17/03/2025
নির্ভীক খবর আবার সম্প্রসারণ শুরু হবে।
27 শে নভেম্বর ২০২৩ আমরা এক অভিযোগের ভিত্তিতে খবর প্রচার করি কিন্তু বিল্ডার পার্থ সারথী ব্যানার্জির পক্ষ তুলে ধরিনি, একপক্ষের অভিযোগ ও তাদের দেওয়া ভিডিও আমরা প্রচার করি। বিল্ডার পার্থ সারথি ব্যানার্জীর বক্তব্য, তিনি সম্পূর্ণ নির্দোষ, তার ওপর তোলা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, আমাদের মিস গাইড করা হয়। তিনি আমাদের ডকুমেন্টস দেখিয়েছেন এবং এই বিষয়টি এখন বিচারাধীন। বিল্ডার পার্থ সারথি ব্যানার্জী সকল ডকুমেন্টস কোর্টে জমা করেছেন। তার বক্তব্য মহামান্য আদালত অভিযোগের বিচার করবেন। আমরা নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিল্ডার পার্থ সারথি ব্যানার্জীর বক্তব্য তুলে ধরছি। সেই সময় তার বক্তব্য তুলে ধরা উচিত ছিলো কিন্তু তা করে উঠা হয়নি, সেটা ছিল একমাত্র অনিচ্ছাকৃত ভুল। আমরা নিরপেক্ষ, নিরপেক্ষতা বজায় রাখায় উচিত, তাই পার্থ সারথি ব্যানার্জীর বক্তব্য তুলে ধরছি।