
31/01/2024
ধন্যবাদ জগৎ গুরু রামভদ্রাচার্য জি।।
ইনি না থাকলে হয়তো রামমন্দিরের স্বপ্ন কখনোই পূরণ হতো না।
ইনি সুপ্রিম কোর্টের অন্যতম মুখ্য সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন।। যিনি বেদের সাহায্যে রামমন্দিরের অবস্থান সম্পর্কে 441টি প্রমাণ দিয়েছিলেন।।
মাত্র 2মাস বয়সে নেত্রহীন হওয়া সত্বেও আজও বেদ এবং বিভিন্ন ধর্মগ্রন্থের প্রায় 150000 পৃষ্ঠা তার কণ্ঠস্থ।। 22টি ভাষায় কথা বলতে পারেন এবং প্রায় 80টির মত গ্রন্থ লিখেছেন।।
প্রণাম পদ্মবিভূষণ প্রাপ্ত রামভদ্রাচার্য জি,,,,,🚩🙏🙏