
25/03/2025
বিয়ের পিঁড়িতে বসার আগে ভালোবাসার মানুষের সাথে কথা বলার সময় কাঁদতে থাকা মেয়েটিও একদুই সপ্তাহ পেরোতে না পেরোতেই ফেসবুকের টাইমলাইনে নব্য স্বামীর সাথে ছবি তুলে ক্যাপশন দেয় আমি তোমারও বিরহে রহিবো বিলিন তোমাতে করিব বাস।।-)
ওপাশে ব্যার্থ প্রেমিক মরতে গিয়ে না মরে ফিরে আসবে এই ভেবে যে আত্নহত্যা করে কি হবে যে গেছে তার অস্তিত্বতো ওখানেই শেষ!ঠিক কিছুদিন পর সেই ছেলেটাই দেখবে বিয়ে করে ঠিকই নব্য বউকে নিয়ে হানিমুন এ গিয়ে হ্যাশট্যাগ কাপলস লিখে ছবি আপলোড করে দেয়!!-)
আসলে ব্যাপারটা হচ্ছে আমরা মূলত সবাই একটা সময়ে গিয়ে সব মেনেনী আর মেনে নিতে না পারলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করি!কেউ একটু আগে নী তো কেউ একটু পরে কমবেশি মেনে কিন্তু সবাই নি সময়ের পরিক্রমায় সকল স্মৃতি একদিন কেটে যায় প্রিয় মানুষের চেহারাটা আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যায় আমরা পুনরায় আবার ভালো থাকা শুরু করি,আমরা ভালো থাকি নতুন কারো সাথে নতুন কারো কাছে দিনশেষে ভালো কিন্তু আমরা কমবেশী সবাই থাকি!!-)
তবুও কিছু একটা থেকে যায় আমাদের বিচ্ছেদ হয়, চিরচেনা মানুষটিও একটা সময় পর অচেনা হয়ে যায় কবিতার লাইন থেকে প্রিয় নামটি কেটে প্রাক্তন সম্বোধন পায় তারপর কমবেশি আবার আমরা নতুন একটা সম্পর্কে যড়ায়।কিন্তু তার পরেও আমাদের সাথে কিছু একটা থেকে যায়
হ্যাঁ কিছু একটা এই কিছু একটা হতে পারে,স্মৃতি অথবা মায়া!!-)
এভাবেই সময়ের পরিক্রমায় একদিন সবকিছু
ঠিক হয়ে যায়।হ্যাঁ একদিন সবকিছু ঠিক হয়ে যায় ঠিক যেমন শীতে শুকিয়ে থেমে থাকা নদী বর্ষা এলেই ভর্তি হয়ে যায় ঠিক তেমনি সব শূন্যস্থান একদিন ঠিক পূরণ হয়ে যায় শুধু কিছুটা সময়ের পার্থক্য হ্যাঁ শুধু কিছুটা সময়ের পার্থক্য !!-🙂
-লেখক:-তুষার কান্তি মন্ডল
ছবি-সংগৃহীত