
23/05/2024
#গল্প পড়লে #কন্নাচলেআসবে
'বিয়ের রাতেই মা বললো " অহনা তোর স্বামী কে
হাত করে নিবি। তোর কথায় যেনো উঠে বসে।
'চিন্তা করিওনা মা।
সেই ব্যবস্থা আমি ২/১ মাসের ভিতরেই করবো।
'তোর স্বামীকে বলবি আলাদা বাসা নিতে।
আলাদা খাইতে।
'হ্যাঁ।
এর পরে আমার স্বামী আমাকে নিজের বাড়িতে
নিয়ে আসতো। বাড়ি আসা মাত্রই দেখতে পেলাম
সবাই বেশ খুশি আমাকে পেয়ে।
'তো ফুল সজ্জার পরের দিন আমাকে খাবার টেবিলে নিয়ে যাওয়া হলো।
সেখানে যাওয়া মাত্রই আমার শাশুড়ি বলে উঠলো।
'বউমা এই নাও বাড়ির সব আলমারির চাবি।
আজ থেকে সব কিছু দেখার দায়িত্ব তোমার। আর হ্যা চাবিটা একটু ভালো করে রাখবে।
কারন আলমারিতে অনেক টাকা পয়সা সহো
গহনা আছে।
এতোদিন আমি দেখা শোনা করেছি এখন আমার একমাত্র ছেলের বউ দেখবে।
'মনে মনে ভাবলাম আমি তো এটাই চাচ্ছিলাম।
মেঘ-না চাইতেই বৃষ্টি।
খুশি মনে চাবিটা নিয়ে নিজের কাছে রেখে দিলাম।
'এর পরে এইভাবে দিন কাটতে লাগলো।
বাড়িতে আমি যেইটা বলি সেটাই সবাই শুনে।
আমি যা করতে বলি সবাই সেইটাই করে।
'এই দিকে আবার সবার চোখের আড়ালে টাকা চুরি করে মাকে পাঠাইতাম।
কেউ বুঝতেই পারতোনা।
এক-কথায় ভালোই যাচ্ছিলো দিন গুলি।
'একদিন ব্যালকনিতে এসে মায়ের সঙ্গে কথা বলছিলাম এই সব টাকা পয়সা নিয়ে।
গহনা নিয়ে।
'হঠাৎ পিছন থেকে কেউ একজন হাত তালি
দিতে থাকে। মুহূর্তেই পিছনে তাকিয়ে দেখি আমার স্বামী হাত-তালি দিচ্ছে।
'কি ব্যপার হাসিব হাত-তালি দিচ্ছো কেনো।
'কথাটি বলার সঙ্গেই আমার গালে কশে একটি
থাপ্পড় দিলো।
'ঠাসসস!
তাহলে তোর মনে এই কাহিনী চলতেছিলো।
তোকে আমার মা বিশ্বাস করে পুরো বাড়ির দায়িত্ব দিয়েছিলো আর সেই তুই।
'প্লিজজ আমাকে ক্ষমা করে দাও।
এমন ভূল আর কখনো করবোনা আমি।
'তোর কোন ক্ষমা নেই।
তোর মতো বিশ্বাস ঘাতক নারীর সঙ্গে এতোদিন থেকেছি এটাই বিশাল।
তোর বাবা মাকে ফোন দে। আমি তোকে ডিভোর্স দিবো। এখ মুহূর্তের জন্যে এখানে রাখতে চাইনা।
'এর পরে আমার স্বামী কে অনেক বুজাইলাম।
কিন্তু সে কোন ভাবেই বুজলোনা।
শেষ-মেষ আমাকে ডিভোর্স দিয়ে বুজিয়ে দিলো।
'আজ সংসার ভাঙ্গার ৭টি মাস হলো এখন বুজতেছি
আমি কি হারিয়েছি শুধুমাত্র মায়ের কথা শোনার জন্যে। এখন বুজতেছি একটি মায়ের সয়তানি কথার প্রভাব। এখন সত্যি বুজতেছি আমি কি সমরাজ্য হারিয়ে ফেলেছি।
'যদি জীবনে সুখে থাকতে চান তাহলে কখনো নিজের মায়ের বাজে কথা শুনবেন না।
যার প্রভাব আপনার সুন্দর জীবনটী নষ্ট করবে।
অনুগল্প: #আমার_সংসার