11/10/2024
বাঙালিকে আপাদমস্তক ল্যদখোর প্রজাতির মানুষ বলে দাবি করা হলেও, পুজোর এই কটাদিন তাদের এনার্জি লেভেল নাইন্থ ক্লাউডে থাকে বললেই ভালো । নিয়ম টিয়ম সিন্দুক বন্ধ করে বাঙালি মেতে ওঠে মাঝ রাতের বিরিয়ানি এবং হোলনাইট ঠাকুর দেখাতে ।
তবে পুজো মানে কি শুধুই হইচই, পুজো মানে তো পুরনো সর্ম্পকের পাতা উল্টে দেখা তাই না ?
- আবার টাওয়েল টা খাটে রেখেছো !
- আহ্ রূপ সারাক্ষণ এমন খিটখিট করিস, পুজোর সময় ও ছাড়বি না?
- পুজোর সময়ের সাথে বাড়ির নিয়ম গুলোর কি সম্পর্ক ঠিক বুঝলাম না!
- অসহ্যকর একদম, তোর সাথে না,থাকাই ইমপসিবল।
- সেই তো, এখন যে আরো কতো কিছু বেরোবে মুখ দিয়ে...
এই বলেই ঘরের দরজা টা বন্ধ করে বেরিয়ে গেলো রূপসা, রূপসা আর অনিরুদ্ধর প্রেমটা ওদের স্কুল জীবন থেকেই, এক্কেবারে লাভ বার্ডস যাকে বলে। সবাই আইডিয়ালিস করতো ওদের সম্পর্ক টাকে। তবে আজ সময়ের চাকা ঘুরেছে, স্কল জীবনের প্রেম পরিণতি পেয়েছে তিন বছরের বিবাহ বন্ধনে।
তবে আজ কেমন যেন তাদের দুজনের মনেই ডানা বেঁধেছে একে চিন্তা ,' বিয়ে টা বোধয় না হলেই ভালো হতো'।
বিয়ের পর ওদের কেমিস্ট্রির পাঠ উঠে এখন রোজ রাম-রাবণের যুদ্ধ লাগে, প্রেমালাপের স্থান পরিবর্তন হয়ে আজ সেই জায়গায় স্থান নিয়েছে টোন টিটকিরি।
বিয়ের পর একে অপরের প্রতি জন্ম নিয়েছে প্রবল বিরক্তি। তবে কি আর সত্যি ওদের মধ্যে প্রেমের লেশমাত্র নেই?
এই সব চিন্তা ভাবনা করতে করতেই রুপসা নিজের ঘরের দরজায় খট- খটের শব্দ শুনতে পাই।
- আসবো?
- নিজের ঘরে নিজেই জিজ্ঞেস করে ঢুকতে হচ্ছে?
- না মানে...
- বল কি বলবি , আবার কি নিয়ে লাগবি আমার সাথে?
- তুই কি সোজা মুখে কথা বলতে পারিস না?
- তুই আমার সাথে শেষ কবে সোজা মুখে কথা বলেছিস তোর মনে আছে?
- আচ্ছা শোন, আজকে কি বলতো?
- ...
- বল, কি রে?
- তোর কি বলার আছে সোজাসুজি বল তো?
- রূপ আই অ্যাম রিয়েলি সরি!
- বাবা হঠাৎ?
- আজকে সপ্তমী।
- তো?
- তোর কি আমাদের পুরনো কথা কিছুই মনে নেই ?
- পুরোনো কথার স্মৃতিচারণ করে কি কোনো লাভ আছে ?
- নেই বলছিস? তোর মনে আছে আমাদের সেই প্রথম একসাথে ঠাকুর দেখতে যাওয়ার কথা , বাড়িতে সেই টিউশন পড়তে যাওয়ার নাম করে , আর সেই বার সপ্তমীর দিন যখন তোর বাবার কাছে ধরা পড়লাম , আর আর...
- আগের মতন আর কিছুই নেই অনি।
- কেন আমরা কি আর আগের মতন সব টা শুরু করতে পারিনা ? জানিস তো এই নতুন চাকরিটা আমার দ্বারা আর হচ্ছে না , রোজ রোজ বসের মুখ ঝামটা আর এক্সেসিভ ওয়ার্ক প্রেসারের রাগটা যে দিনের পর দিন আমাদের একে অপরের থেকে দূরে নিয়ে যাবে আমি বুঝতে পারিনি। তখন তোর এত নিয়মকানুন আমার অসহ্য লাগতো । মনে হতো তুই আমাকে বুঝতে পারছিস না!
- আমি তো তোকে বার বার জিজ্ঞেস করেছি আমি, তোর কোথায় সমস্যা হচ্ছে, কেন তুই এমন বিহেভ করছিস...
- কিন্তু এতো কিছুর মাঝে বিশ্বাস কর আমার তোর প্রতি ভালোবাসা এক ফোঁটাও কমেনি, বেশ পরিস্থিতি দায়...
- কী অদ্ভুত তাই না , কেমন হঠাৎ করেই আমাদের মধ্যে কতো অমিল দেখা দিলো !
- আমরা কি সবটা নতুন করে শুরু করতে পারিনা?
- তার আগে যে সমস্যাটাকে গোঁড়া থেকে উপড়ে ফেলতে হবে! জব টা চেঞ্জ কর অনি , আমি তো আছি তুই ছবি আঁকাটা আবার শুরু কর বাবু। তোর স্বপ্নের দিকে তুই এগিয়ে যা ।
- বেশ বেশ সেই সব নহয় হবে , তবে আজ সপ্তমীর বিকেলে আমার প্যান্ডেল হপিংয়ের পার্টনার হবি?
- নিশ্চই স্যার!
- আবার শেই আগের মতন, হোল নাইট ঘুরে ঠাকুর দেখব, মাঝরাতে বিরিয়ানি খাবো!
- হ্যাঁ আর সাথে হজমের ওষুধ ।
- উফ তুইও না, রূপ সেই নীল রঙের শাড়িটা পড়বি?
- কোনটা?
- যেটাতে দেখে আমি প্রথম তোর প্রেমে ধপ্পাস করে পড়েছিলাম।
- জো হুকুম জান ।
পুজো মানে শুধুই হইচই না , পুজো মানে ভাঙনের মুখে থাকা সম্পর্ক কে পুনর্জীবিত করা । একে অপরের সাথে থেকে যাওয়া আদরে যত্নে ভালোবাসায়।
কলমে- #মহুল
ছবি- সংগৃহীত (Dm for credit)