HF Motivation

HF Motivation "হতে পারে জীবন এটাই ... চোখের পলক এবং দিশেহারা
তারার মতো।"

09/03/2023
23/11/2022

তুমুল ঝগড়াঝাটি হওয়ার পর ও যখন কেউ আপনার গোপনীয়তা রক্ষা করে
সে আপনার প্রকৃত বন্ধু ছিলো...

08/11/2022

যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলছো তবে মনে রেখো, গাছেরাও প্রতিবছর তাদের পাতা হারায়, তবুও দাড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়!'

08/11/2022

অর্ধেক সময় পেরিয়ে গেলো জীবনটাকে বুঝতে বুঝতে আর বাকি সময়টা কেটে যাবে বাস্তবতার সাথে লড়তে লড়তে..

05/11/2022

মানুষ নিজের দোষের দিকে তাকায়, তার অন্যের দোষের দিকে তাকানোর তার সুযোগ থাকে না।

সফলতার শর্টকাট পথ নয়,কঠিন পথটিই বেছে নিন।যা কিছু শটকার্ট তা দ্রুত পতন হয়।
05/11/2022

সফলতার শর্টকাট পথ নয়,
কঠিন পথটিই বেছে নিন।
যা কিছু শটকার্ট তা দ্রুত পতন হয়।

04/11/2022

পৃথিবীতে মানুষ জাজমন্টাল। আপনি যে কাজই করুন না কেন তারা একটি জাজমেন্ট দিবেই। সুতরাং সুখে থাকার মূলমন্ত্র হলো নিজের লাইফস্টাইলকে মূল্যায়ণ করা, নিজের বিশ্বাসকে সমুন্নত রাখা। সুতরাং কে কি বলছে তা সম্পূর্ণ উপেক্ষা করে নিজের মতো থাকতে পারলেই আপনি সর্বোচ্চ সুখে থাকবেন।

কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃত  আনন্দ পাওয়া  যায়।এই আনন্দ থেকে স্বেচ্ছায়  যারা দুরে থাকে, তারাই হয়তো সত্যিকারের...
03/11/2022

কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃত আনন্দ পাওয়া যায়।
এই আনন্দ থেকে স্বেচ্ছায় যারা দুরে থাকে, তারাই হয়তো সত্যিকারের মানুষ।

মূলকথাঃ আপনি সফল হলে সবাই আপনার সফলতার অংশীদার হতে চাইবে, আর জীবনযুদ্ধে পরাজিত হলে - আপনার আপনজন ও আপনাকে অস্বীকার করবে।...
03/11/2022

মূলকথাঃ আপনি সফল হলে সবাই আপনার সফলতার অংশীদার হতে চাইবে, আর জীবনযুদ্ধে পরাজিত হলে - আপনার আপনজন ও আপনাকে অস্বীকার করবে।"

02/11/2022

সফলতার গল্প পড় না, কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে,

ব্যর্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার কিছু ধারনা পাবে!

02/11/2022

জীবনে একা বাঁচতে শিখ,

ঠকে যাওয়ার ভয় থাকবে না

02/11/2022

মানুষ যখন রাগান্বিত অবস্থায়,তখন তাকে কোনভাবে বিরক্ত করা উচিত নয় । কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।

02/11/2022

যদি কখনো হেরে যাও তবে নিরাশ হইয়ো না মনে রেখো পাতা না ঝরিলে গাছের নতুন শাখা গজায় না।

01/11/2022

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে, পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ!

01/11/2022

“যদি তোমার সমালোচনা করার মত
কেউ না থাকে, তবে তোমার সফল
হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে”

31/10/2022

মানুষ বাচে তার কর্মে,বয়সে নয়।তাই মানুষকে তার কর্ম ও যোগ্যতা অনুযায়ী বিবেচনা করুন বয়স অনুযায়ী নয়।

31/10/2022

কে লিখেছেন জানিনা, কিন্তু #অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি * সালাম জানাই পৃথিবীর সকল বাবা দেরকে!!!
সংগৃহীত

Address

Bongaigaon

Telephone

+919954297028

Website

Alerts

Be the first to know and let us send you an email when HF Motivation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share