Das Babu

Das Babu আমি কারো পক্ষে-বিপক্ষে কথা বলি না,
উচিত কথা ভাল লাগলে থাকেন,না ভালো লাগলে রাস্তা মাপেন!!

30/07/2025

পাহাড়ে সিপিআইএম দ্বারা হাইজ্যাক বামগ্ৰেসের লাল মথা!!বামগ্ৰেসের এজেন্ট প্রেস কনফারেন্সটাই সমস্ত পোল খুলে দিয়েছে l সব ক্ষেত্রে ওভার এক্টিং চলেনা মামু 😊

একটা কথা ভাবুন তো! আমরা যারা স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না, তারা কি একবারও ভেবে দেখেছি আমাদের ...
08/07/2025

একটা কথা ভাবুন তো! আমরা যারা স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না, তারা কি একবারও ভেবে দেখেছি আমাদের দেশের প্রায় ৬৬ কোটি মানুষ এখনও ইন্টারনেট ব্যবহার করেন না?
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন – ৬৬ কোটি!

এই বিশাল সংখ্যক মানুষের কাছে ইন্টারনেট হয়তো বিলাসিতা, কিন্তু ফোন কল তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
প্রিয়জনের সাথে কথা বলা, জরুরি খবর আদান-প্রদান করা, বা এমনকি শুধুই একটু খোঁজ নেওয়া – এই সবকিছুই চলে ভয়েস কলের মাধ্যমে।

কিন্তু দুঃখের বিষয় হলো, আজকাল বাজারে এমন রিচার্জ প্ল্যান খুঁজে পাওয়াই কঠিন যেখানে শুধু কলিং-এর সুবিধা আছে।
প্রতিটি প্ল্যানের সাথে ইন্টারনেট ডেটা জুড়ে দেওয়া হচ্ছে, যার প্রয়োজনই নেই সেই ৬৬ কোটি মানুষের।
এর ফলে তাদের উপর চাপছে অপ্রয়োজনীয় খরচ, আর তারা বঞ্চিত হচ্ছেন সাশ্রয়ী মূল্যে সংযুক্ত থাকার সুযোগ থেকে।

ভাবুন তো সেই বাবা-মায়ের কথা যারা গ্রামে থাকেন, তাদের ছেলেমেয়েরা শহরে কাজ করে।
ইন্টারনেট তাদের কাছে দূর আকাশের তারা, কিন্তু ছেলের একটা ফোন কলই তাদের মুখে হাসি ফোটায়।
আজ যখন তাদের জন্য শুধু কলিং-এর প্ল্যান খুঁজে পাওয়া যায় না, তখন কতটা অসহায় লাগে তাদের?

আমি বিশ্বাস করি, আমাদের টেলিকম কোম্পানিগুলোর এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
এমন রিচার্জ প্ল্যান বাজারে আনা হোক যেখানে শুধু কলিং-এর সুবিধা থাকবে, যা হবে সাশ্রয়ী এবং সাধারণ মানুষের হাতের নাগালে। 🛜❤️

©সংগৃহীত

08/07/2025

বিহার নির্বাচনের প্রচারণায় কংগ্রেস ৫ লক্ষ নারীদের স্যানিটারি প্যাড বিতরণ করবে...‼️

ভাবুন তো - রাহুল গান্ধীর ছবি কেবল প্যাকেটের উপরেই নয়, প্যাডের ভেতরেও ছাপা আছে..!!!🔥😳

এই দুর্দান্ত আইডিয়ার জন্য মার্কেটিং টিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই...😁🤣

06/07/2025

- ফুল তাকেই দিও, যে শুকিয়ে যাওয়া ফুলটাও যত্নে রাখে!🌺

26/03/2025

জয় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির 🌺

24/03/2025

গ্রামের এই ছবি এখন আর খুব বেশি দেখা যায় না !

12/01/2024

প্রতীক্ষার আর ১০ দিন!🚩🚩
বহু বছরের অপেক্ষার অবসান রামলালা অযোধ্যায় আসছেন।

26/08/2023

Good morning🌞

Address

Bishalgarh
799102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Das Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share