Nirvik Khabar

Nirvik Khabar না আমরা বিক্রীত না আমরা ভীত

17/03/2025

নির্ভীক খবর আবার সম্প্রসারণ শুরু হবে।
27 শে নভেম্বর ২০২৩ আমরা এক অভিযোগের ভিত্তিতে খবর প্রচার করি কিন্তু বিল্ডার পার্থ সারথী ব্যানার্জির পক্ষ তুলে ধরিনি, একপক্ষের অভিযোগ ও তাদের দেওয়া ভিডিও আমরা প্রচার করি। বিল্ডার পার্থ সারথি ব্যানার্জীর বক্তব্য, তিনি সম্পূর্ণ নির্দোষ, তার ওপর তোলা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, আমাদের মিস গাইড করা হয়। তিনি আমাদের ডকুমেন্টস দেখিয়েছেন এবং এই বিষয়টি এখন বিচারাধীন। বিল্ডার পার্থ সারথি ব্যানার্জী সকল ডকুমেন্টস কোর্টে জমা করেছেন। তার বক্তব্য মহামান্য আদালত অভিযোগের বিচার করবেন। আমরা নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিল্ডার পার্থ সারথি ব্যানার্জীর বক্তব্য তুলে ধরছি। সেই সময় তার বক্তব্য তুলে ধরা উচিত ছিলো কিন্তু তা করে উঠা হয়নি, সেটা ছিল একমাত্র অনিচ্ছাকৃত ভুল। আমরা নিরপেক্ষ, নিরপেক্ষতা বজায় রাখায় উচিত, তাই পার্থ সারথি ব্যানার্জীর বক্তব্য তুলে ধরছি।

11/02/2023

দেখুন বিস্ফোরক সাক্ষাৎকার, বিতর্কিত ও বিখ্যাত কবি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলা সাহিত্য একাডেমির বিশেষ পুরস্কারের পর করেন পদত্যাগ, কবি অনাদিরঞ্জন বিশ্বাস।
প্রশ্ন: এপাং ওপাং ঝপাং কবিতার মান কেমন?
প্রশ্ন: কবি মমতা বন্দ্যোপাধ্যায় কে কত নম্বর দেবেন?
প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রধানমন্ত্রী হবার যোগ্য?
প্রশ্ন: অমর্ত্য সেন কি নোবেল জয়ী?

আগামীকাল ১১ই ফেব্রুয়ারি আসছে বিস্ফোরক সাক্ষাৎকার বিতর্কিত ও বিখ্যাত কবি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলা সাহিত্য একাড...
10/02/2023

আগামীকাল ১১ই ফেব্রুয়ারি আসছে বিস্ফোরক সাক্ষাৎকার বিতর্কিত ও বিখ্যাত কবি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলা সাহিত্য একাডেমির বিশেষ পুরস্কারের পর করেন পদত্যাগ, কবি অনাদিরঞ্জন বিশ্বাস।
প্রশ্ন: এপাং ওপাং ঝপাং কবিতার মান কেমন?
প্রশ্ন: কবি মমতা বন্দ্যোপাধ্যায় কে কত নম্বর দেবেন?
প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রধানমন্ত্রী হবার যোগ্য?
প্রশ্ন: অমর্ত্য সেন কি নোবেল জয়ী?

31/01/2023

বিষ্ণুপুরের উন্নয়নের বিচিত্র টিউবওয়েল, হ্যান্ডেলের পরিবর্তে গাছের ডান্ডা লাগানো। এর মধ্যেই ফুটে উঠছে বিষ্ণুপুরের সমাজের ও উন্নয়নের প্রকৃত ছবি।

30/01/2023

বিশ্বের করপরেটারদের ইতিহাসের সর্ব বৃহৎ স্ক্যাম করেছে আদানি গ্রুপ: হিন্ডেনবার্গ। LIC ও SBI এ সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা ডুবছে। সেবি ও ED নিশ্চুপ কেন?

24/01/2023

গুমনামি বাবার ও জন্মদিন ছিল কাল। কে ছিলেন গুমনামি বাবা, কি বলেন গবেষকরা দেখে নিন সম্পূর্ন ডিটেইলস। গুমনামি বাবা।

09/01/2023

আবাস যোজনায় ঘর বণ্টনের অভিযোগে বিজেপির গণ ডেপুটেশন কেন্দ্র করে উত্তপ্ত বিষ্ণুপুরের রাজনীতি। MP সৌমিত্র খা বক্তব্যে বলেন বিষ্ণুপুরের MLA তৃণমূলের নেতা কর্মীদের বউ বিক্রি করে দেবে। এটাই কি রাজনীতি ?

07/01/2023

একদিকে সেমি বুলেট ট্রেন চালু হয়ে গেল কিন্তু বিষ্ণুপুরে চক্রধরপুর প্যাসেঞ্জার আজও স্টপেজ দিল না। হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার আর কি কোন দিনও বিষ্ণুপুরে দাড়াবে না??

05/01/2023

অভিযোগ এক জনম দুঃখিনী মহিলার আবাস যোজনার বাড়ীর সিঁড়ি তৈরীর ১৬ হাজার টাকা দিচ্ছে না ফেরৎ কাউন্সিলর বাবু। কোথায় যাবে এই অসহায় মানুষগুলো?

09/12/2022

সোনামুখীর মেলা আর বিষ্ণুপুর জেলা, বন্ধের পিছনে কারা খেললো নোংরা খেলা। দেখুন বিশ্লেষণ।।

06/12/2022

আজ বাবরী মসজিদ ভাঙার ৩০ বছর আর রাহুল গান্ধী হেঁটে চলেছেন ভারত জড়ো যাত্রাই ৩৫৭০ কিমি, কন্যাকুমারী থেকে শ্রীনগর। রাহুল গান্ধী ভারতের সবচেয়ে বেশী বার পরাজিত হওয়া রাজনেতা।।

30/11/2022

সোনামুখীতে প্রথম বই মেলার আয়োজন বানচাল করতে চাইছে বাঁকুড়া শহরের সেই বুদ্ধিজীবীর দল যারা #জেলাবিষ্ণুপুর বানচাল করতে রাস্তায় নেমে নাটক করেছিলো। দেখুন মাতৃ ভাষা বাঁকৃড়ি তে প্রথম বার বিশ্লেষণ।।

Address

Bishnupur, Bankura
Bishnupur
722122

Telephone

+919635292141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirvik Khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirvik Khabar:

Share