Mukti_Paki_Lucky_Moyna

  • Home
  • Mukti_Paki_Lucky_Moyna

Mukti_Paki_Lucky_Moyna এই পেজে সবসময় সবরকম গল্প দেয়া হয়ে থাকে। গল্প পড়তে পেজটি ফলো দিয়ে রাখুন! 👍

 #গল্প পড়লে  #কন্নাচলেআসবে 'বিয়ের রাতেই মা বললো " অহনা তোর স্বামী কে হাত করে নিবি। তোর কথায় যেনো উঠে বসে।'চিন্তা করিওনা...
23/05/2024

#গল্প পড়লে #কন্নাচলেআসবে
'বিয়ের রাতেই মা বললো " অহনা তোর স্বামী কে
হাত করে নিবি। তোর কথায় যেনো উঠে বসে।

'চিন্তা করিওনা মা।
সেই ব‍্যবস্থা আমি ২/১ মাসের ভিতরেই করবো।

'তোর স্বামীকে বলবি আলাদা বাসা নিতে।
আলাদা খাইতে।

'হ‍্যাঁ।
এর পরে আমার স্বামী আমাকে নিজের বাড়িতে
নিয়ে আসতো। বাড়ি আসা মাত্রই দেখতে পেলাম
সবাই বেশ খুশি আমাকে পেয়ে।

'তো ফুল সজ্জার পরের দিন আমাকে খাবার টেবিলে নিয়ে যাওয়া হলো।
সেখানে যাওয়া মাত্রই আমার শাশুড়ি বলে উঠলো।

'বউমা এই নাও বাড়ির সব আলমারির চাবি।
আজ থেকে সব কিছু দেখার দায়িত্ব তোমার। আর হ‍্যা চাবিটা একটু ভালো করে রাখবে।
কারন আলমারিতে অনেক টাকা পয়সা সহো
গহনা আছে।
এতোদিন আমি দেখা শোনা করেছি এখন আমার একমাত্র ছেলের বউ দেখবে।

'মনে মনে ভাবলাম আমি তো এটাই চাচ্ছিলাম।
মেঘ-না চাইতেই বৃষ্টি।
খুশি মনে চাবিটা নিয়ে নিজের কাছে রেখে দিলাম।

'এর পরে এইভাবে দিন কাটতে লাগলো।
বাড়িতে আমি যেইটা বলি সেটাই সবাই শুনে।
আমি যা করতে বলি সবাই সেইটাই করে।

'এই দিকে আবার সবার চোখের আড়ালে টাকা চুরি করে মাকে পাঠাইতাম।
কেউ বুঝতেই পারতোনা।
এক-কথায় ভালোই যাচ্ছিলো দিন গুলি।

'একদিন ব‍্যালকনিতে এসে মায়ের সঙ্গে কথা বলছিলাম এই সব টাকা পয়সা নিয়ে।
গহনা নিয়ে।

'হঠাৎ পিছন থেকে কেউ একজন হাত তালি
দিতে থাকে। মুহূর্তেই পিছনে তাকিয়ে দেখি আমার স্বামী হাত-তালি দিচ্ছে।

'কি ব‍্যপার হাসিব হাত-তালি দিচ্ছো কেনো।

'কথাটি বলার সঙ্গেই আমার গালে কশে একটি
থাপ্পড় দিলো।

'ঠাসসস!
তাহলে তোর মনে এই কাহিনী চলতেছিলো।
তোকে আমার মা বিশ্বাস করে পুরো বাড়ির দায়িত্ব দিয়েছিলো আর সেই তুই।

'প্লিজজ আমাকে ক্ষমা করে দাও।
এমন ভূল আর কখনো করবোনা আমি।

'তোর কোন ক্ষমা নেই।
তোর মতো বিশ্বাস ঘাতক নারীর সঙ্গে এতোদিন থেকেছি এটাই বিশাল।
তোর বাবা মাকে ফোন দে। আমি তোকে ডিভোর্স দিবো। এখ মুহূর্তের জন‍্যে এখানে রাখতে চাইনা।

'এর পরে আমার স্বামী কে অনেক বুজাইলাম।
কিন্তু সে কোন ভাবেই বুজলোনা।
শেষ-মেষ আমাকে ডিভোর্স দিয়ে বুজিয়ে দিলো।

'আজ সংসার ভাঙ্গার ৭টি মাস হলো এখন বুজতেছি
আমি কি হারিয়েছি শুধুমাত্র মায়ের কথা শোনার জন‍্যে। এখন বুজতেছি একটি মায়ের সয়তানি কথার প্রভাব। এখন সত্যি বুজতেছি আমি কি সমরাজ‍্য হারিয়ে ফেলেছি।

'যদি জীবনে সুখে থাকতে চান তাহলে কখনো নিজের মায়ের বাজে কথা শুনবেন না।
যার প্রভাব আপনার সুন্দর জীবনটী নষ্ট করবে।

অনুগল্প: #আমার_সংসার

 #পুরো_টা_পড়ুন  #বিয়ের_পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখল।চিঠি পড়ছেন তার বাবা-বাবা ফুলসজ্জা রাতে আমি বুঝতে পারি আমা...
23/05/2024

#পুরো_টা_পড়ুন
#বিয়ের_পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখল।
চিঠি পড়ছেন তার বাবা-
বাবা ফুলসজ্জা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে।কতরকম কথা দিল কথা নিল।সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই।আমি যখন কান্না করছিলাম তোমার জামাই শান্তনা দিচ্ছে আর বলছে ধুর পাগল এক বাবা মাকে ছেড়ে আসছ এখানে আর এক বাবা মা পেয়েছ।আমি আছি তোমার দেবর আছে ননদ আছে।তুমি কান্না করার সময়ই পাবে না দেখো।আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে।
তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারনে।বাবা,তুমি কেন এদের এখনো যৌতুক দিলে না?এই ৭টা পশুর জংগলে আমাকে কেন রেখে গেলে।বিয়ের পরেরদিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রি ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে মা'র সাথে কি আমি ঝগড়া করব? ও হ্যা, তার পরের দিন প্রথমবারের মত শাশুড়ি আমার মুখে চড় মারল। বাবা তুমি কি কখনো আমাকে গায়ে হাত দিয়েছ? মা হাত দিয়েছে?আমি কান্না করে তোমার জামাই কে সব বললাম সে সন্ধ্যা নাগাদ ফিরল ঘরে।সে আমাকে খানকি মাগি বলে বলল এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে বল।
বাবা তুমি কিছু একটা কর।
মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে। একমাত্র মেয়ে তার। যৌতুক কোথা থেকে দিবে কিছুই যে নেই তার।
#মেয়ে_রুপবতী_দেখে নিয়ে গেল আর এখন আমার মেয়েটাকে মারধর করছে।মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে।
াস পর আর একটি চিঠি এলো-
বাবা,কতদূর কি করলে।আমি এতো মাইর আর সহ্য করতে পারছি না।শশুড় নোংরা নোংরা কথা বলে।শাশুড়ি যখন গায়ে হাত দিচ্ছে।দু বেলস খাচ্ছি। ভালো কিছু দিন ভর রাঁধছি কিন্তু কিছুই এরা খেতে দিচ্ছে না।বাবা তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে। মাংস ও নিয়ে আসবে। এসব এখানে আমি রান্না করি কিন্তু খেতে দেয় না। বলে বাপ কে বল কিনে আনতে। তারপর খাবি। ও বাবা ওবাবা কবে আসবে? কতদিন তোমাদের দেখিনা। বাবা আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেওনা।
মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে।
#দুইদিন পর আরও একটা চিঠি এলো-
বাবা তুমি জানো আজ আমাকে ৬জন মিলে মেরেছে।আমি দুইদিন উঠানে পড়ে আছি। কেউ ডাকেনি।তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে। নাকে ঘুষি দিয়েছে। রক্ত জমে গেছে।দম নিতে কষ্ট হচ্ছে। দেবর আর ননদ ধরে রেখেছে। শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি।আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না।ছাইচাপা চুলার মত। ভিতরেই থেকে যায়। বাবা আমি এখন ভাতের থেকে মাইর বেশি খাই। বাবা এ তুমি কোথায় রেখে গেলে?বাবা যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো।
২০দিন পর আর একটি চিঠি এলো-
#বাবা হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। আমি আর মাইর সহ্য করতে পারছি না। সারা গায়ে রক্ত জমে গেছে।
মেয়ের বাবা তার বসত-ভিটা সব কিছু বিক্রয় করে মেয়ের বাড়ি আজ যাচ্ছে।বাবা তার আজ খুব খুশি।ইলিশ, মাংস, তরিতরকারি যা যা নেওয়ার সব নিয়ে হাস্যউজ্জল চোখ মুখ করে মেয়ের শশুড় বাড়ি যাচ্ছে।
#যৌতুকের_টাকা নিয়ে বাবা উপস্থিত। অনেক দিন পর আজ মেয়েকে দেখবে। মনের উল্লাস আসমানচুম্বি।
দরজা ধাক্কা দিয়ে দেখে কোলেপিঠে করে বড় করা,, আদরের মামুনি আজ দঁড়িতে ঝুলছে!
> #বিবেক_জাগ্রত_হোক -
বন্ধ হোক এই অমানুষিকতা.....
ধিক্কার জানায় এমন কাপুরুষদের যারা #যৌতুক_লোভী।

মাগো কত করেছি দুষ্টমি"শুনিনি তোমার কথা,তাই বুঝি তুমি চলে গেলে''মোরে করে একেলা।মাগো তোমার মত কেউ ডাকে না খোঁকা-খোঁকা,গল্প...
19/05/2024

মাগো কত করেছি দুষ্টমি"শুনিনি তোমার কথা,
তাই বুঝি তুমি চলে গেলে''মোরে করে একেলা।
মাগো তোমার মত কেউ ডাকে না খোঁকা-খোঁকা,
গল্প-ছড়া কেউ শুনাই না "দেখাই না চাঁদ-তারা৷

মাগো,তুমি যেদিন চলে গেলে অভিমানটি করে,
নতুন মাকে-বাবা আবার আনলো তুলে ঘরে-
নেয় না কোলে,দেয় না খেতে তোমার মতো করে,
তুমি বুঝি রাগ করেছো তাই আসো না ফিরে।

দ্যাখো-মা,তোমার মতো বাবাও এখন রাগ করেছে,
আমার খোঁজ রাখে না,সদাই-খেলনা এনে দেয় না,
বলো না মা,আমি কি এমন দোষ করেছি-এতই যদি
রাগ করো,তবে আমিও চলে যাব কোথাও রাগ করে।

সেদিন আমার মতো তুমিও খুঁজে-বেড়াবে কাঁদবে,
আমিও তোমার মত লুকাবো গিয়ে মাটির ঘরে'তে।
এখন যেমন তুমি দেখেও আসছো না কাছে একটুও;
আমিও তেমন করে দূর যাব''আর আসব না কখনও।

কবিতাঃ সন্তানের অভিমান।
লেখকঃ লাকি ভাই

মেয়ে — এইসব কি ?😢ছেলে — কোন সব ?🙄মেয়ে — In a relationship দিলা কেন ?ছেলে — প্রেম করছি তাই ।মেয়ে — মানে কি ?ছেলে — বাং...
19/05/2024

মেয়ে — এইসব কি ?😢
ছেলে — কোন সব ?🙄
মেয়ে — In a relationship দিলা কেন ?
ছেলে — প্রেম করছি তাই ।
মেয়ে — মানে কি ?
ছেলে — বাংলা কথা বুঝো না ?
মেয়ে — বুঝি তো ।
ছেলে — আমি তো বাংলাতেই
বলেছি ।
মেয়ে — প্রেম করছো মানে কি ?
ছেলে — প্রেম করছি মানে প্রেম
করছি ।
মেয়ে — আজব ।
ছেলে — আজব এর কি পেলে ?
আমি প্রেম
করতে পারি না নাকি ?
মেয়ে — কার সাথে ?
ছেলে — তা তো বলবো না ।
মেয়ে — কেন ?
ছেলে — তুমি আমার কে হও
যে তোমাকে বলতে হবে ?
মেয়ে — আমি তোমার কেও হই না ?
ছেলে — না ।
মেয়ে — প্লিজ
ফাইজলামি করো না ।
ছেলে — ফাইজলামি করবো কেন ?
মেয়ে — সত্যিই প্রেম করছো ?
( কান্না কান্না ভাব)
ছেলে — হুম সত্যি ।
মেয়ে — এইবার
কেঁদে দিবো কিন্তু ।
ছেলে — কেন ?
মেয়ে — ভালবাসি ।
ছেলে — কাকে ?
মেয়ে — উঁহু । তোমাকে ।
ছেলে — কেন ?
মেয়ে — জানিনা ।
ছেলে — কিন্তু এখন তো আর কিছু
করার নেই

মেয়ে — সত্যিই ভালবাসি ।
ছেলে — এতো দিন বলো নাই কেন ?
মেয়ে — সাহস হয় নি ।
ছেলে — এখন
সাহসটা কোথা থেকে আসলো ?
মেয়ে — এখন তো তুমি অন্যের।
ছেলে — হুম ।
মেয়ে — কি হুম ..?
ছেলে — ভালবাসি ।
মেয়ে — কাকে ?
ছেলে — শুধু তোমাকে ।
মেয়ে — আর ঐ মেয়েটা ?
ছেলে — কোন মেয়েটা ?
মেয়ে — তোমার প্রেমিকা ।
ছেলে — ধুর ,, বোকা মেয়ে ।
মেয়ে — মানে ?
ছেলে — ওটা মিথ্যে ।
মেয়ে — অহেতুক কেন
মিথ্যে বললে ?
(আবেগী অশ্রু)
ছেলে — তোমার মনের
কথাটা জানার জন্য ।
মেয়ে — তুমি খুব খারাপ । খুব
খুব খুব খারাপ ।
ছেলে — তুমি খুব ভালো । খুব খুব
খুব
ভালো ।
মেয়ে — তুমি একটা পাগল ।
ছেলে — তুমি একটা পাগলি ।
মেয়ে — তুমি আমার পাগল ।
ছেলে — তুমি আমার পাগলি......🥰🥰

15/10/2023

★বাঁকুড়া জেলার , তালডাংরা থানার অন্তর্গত রাজপুর গ্রামের শোকের ছায়া নেমে এসেছে ,একই পরিবারের দুই ছোট বাচ্চা , প্রথমে ছোট্ট ভাই জলে ডুবে হাবুডাবু খায় সেই সময় ছোট ভাইকে বাচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয় । 😭

#বাঁকুড়া

#তালডাংরা

#রাজপুর_গ্রাম

10/10/2023

যেমন শিক্ষাবেন তেমন শিক্ষাবে। ( Jemn Sikhaben Temn Sikabe)

**iLuckyMoyna My FB 🆔
YouTube channel

08/10/2023

বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর থানা এলাকার বাঁকাদহের সন্নিকট হেতাগোড়া গ্রামের দুই যুবক সিকিমে কাজ করতে গিয়ে নিখোঁজ আজ কয়েকদিন তাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না ফলে বাড়ির লোকজন্ খুব চিন্তিত। তাঁরা প্রশাসনের কাছে জানাতে গেয়ে তারা কোনো কনপাত করেননি এই অবস্থা কোন পথনা পেয়ে তারা। ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে তার পর লোকাল থানা প্রশাসন এসে অবরেধ কারিদের। বুঝিয়ে বলেও আশ্বস্ত করে এর ফলে অবরেধ উঠে যায়?

**iluckymoyna My FB I'd👉 My YouTube channel👉

01/10/2023

30/09/2023

আমাদের বিশ্বনবী জম্ম দিন ( রাজপুর নবী দিবস যুবক জলসা কমিটি 28/09/2023 Follow me please

**iLuckyMoyna My FB
My YouTube channel

29/09/2023

উচ্চ বংশের পরী আমি টাইটেল খানদানি 𝙉𝙚𝙬 𝙒𝙝𝙖𝙩𝙨 𝙎𝙩𝙖𝙩𝙪𝙨

Follow me # FB ID #

24/09/2023

Neymar Sir Futbol King 🥰

# Neymar Sir Futbol King Follow me

05/09/2023

Futbol ❤⚽⚽❤❤❤

P**i Lucky Moyna # New Futbol What's Status ❤❤❤🖐⚽⚽

02/09/2023

My New Edit Only Futbol Lover 😍😍😍

# Mukti p**i Lucky Moyna # New Futbol Loverder What's Status # Bankura Chele #

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukti_Paki_Lucky_Moyna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukti_Paki_Lucky_Moyna:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share