তুষার কান্তি মন্ডল

তুষার কান্তি মন্ডল কিছু ধ্বংসের নীচে কিছু সঞ্জীবনী চাপা থাকে। ♥️
(1)

বিয়ের পিঁড়িতে বসার আগে ভালোবাসার মানুষের সাথে কথা বলার সময় কাঁদতে থাকা মেয়েটিও একদুই সপ্তাহ পেরোতে না পেরোতেই ফেসবুক...
25/03/2025

বিয়ের পিঁড়িতে বসার আগে ভালোবাসার মানুষের সাথে কথা বলার সময় কাঁদতে থাকা মেয়েটিও একদুই সপ্তাহ পেরোতে না পেরোতেই ফেসবুকের টাইমলাইনে নব্য স্বামীর সাথে ছবি তুলে ক্যাপশন দেয় আমি তোমারও বিরহে রহিবো বিলিন তোমাতে করিব বাস।।-)

ওপাশে ব্যার্থ প্রেমিক মরতে গিয়ে না মরে ফিরে আসবে এই ভেবে যে আত্নহত্যা করে কি হবে যে গেছে তার অস্তিত্বতো ওখানেই শেষ!ঠিক কিছুদিন পর সেই ছেলেটাই দেখবে বিয়ে করে ঠিকই নব্য বউকে নিয়ে হানিমুন এ গিয়ে হ্যাশট্যাগ কাপলস লিখে ছবি আপলোড করে দেয়!!-)

আসলে ব্যাপারটা হচ্ছে আমরা মূলত সবাই একটা সময়ে গিয়ে সব মেনেনী আর মেনে নিতে না পারলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করি!কেউ একটু আগে নী তো কেউ একটু পরে কমবেশি মেনে কিন্তু সবাই নি সময়ের পরিক্রমায় সকল স্মৃতি একদিন কেটে যায় প্রিয় মানুষের চেহারাটা আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যায় আমরা পুনরায় আবার ভালো থাকা শুরু করি,আমরা ভালো থাকি নতুন কারো সাথে নতুন কারো কাছে দিনশেষে ভালো কিন্তু আমরা কমবেশী সবাই থাকি!!-)

তবুও কিছু একটা থেকে যায় আমাদের বিচ্ছেদ হয়, চিরচেনা মানুষটিও একটা সময় পর অচেনা হয়ে যায় কবিতার লাইন থেকে প্রিয় নামটি কেটে প্রাক্তন সম্বোধন পায় তারপর কমবেশি আবার আমরা নতুন একটা সম্পর্কে যড়ায়।কিন্তু তার পরেও আমাদের সাথে কিছু একটা থেকে যায়
হ্যাঁ কিছু একটা এই কিছু একটা হতে পারে,স্মৃতি অথবা মায়া!!-)

এভাবেই সময়ের পরিক্রমায় একদিন সবকিছু
ঠিক হয়ে যায়।হ্যাঁ একদিন সবকিছু ঠিক হয়ে যায় ঠিক যেমন শীতে শুকিয়ে থেমে থাকা নদী বর্ষা এলেই ভর্তি হয়ে যায় ঠিক তেমনি সব শূন্যস্থান একদিন ঠিক পূরণ হয়ে যায় শুধু কিছুটা সময়ের পার্থক্য হ্যাঁ শুধু কিছুটা সময়ের পার্থক্য !!-🙂

-লেখক:-তুষার কান্তি মন্ডল
ছবি-সংগৃহীত

সবাই মিথ্যে রংয়ের খেলা করে।। 🥀
14/03/2025

সবাই মিথ্যে রংয়ের খেলা করে।। 🥀

যে মানুষটা আমার সে আমারই অবহেলায় অনাদরে অসময়ে বিপদে আপদে সফলতায় উচ্ছ্বাসে সে আমারই। তাকে ভালো রাখার জন্য নিজের ব্যক্ত...
13/03/2025

যে মানুষটা আমার সে আমারই অবহেলায় অনাদরে অসময়ে বিপদে আপদে সফলতায় উচ্ছ্বাসে সে আমারই। তাকে ভালো রাখার জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে হয়না তার মন ভালো করার জন্য আমাকে নিয়মিত ক্যাফে অথবা বড় কোন রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়না।তারই দশ টাকার ফুচকাতেই মন ভরে যায়।তার মনে ভালোবাসার জোয়ার তোলার জন্য রচনা টাইপের মেসেজ দিতে হয়না সে আমার ছোট্ট একটি শব্দ তেই আমাকে ফিল করে নেই। সে আমাকে ঘন্টায় দশবার আই লাভ ইউ বলেনা তবে বাইরে কোথাও গেলে সাবধানে যেও সময় করে খেয়ে নিও বলতে কখনো ভোলেনা। কারণ সে মানুষটা আমাকে ফিল করতে পারে।আমার মনের সমস্ত নীরবতা এক মুহূর্তেই ছুঁড়ে ফেলে দিতে জানে- আমি ভেঙে চুরমার হয়ে গেলে আমাকে সাহস দিতে জানে।এই সাড়ে ৭০০ কোটি মানুষের ভিড়ে সে আমাকে তার জগতের পৃথিবী বানিয়ে রাখে। তাইতো কে যেন বলেছিল একজন দেখন দাড়ি প্রেমিকার থেকে সৎ এবং নিষ্ঠাবান প্রেমিকা অনেক সুন্দর খাতায় কলমে নয় বাস্তবে তাইতো, যার যে জীবনে এমন প্রেমিকা আছে সেটা ঈশ্বর প্রদত্ত তাকে আগলে রেখো অনেক অনেক ভালবেসো।। ❤️🥀

কবি: তুষার কান্তি মন্ডল

তুমি অবহেলা ছুড়ে দিলে আমি ভালোবাসাভেবে কুড়িয়ে নি।লেখা - তুষার কান্তি মন্ডলছবি - Umi Naha
12/03/2025

তুমি অবহেলা ছুড়ে দিলে আমি ভালোবাসা
ভেবে কুড়িয়ে নি।

লেখা - তুষার কান্তি মন্ডল
ছবি - Umi Naha

.কত কিছু শিখছি কত কিছু ভুল করে,কতশত মানুষের রূপ পাল্টায় সময়ের চোরা স্রোতে।কবি: তুষার কান্তি মন্ডল
02/03/2025

.কত কিছু শিখছি কত কিছু ভুল করে,
কতশত মানুষের রূপ পাল্টায় সময়ের চোরা স্রোতে।

কবি: তুষার কান্তি মন্ডল

শূন্যতায় নয়, মানুষ মূলত পূর্ণতায় বদলে যায়।লেখা: তুষার কান্তি মন্ডল📷: অর্পিতা🌼
26/02/2025

শূন্যতায় নয়, মানুষ মূলত পূর্ণতায় বদলে যায়।

লেখা: তুষার কান্তি মন্ডল
📷: অর্পিতা🌼

যতই হাওয়ায় উড়ছো তুমিমাটি তোমায় ছুঁতেই হবে।মগ ডালের পাতাকেও দেখি বেলা শেষে মাটিই দেখে।কবি:তুষার কান্তি মন্ডল         ...
22/02/2025

যতই হাওয়ায় উড়ছো তুমি
মাটি তোমায় ছুঁতেই হবে।
মগ ডালের পাতাকেও দেখি
বেলা শেষে মাটিই দেখে।

কবি:তুষার কান্তি মন্ডল

#বাংলাদেশ #বাংলা #কবিতা

লেখা : প্রবর রিপন ক্যালিগ্রাফি : ফারিয়া হাসান
22/02/2025

লেখা : প্রবর রিপন
ক্যালিগ্রাফি : ফারিয়া হাসান

- আচরনে যত্ন বোঝা যায়, যত্ন বোঝা যায় শব্দে, অশব্দে, বাক্য কিংবা নীরবতায় .!' 🩷
22/02/2025

- আচরনে যত্ন বোঝা যায়, যত্ন বোঝা যায় শব্দে, অশব্দে, বাক্য কিংবা নীরবতায় .!' 🩷

তোমাকে যে ছেড়ে গেছে তাকেও কেও ছাড়বে!শুধু একটু ধৈর্য ধরো সময় সবকিছু মনে রাখবে!-কলমে: তুষার কান্তি মন্ডল☘️📸:অর্পিতা
21/02/2025

তোমাকে যে ছেড়ে গেছে তাকেও কেও ছাড়বে!
শুধু একটু ধৈর্য ধরো সময় সবকিছু মনে রাখবে!-

কলমে: তুষার কান্তি মন্ডল☘️
📸:অর্পিতা

যাবার বেলায়।। ❤️🥀
20/02/2025

যাবার বেলায়।। ❤️🥀

Address

Bolpur

Alerts

Be the first to know and let us send you an email when তুষার কান্তি মন্ডল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুষার কান্তি মন্ডল:

Share