যেন সন্তুষ্ট হয় সে বিষয়ে তারা নজর রাখবে বলে এদিনে এনফোর্সমেন্টে ডিপার্টমেন্টের আধিকারিকদের আশ্বস্ত করেন।

16/07/2025

রোগী নিয়ে যাওয়া জিবিপি হাসপাতালে অটো গাড়ি থেকে চাকা চুরি
সিকিউরিটি থাকা সত্ত্বেও জিবিপি হাসপাতালে রোগী নিয়ে যাওয়া অটো গাড়ি থেকে স্টেপনি চাকা চুরি করে নিয়ে গেলো চোরের দল।ঘটনা বুধবার সকাল নাগাদ।সে বিষয়ে আগরতলা জিডিপি আউট পোস্টে অভিযোগ জানাই ক্ষতিগ্রস্ত অটো চালক।জানাযায় বিশালগড় নারাউড়া এলাকার এলাকার অটোচালক কিশোর নাথ ভৌমিক তার TR07A4485 নাম্বারের অটো গাড়ি করে বিশালগড় থেকে অসুস্থ রোগীকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যায়। গাড়ি চালক সিকিউরিটি থাকাকালীন গাড়িটি পার্কিং করে রেখে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ঘন্টাখানেক পরে ফিরে এসে দেখতে পাই উনার অটো গাড়ি থেকে স্টেপনি চাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। দীর্ঘ খোঁজাখুঁজি করেন না পেয়ে অবশেষে আগরতলা জিবিপি হাসপাতালে আউটপোস্টে অভিযোগ দায়ের করেন। চালকের অভিযোগ সিকিউরিটি থাকাকালীন যদি এরকম অবস্থা হতে পারে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। এ সমস্ত চুরির ঘটনার সঙ্গে কর্তব্যরত সিকিউরিটি গার্ড ও জড়িত রয়েছে বল আশঙ্কা প্রকাশ করছেন ক্ষতিগ্রস্ত চালক কিশোর নাথ ভৌমিক। বুধবার বিকেলে বিশালগড় স্থিত নিচে বাড়িতে এসে অসহায় চালক সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান।

Address


Alerts

Be the first to know and let us send you an email when United Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to United Tripura:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share