23/07/2025
সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শ্রমিক সংবর্ধনা গোলাঘাটিতে
ভারতীয় মজদুর সংঘের ৭০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় অটোরিকশা শ্রমিক সংঘের গোলাঘাটি শাখার উদ্যোগে। বুধবার সকালে গোলাঘাটি মোটর স্ট্যান্ডে শ্রমিক সংঘের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বি এম এস এর পতাকা উত্তোলন এবং ভারত মাতা, দেব শিল্পী বিশ্বকর্মা এবং মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দত্ত পন্থ ঠ্যাংরেজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । উপস্থিত ছিলেন ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘের সিপাহীজলা জেলা সভাপতি বলাই দেবনাথ, বিএমএস এর জেলা সহ সভাপতি সজল দেবনাথ, কর্মচারী সংঘের স্বপন নম, বিজেপির গোলাঘাটি মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ, সাধারণ সম্পাদক রবীন্দ্র দত্ত এবং অটো রিক্সা শ্রমিক সংঘের কোলাঘাটি শাখার সভাপতি কেশব সাহা। উপস্থিত নেতৃবৃন্দ ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। মজদুর সংঘের যে নীতি রাষ্ট্র হীত, উদ্যোগ হিত এবং শ্রমিক হিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। সবশেষে অটো রিক্সা শ্রমিকদের হাতে বস্ত্র তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।