Islamic world

Islamic world بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
(2)

কবর বলে আমি দুনিয়ার কেনো রাজা বাদশাহকে চিনি না          আমি ধনী গরীব চিনি না । আমি শুধু চিনি ঈমান আর আমল ,,,,,,,
14/11/2024

কবর বলে আমি দুনিয়ার
কেনো রাজা বাদশাহকে চিনি না
আমি ধনী গরীব চিনি না ।
আমি শুধু চিনি ঈমান আর আমল ,,,,,,,

যখন আপনি বুঝতে পারবেন আল্লাহ ছাড়া আপনার কেউ নেই, তখন আপনি এটাও বুঝবেন আল্লাহকে পেলে আপনার আর কোন কিছুরই দরকার নেই।আলহাম...
11/11/2024

যখন আপনি বুঝতে পারবেন আল্লাহ ছাড়া আপনার কেউ নেই, তখন আপনি এটাও বুঝবেন আল্লাহকে পেলে আপনার আর কোন কিছুরই দরকার নেই।
আলহামদুলিল্লাহ

05/11/2024

﷽Assalamualaikum﷽
✅ 🩷মনে বিশ্বাস রেখে 🩷✅
🩵𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিবেন 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 🩵
🩶পাবেন ১০০% কথা দিলাম🩶
💜✅🪸ইনশাআল্লাহ.! 💕💜﷽
বিশ্বাস করে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 ✅
দিন একটু দেরী হলেও ♥️♥️✅✅
✅✅❇️বিশ্বাসের মর্যাদা রাখবো। ইনশাআল্লাহ!❇️✅✅

28/09/2024

The Quran's
Surah Al Mulk.

11/05/2024

ফরজ সালাতের পরের দোয়া ও জিকির

উচ্চারণঃ আল্লাহু আকবার।
অর্থঃ আল্লাহ সবচেয়ে বড়। (সহীহ বুখারি, হাঃ ৮৪২)

(আসতাগফিরুল্লাহ, তিন বার)

অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

(নিন্মোক্ত দোয়া এক বার)
উচ্চারণঃ আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু, তাবারাকতা ইয়া যালজালালি ওয়াল ইকরাম। ①

অর্থঃ হে আল্লাহ! তুমিই শান্তি আনায়নকারী। তোমার নিকট হতেই শান্তি আসে। হে পরাক্রম ও সম্মানের অধিকারী! তুমি বারকাত ও প্রাচুর্যময়। (তিরমিজি, হাঃ ৩০০)

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারিকালাহু, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়য়িন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'ত্বয়তা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফায়ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। ②

অর্থঃ এক আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই, সার্বভৌমত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য, তিনি সব কিছুর উপরই ক্ষমতাশীল। হে আল্লাহ্! আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই, আর আপনি যা রোধ করেন তা প্রদান করার কেউ নেই। আপনার নিকট (সৎকাজ ভিন্ন) কোন সম্পদশালীর সম্পদ উপকারে আসে না। (সহীহ বুখারি, হাঃ ৮৪৪)

উচ্চারণঃ আল্লাহুম্মা আয়িন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ③

অর্থঃ হে আল্লাহ! আপনার জিকির করা, শুকরিয়া আদায় করা এবং উত্তম ইবাদত করার ক্ষেত্রে আমাকে সাহায্য করুন। (আবু দাউদ, হাঃ ১৫২২)

আয়াতুল কুরসি পাঠ করাঃ
উচ্চারণঃ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হায়য়ুল কায়য়ুমু লা তা’খুযুহু সিনাতুও ওয়ালা নাওমুন লাহু মাফিস সামাওয়াতি ওয়ামাফিল আরদি মান যাল্লাযি ইয়াশফায়ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বায়না আয়দিহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশায়য়িম মিন ইলমিহি ইল্লা বিমাশাআ ওয়াসিয়া কুরসিয় উহুস সামাওয়াতি ওয়াল আরদা, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়-উল আজিম। ④

অর্থঃ আল্লাহ্, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাঁহারই। কে সে, যে তাঁহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করিবে? তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত। যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাঁহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না। তাঁহার কুরসী' আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত; ইহাদের রক্ষণাবেক্ষণ তাঁহাকে ক্লান্ত করে না; আর তিনি মহান, শ্রেষ্ঠ। (সূরা বাক্বারাহ, আয়াতঃ ২৫৫)

আবু উমামা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া তার জন্য জান্নাতে প্রবেশ করা থেকে বাধা প্রদান করার মতাে কোন কিছু থাকবে না। (বুলুগুল মারাম, হাঃ ৩২৬)

(সুবহানাল্লাহ) ৩৩ বার, (আলহামদু লিল্লাহ) ৩৩ বার, (আল্লাহু আকবার) ৩৩ বার এবং একবার।

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়য়িন ক্বাদির। ⑤

অর্থঃ আল্লাহ ছাড়া কোন প্রকৃত উপাস্য নেই। তিনি একক, তার কোন শরিক নেই। সমস্ত রাজত্ব তার জন্য এবং সমস্ত প্রশংসাও তার জন্য। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। (সহীহ মুসলিম, হাঃ ১২৩৯)

আবু হুরাইরা (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর ৩৩ বার 'সুবহানাল্লাহ' ৩৩ বার 'আলহামদুলিল্লাহ' ৩৩ বার 'আল্লাহু আকবার' পড়ে এবং ১০০ বার পূর্ণ করার জন্য একবার উক্ত দোয়াটি পড়ে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়।

11/05/2024

ইস্তিখারার দোয়া::::

হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) আমাদেরকে প্রত্যেক কাজেই ইসতিখারা (তথা কল্যাণ কামনার নামাজ ও দোয়া) শিক্ষা দিতেন, যেরূপ আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলেন, যখন তোমাদের কেউ কোনো কাজ করার ইচ্ছা করে, তখন সে যেন ফরজ সালাত ব্যতীত দুই রাকআত নফল নামাজ পড়ে, অতঃপর এই দোয়া পড়ে।

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসতাখিরুকা বিইলমিকা ওয়া আসতাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আজিমি ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তালামু ওয়া লা আলামু ওয়া আনতা আল্লামুল গুয়ুবি; আল্লাহুম্মা ইন কুনতা তালামু আন্না হাজাল আমরা খাইরুন লি ফি দ্বীনি ওয়া মায়িশাতি ওয়া আক্বিবাতি আমরি ফি আঝিলি আমরি ওয়া আঝিলিহি ফাইয়াসসিরহু লি ছুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তালামু আন্না হাজাল আমরা শাররুন লি ফি দ্বীনি ওয়া মায়িশাতি ওয়া আক্বিবাতি আমরি ফি আঝিলি আমরি ওয়া আঝিলিহি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াক্বদুরলিয়াল খাইরা হাইছু কানা ছুম্মা আরদ্বিনি বিহি।
অর্থঃ হে আল্লাহ! আমি তোমার জ্ঞানের সাহায্য চাইছি, তোমার শক্তির সাহায্য চাইছি এবং তোমার মহান অনুগ্রহ চাইছি। তুমিই শক্তি ও ক্ষমতার অধিকারী, আমার কোনো ক্ষমতা নেই। তুমি অফুরন্ত জ্ঞানের অধিকারী, আমার কোনো জ্ঞান নেই। তুমি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণরূপে ও সম্যকভাবে জানো। হে আল্লাহ! তুমি যদি এ কাজটি আমার জন্য, আমার দ্বীনের দৃষ্টিকোণ থেকে, আমার জীবন যাপনের ব্যাপারে এবং আমার কাজের পরিণামের দিক থেকে অথবা আমার দুনিয়া ও আখিরাতের ব্যাপারে ভালো মনে কর; তবে তা আমার জন্য নির্দিষ্ট করে দাও এবং আমার জন্য সহজ করে দাও। পক্ষান্তরে তুমি যদি এ কাজটি আমার জন্য আমার দ্বীনের দৃষ্টিকোণ থেকে, আমার জীবন যাপনের ব্যাপারে এবং আমার কাজকর্মের পরিণামের দিক থেকে অথবা আমার ইহকাল-পরকালের ব্যাপারে ক্ষতিকর মনে কর; তবে তুমি সে কাজটি আমার থেকে দূরে সরিয়ে দাও। আর আমাকে তা থেকে বিরত রাখ। আর যাতে আমার জন্য ভাল ও উপকার আছে তা আমার জন্য নির্ধারিত করে দিন। (তিরমিজি, হাঃ ৪৮০)

» এ দোয়া তিনবার পাঠ করে ঘুমাবে এবং দুআর যেখানে 'হাজাল আমরা' শব্দটি আসবে, সেখানে মনে মনে যে কাজটির বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছে সেটি উচ্চারণ করবে আরবীতে বা মনে মনে সে বিষয়টি ভেবে নিবে।

11/05/2024

কি কি দোয়া করবেন::::::

» নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবেন।
» গুনাহ থেকে বেছে থাকার জন্য দোয়া করবেন।
» আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য দোয়া করবেন।
» সুন্নাহ মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» আল্লাহর হুকুম মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন।
» ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করবেন।
» মােনাফেকি থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
» নিজের পরিবারবর্গের জন্য দোয়া করবেন।
» পিতামাতার জন্য দোয়া করবেন।
» সন্তান সন্ততির জন্য দোয়া করবেন।
» সন্তান সন্ততি স্বামী-স্ত্রী নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন।
» বদ নজর থেকে বাচার জন্য দোয়া করবেন।
» বিপদ, বলা মছিবত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» বিদাত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» শিরক থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» লােক দেখানাে ইবাদত থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
» ঈমান বৃদ্ধির জন্য দোয়া করবেন।
» ঈমানী শক্তি বৃদ্ধির জন্য দোয়া করবেন।
» সকল অবস্থায় খাটি ঈমানদার হয়ে থাকার জন্য দোয়া করবেন।
» ঈমানী মৃত্যুর জন্য দোয়া করবেন।
» বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
» জান্নাতুল ফিরদাউস এর জন্য দোয়া করবেন।
» জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» ইসলামের সম্প্রসারণে নিজের সামিল হওয়ার জন্য দোয়া করবেন।
» ইসলামের জন্য বুককে সম্প্রসারণ করার জন্য দোয়া করবেন।
» আপনার প্রয়ােজন পুরনের জন্য দোয়া করবেন।
» রােগমুক্তির জন্য দোয়া করবেন।
» হালাল রিজিক সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» হারাম কাজ থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» সহজে ঋণ পরিশােধ হওয়ার জন্য দোয়া করবেন।
» কাফেরদের উৎপীড়ন থেকে নিরাপদ থাকার দোয়া করবেন।
» নিজেকে অন্যের উপর বােঝা স্বরূপ না হওয়ার দোয়া করবেন।
» অন্যের কাছে অপদস্ত না হওয়ার দোয়া করবেন।
» ঈমানী মৃতযুর জন্য দোয়া করবেন।
» বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
» জান্নাতুল ফিরদাউস এর জন্য দোয়া করবেন।
» জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» সকাল বিকাল জিকির করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» প্রতিদিন কোরান তিলওয়াত করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» নবীজীর শাফায়াত নসীব হওয়ার জন্য দোয়া করবেন।
» দজ্জালের ফিতনা থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» সকল রকম ফিতনা থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» মনে যাতে মুমিনদের প্রতি হিংসা উৎপাদন না হয় সে জন্য দোয়া করবেন।
» সন্তান সন্ততি স্বামী-স্ত্রী নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন।
» স্বামী স্ত্রীর মধ্যে সু-সম্পর্ক বজায় থাকার জন্য দোয়া করবেন।
» সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন।
» ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» ছেলে মেয়েরা যাতে ইসলামের উপর থাকে সেজন্য দোয়া করবেন।
» আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করবেন।
» যারা আপনার কাছে দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করবেন।
» যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
» ইসলামের পথে থাকা সহজ জন্য দোয়া করবেন।
» ইসলামের সঠিক পথে থাকার জন্য দোয়া করবেন।
» ইসলামের সম্প্রসারণের জন্য দোয়া করবেন।

11/05/2024

দোয়া কবুলের উত্তম সময় ::::::

দুনিয়ায় সকল মানুষই আল্লাহ নিকট মুখাপেক্ষী। বান্দার সুস্থ্য জীবন-যাপন আল্লাহর একান্ত অনুগ্রহ। আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা এক কদমও চলতে পারে না। সেই মহা মনিবের দরবারে প্রত্যেক বান্দারই রয়েছে একান্ত চাওয়া-পাওয়া। এ চাওয়া-পাওয়া কবুলের জন্য রয়েছে একান্ত কিছু সময়। যা এখানে তুলে ধরা হলো-

» শেষ রাত্রির (রাত্রির তৃতীয় ভাগ তথা তাহাজ্জুদ নামাজের সময়) মধ্য ভাগ।
» লাইলাতুল ক্বদরের রাত্রি।
» আজান ও একামতের মধ্যবর্তী সময়।
» পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর।
» প্রত্যেক রাত্রের দ্বি-প্রহরের পর কিছু সময়।
» জুমার দিবসের কিছু সময়। আর তা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়।
» জুমার খুতবা থেকে জুমার নামাজের জামাতের সময় পর্যন্ত।
» বৃষ্টি বর্ষণের সময়।
» আল্লাহর পথে বেরিয়ে যুদ্ধের জন্য কাতারবন্দী হয়ে অগ্রসর হওয়ার সময়।
» পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের আজানের সময়।
» অযু অবস্থায় ঘুমিয়ে অতপর রাত্রিতে জাগ্রত হয়ে দোয়া করা।
» রমজান মাসে দোয়া করা।
» সেজদারত অবস্থায় দোয়া করা।
» জমজমের পানি পান করার সময়ের দোয়া করা।
» আরাফাতের দিনের দোয়া।
» জিলহজ মাসের প্রথম ১০ দিনের দোয়া।
» ইফতারির আগের দোয়া।

পরিশেষে রমজান মাস ও লাইলাতুল ক্বদর ব্যতিত সারা বৎসরই আমরা উক্ত সময়গুলোতে আল্লাহর কাছে আমাদের মনের একান্ত চাওয়া-পাওয়াগুলো নিবেদন করতে পারি। হাদিসের আলোকে আল্লাহ তাআলা তা গ্রহণ করার জন্য বান্দাকে প্রত্যেক রাতে আহ্বান করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উক্ত সময়ে তাঁর কাছে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

11/05/2024

যাদের দোয়া কবুল হয়

দোয়া বা প্রার্থনা দুনিয়া ও আখিরাতের সমস্যা সমাধানের অন্যতম মাধ্যম। তবে দোয়া হতে হবে সঠিক পন্থায়। চাইতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট। তাই মানুষের সমস্যা সমাধানে বেশি বেশি দোয়া করলে আল্লাহ খুশি হন। আল্লাহ তায়ালা বলেছেন, আমাকে ডাকো; আমি তোমাদের উত্তর দেব (তোমাদের প্রার্থনা কবুল করবো)। এই আয়াতের আলোকে মানুষের সব ধরনের প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা একান্ত কর্তব্য। কিন্তু ক্ষেত্র বিশেষ এমন কিছু লোক রয়েছে, যারা দোয়া করলে, সে দোয়া বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে পৌছে যায়। আর আল্লাহ তাআলাও সে দোয়া কবুল করেন। যা তুলে ধরা হলো-

» পিতা-মাতার দোয়া সন্তানের জন্য।
» সন্তানের দোয়া পিতা-মাতার জন্য।
» মুসাফিরের দোয়া।
» বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া।
» মজলুম (অত্যাচারিত-নির্যাতিত-নিপীড়িত) ব্যক্তির দোয়া। (আবু দাউদ, হাঃ ১৫৩৬)
» হাজির দোয়া (হজের সময় ও হজ সম্পাদনের পর ৪০ দিন পর্যন্ত)
» মুজাহিদের দোয়া।
» অসুস্থ ব্যক্তির দোয়া।
» মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে অন্য মুসলমানের দোয়া। (মুসলিম, হাঃ ৬৮২২)
» রোজাদারের দোয়া ইফতারের সময়। (তিরমিজি, হাঃ ২৫২৬)
» অসহায় ও দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া। (সূরা নামল, আয়াতঃ ৬২)
» ইমামে আদিলের (সুশাসক ও ন্যায়বিচারক) দোয়া। (তিরমিজি, হাঃ ২৫২৬)
» বন্ধুর জন্য বন্ধুর দোয়া।
» নেককার ব্যক্তির দোয়া।

সর্বোপরি বান্দার সকল দোয়াই আল্লাহ কবুল করবেন, যদি বান্দা শিরকমুক্ত থেকে একনিষ্ঠ মনে কায়মনোবাক্যে কাকুতি মিনতির সহিত আল্লাহর দরবারে দোয়া করে।

চিত্র সহকারে সঠিক তরিকায় নামাজে কি ভাবে দাঁড়াবে
11/05/2024

চিত্র সহকারে সঠিক তরিকায় নামাজে কি ভাবে দাঁড়াবে

আপনি খুব অসুস্থ        "তাহলে বেশি বেশি..সূরা 'ফাতিহা' পড়ুন                                 কারণ              সূরা 'ফাতি...
04/02/2024

আপনি খুব অসুস্থ
"তাহলে বেশি বেশি..সূরা 'ফাতিহা' পড়ুন
কারণ
সূরা 'ফাতিহা' সব রোগের শিফা

সুবহানআল্লাহ্

[সহীহ-বুখারী-৫৭৩৬]

⭕ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সল্লল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, উনার আগের এবং পরের কোনো গুনাহ ছিল না, তবু...
28/01/2024

⭕ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সল্লল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, উনার আগের এবং পরের কোনো গুনাহ ছিল না, তবুও তিনি দৈনিক সত্তরবারের অধিক [কোনো কোনো হাদীস মোতাবেক, একশত বারেরও অধিক] তওবা ইস্তিগফার করতেন!

🔸 কেন করতেন জানেন.? তিনি আল্লাহ তা'য়ালাকে ভালবাসতেন, তিনি উম্মত তথা আমাদেরকে ভালবাসতেন, তাই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি দৈনিক সত্তর থেকে একশ বারেরও অধিক ইস্তিগফার করতেন।

🔹 যেই নবীজি [সাঃ] এর কোনো প্রকার গুনাহ ছিল না, তবুও তিনি দৈনিক একশ বারেরও অধিক তওবা ইস্তিগফার করতেন, তাহলে তারই উম্মত হয়ে আমাদের দৈনিক কতবার তওবা ইস্তিগফার করা দরকার একটু ভেবে দেখুন তো.!

🔸 প্রতিনিয়ত গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা। কবীরা, সগীরা, জাহেরী, বেতেনী, শিরকী, বেদাতী, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহই না করছি আমরা প্রতিদিন, প্রতিটি মূহুর্তে।

🔹 শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, কিন্তু আজ গুনাহের দিক দিয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছি, আমলও করি আবার গুনাহও করি.. আবার অনেকে আমলও করতে পারি না, কিন্তু গুনাহটা ঠিকই বহাল রাখি।

🔸 মালিকের সামনে তো একদিন দাড়াতেই হবে, প্রতিটি দিনের, প্রতিটি মূহুর্তের গুনাহের জন্য জবাবদীহী করতে হবে, সেইদিন আমরা পারবো তো আল্লাহর কাছে জবাবদীহী করতে..?? পারবো তো প্রতিটি গুনাহের উপযুক্ত কারন পেশ করতে..??

🔹 পারবো নাহ‌.! কেউই পারবো নাহ.!! কারোরই সেদিন ক্ষমতা থাকবে না মালিকের সামনে দাঁড়িয়ে কৃতকর্মের হিসাব দেওয়ার মতো..!! তাই আসুন আমরা আজকে এখন থেকেই গুনাহের কাজগুলো ছেড়ে দেই, মহান আল্লাহ তা'য়ালার নিকট ক্ষমা প্রার্থণা করি, প্রতিদিন একশ বারের অধিক তওবা ইস্তিগফার করি।

🔸 মোনাজাতে আল্লাহকে বলি! হে আরশের মালিক, জমিনের মালিক, সারা বিশ্ব জাহানের মালিক ইয়া আল্লাহ্! যাই ভুল করেছি, না জেনে ভুল করেছি অথবা জেনে বুঝেই করেছি, আপনি তো মহান ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর সেই ভুলগুলো কখনও কোনো দিন করবো না.! এভাবে চোখের পানি ফেলে মোনাজাতে আল্লাহর কাছে বলেই দেখুন না, তিনি আপনাকে ক্ষমা না করে পারবেন না ইন শা আল্লাহ।

🔲 তাই বিশ্বাস রাখুন, বেশি বেশি করে তওবা ইস্তিগফার করুন, দৈনিক কমপক্ষে ১০০ বার করে পাঠ করুনঃ-

“আস্তাগফিরুল্ল-হ”, “আস্তাগফিরুল্ল-হাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লাহ” 💝✅

Address

Kolkata
Bolpur
731215

Alerts

Be the first to know and let us send you an email when Islamic world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic world:

Share