Nur Rahman 01

Nur Rahman 01 Hello everyone follow my page সবার জন্য বুক ভরা ভালোবাসা অবিরাম। আশা করি পাশে থাকবেন সবাই মিলে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

19/08/2025
13/08/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আজ পবিত্র শুক্রবার, রহমত, মাগফিরাত ও বরকতের দিন।জুম্মা মুবারক!আল্লাহ তায়ালা যেন আজকে...
25/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজ পবিত্র শুক্রবার, রহমত, মাগফিরাত ও বরকতের দিন।
জুম্মা মুবারক!

আল্লাহ তায়ালা যেন আজকের এই পবিত্র দিনে আমাদের সকল গুনাহ মাফ করে দেন,
হৃদয়কে পাক-পবিত্র করে দেন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন।

আমার সকল বন্ধু ও প্রিয়জনকে জানাই আন্তরিক জুম্মা মুবারক।
দোয়া করি, তোমাদের জীবনে বরকত, শান্তি ও রহমতের বৃষ্টি বর্ষিত হোক।

🌸 জুম্মার দিনে দোয়া কবুল হয় — তাই সবাইকে দোয়া করি এবং দোয়ার অনুরোধ রইলো।

🎂 শুভ জন্মদিন আমার প্রিয় মেয়ে – নুর হুমাইরা 💖আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন – কারণ এই দিনে তুমি এসেছিলে আমার কোলে,...
22/07/2025

🎂 শুভ জন্মদিন আমার প্রিয় মেয়ে – নুর হুমাইরা 💖

আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন – কারণ এই দিনে তুমি এসেছিলে আমার কোলে, আমার পৃথিবীতে। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল! একটুকু সময়, কিন্তু তাতেই তুমি আমার জীবনকে এক নতুন রঙে রাঙিয়ে দিলে।

তোমার ছোট্ট হাঁসি, কচি কচি হাত, প্রথম ডাকা "বাবা" – এইসব মুহূর্ত আমার জীবনের সবচেয়ে দামী স্মৃতি। আমার ছোট্ট পরী নুর হুমাইরা, তুমি যেন বড় হয়ে সুখী হও, সুস্থ থাকো, আর আল্লাহ্‌ তোমার জীবনকে ভালবাসা ও সফলতায় পূর্ণ করে দেন – এই দোয়াই আমি প্রতিদিন করি।

তোমার প্রথম জন্মদিনে, আমি তোমাকে জড়িয়ে ধরে শুধু এইটুকু বলি – "তুমি আমার গর্ব, আমার আনন্দ, আমার সারা দুনিয়া।"
তোমার প্রতিটি পদক্ষেপ আল্লাহ্‌র রহমতে ভরে উঠুক।

শুভ জন্মদিন রাজকন্যা নুর হুমাইরা!
ভালোবাসা অফুরন্ত –

আমার যেয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ্ আমি যেনো তাকে আল্লহর হুকুম ও নবিজির সুন্নতি মোতাবেক পরিচালিত করতে পারি 🤲🤲

💕

🥺💔মেয়েদের কষ্টের সংসার 💔🥺নাসিমা ছোট্ট একটা গ্রামে জন্ম নেওয়া এক সাধারণ মেয়ে। খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তার, তখনও স...
20/07/2025

🥺💔মেয়েদের কষ্টের সংসার 💔🥺

নাসিমা ছোট্ট একটা গ্রামে জন্ম নেওয়া এক সাধারণ মেয়ে। খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তার, তখনও সে স্কুলে পড়ত। বিয়ের পরে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। স্বপ্ন দেখত শিক্ষিকা হওয়ার, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।

স্বামী দিনে কাজ করে, রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। সংসারের সব দায়িত্ব নাসিমার কাঁধে। সকাল থেকে রাত—রান্না, কাপড় ধোয়া, সন্তানকে স্কুলে পাঠানো, শ্বশুর-শাশুড়ির সেবা—সব কিছুতে ব্যস্ত সে। কারও মুখে একটাও ভালো কথা শোনে না, কিন্তু সব মুখের দিকে হাসিমুখে তাকায়।

অনেক সময় নিজের জন্য দুটো মিনিটও পায় না। শরীর ব্যথা করে, মন কান্না চায়, কিন্তু চোখে জল আনে না, কারণ সে জানে—এই জল দেখলে কেউ বোঝে না, বরং দোষই দেয়। তবু সে টিকে থাকে। সন্তানের মুখ দেখে, একটুখানি ভালোবাসার আশায়, জীবনের এক চিলতে শান্তির খোঁজে।

নাসিমা ছোট্ট একটা গ্রামে জন্ম নেওয়া এক সহজ-সরল মেয়ে। বাবা-মা ছিল গরিব, তাই খুব অল্প বয়সেই তার বিয়ে দিয়ে দেয় এক দিনমজুরের সঙ্গে। তখনও সে ক্লাস নাইনে পড়ত। স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষিকা হবে, বাবাকে ভালো ঘরে রাখবে, কিন্তু বিয়ের পর সেই স্বপ্ন যেন কোথায় হারিয়ে গেল।

বিয়ের পরে বইখাতা ছেড়ে উঠতে হলো রান্নাঘরে। সকালে উঠে পানি আনা, রান্না, গোসল করানো শ্বশুর-শাশুড়িকে, আবার রাত করে স্বামীর অপেক্ষা। স্বামী কাজ থেকে ফিরে হয়রান, কিন্তু কথা বলে কড়া স্বরে। ভালোবাসা সে কমই পায়, বেশিরভাগ সময়েই তার জীবন চলে দায়বদ্ধতার ঘেরাটোপে।

একদিন রাতে চুপিচুপি তার মেয়ে তাকে জিজ্ঞেস করল,
“মা, তুমি কি সুখী?”

নাসিমা উত্তর দিল না। শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল আর মনের ভিতর প্রতিজ্ঞা করল—এই মেয়েকে সে পড়াবে, তার স্বপ্ন যেন ভেঙে না যায়।

নাসিমা নিজের জীবনকে উৎসর্গ করল মেয়ের ভবিষ্যতের জন্য।
কষ্ট সহ্য করল, অপমান গিলে ফেলল—তবু মেয়েকে স্কুলে পাঠাল, কোচিং-এ ভর্তি করাল। স্বামী কিছু না বুঝলেও, সে জানত—মেয়েটিই তার জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে।

শিক্ষা:
গল্প শুধু নাসিমার নয়—এটা হাজারো নারীর কণ্ঠহীন আর্তনাদ, যাদের কষ্ট চাপা থাকে ঘরের চার দেয়ালে। তবু তারা জীবন চালিয়ে যায়, কারণ তারাই তো প্রকৃত অর্থে সংসারের ভিত।
একজন নারীর জীবন কত কঠিন হতে পারে, কিন্তু তার মধ্যেও সে পরিবারের জন্য কীভাবে নিজেকে নিঃস্ব করে দেয়। সমাজে অনেক নারী আছেন, যারা চুপচাপ সব সহ্য করে সংসার চালিয়ে যান, কারো প্রশংসা ছাড়াই। আমাদের উচিত, নারীদের স্বপ্নকে মূল্য দেওয়া, তাদের কণ্ঠকে শক্তি দেওয়া, এবং তাদের শ্রমকে সম্মান করা। একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবন নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও আলোর পথ দেখাতে পারে।

💔🥺বাবা হারানোর কষ্ট💔😭আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা—আমার বাবা নেই।যখন চারপাশে সবাই বাবার গল্প করে, বাবার সাথে কাটানো মু...
18/07/2025

💔🥺বাবা হারানোর কষ্ট💔😭

আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা—আমার বাবা নেই।
যখন চারপাশে সবাই বাবার গল্প করে, বাবার সাথে কাটানো মুহূর্তের কথা বলে, তখন আমি নীরব হয়ে যাই। কারণ আমার মনে পড়ে, সেই মানুষটার কথা, যিনি আমার জীবনের ছায়া ছিলেন—আমার বাবা।

বাবা ছিলেন আমার নিরাপত্তার দেয়াল। তার একটুকু ছায়ায় আমি পৃথিবীর সব ঝড় থেকে নিজেকে রক্ষা করতে পারতাম। এখন ঝড় আসে, বৃষ্টি নামে… কিন্তু বাবার ছায়া নেই। আমি কেবল চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলি, “বাবা, তুমি থাকলে অনেক কিছু অন্যরকম হতো।”

কখনো মনে হয়, একটা হাসি, একটা হাতের স্পর্শ—শুধু একবার যদি ফিরে পেতাম!
আমি যত বড় হচ্ছি, তত বুঝি, বাবার অভাব কোনোদিন পূরণ হয় না। শুধু অভ্যেস হয়, সেই অভাব নিয়ে বাঁচার।

তবুও আমি জানি, বাবা আমাকে দেখছেন—উপরে থেকে। আমি যা করি, তার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে।
আমি গর্বিত আমি তাঁর সন্তান।

"একটি শূন্যতা যার নাম বাবা"

জীবনের অনেক কিছুই বুঝেছি, কিন্তু এক জিনিস কখনোই বুঝতে পারিনি—কেন প্রিয় মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায়?
বুঝতাম না জীবনে হারানোর মানে কী। কিন্তু যখন বাবাকে হারালাম, তখন বুঝলাম, সত্যিকারের কষ্ট শব্দ দিয়ে বোঝানো যায় না।💔

বাবা ছিলেন শুধু একজন মানুষ নয়, ছিলেন আমার আশ্রয়। তার স্পর্শ, তার কণ্ঠস্বর, তার ভালোবাসা—সবকিছু যেনো এক অদৃশ্য ছায়ার মতো এখনো আমার চারপাশে ঘুরে বেড়ায়।
অনেক সময় চুপচাপ বসে থাকি, মনে হয়, যদি আর একবার বাবার মুখটা দেখতে পেতাম…🥺🥹

আমার পরিবারটা এখন একসাথে নয়, সবাই একে অন্যকে ভালোবাসে। মা, ভাই, বোন—তাদের চোখে আমি বাবার ছায়া খুঁজি। মায়ের চোখে আজো বাবার জন্য লুকানো জল দেখি, যা কাউকে দেখান না। আমি বুঝি, আমাদের কষ্ট আলাদা নয়—আমরা সবাই একটা শূন্যতা নিয়ে বেঁচে আছি।

এই শূন্যতা হয়তো কোনোদিন পূরণ হবে না… কিন্তু এই কষ্টই আমাকে মানুষ করে তুলেছে।
বাবার জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন 🤲

🌹স্বামী ও স্ত্রী কষ্টের সংসার ও ভালোবাসা💔🫶গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত রাহিম ও তার স্ত্রী সাহিনা। বিয়ের...
17/07/2025

🌹স্বামী ও স্ত্রী কষ্টের সংসার ও ভালোবাসা💔🫶

গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত রাহিম ও তার স্ত্রী সাহিনা। বিয়ের পর থেকেই তাদের সংসার শুরু হয় চরম দারিদ্র্যের মধ্যে। রাহিম দিনমজুরের কাজ করত, আর সাহিনা বাড়িতে সেলাইয়ের কাজ করে সংসার চালাতে সাহায্য করত।
প্রতিদিনের খাবার জোটাতে কষ্ট হলেও তাদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না। সাহিনা রাহিমের মুখে হাসি ফোটাতে নিজের শখ-আহ্লাদ বিসর্জন দিত। আবার রাহিম সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে সন্ধ্যায় বাড়ি ফিরত শুধুমাত্র সাহিনার মুখ দেখতে।

একদিন সাহিনা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার খরচ মেটাতে রাহিম নিজের একমাত্র সাইকেলটি বিক্রি করে দেয়। সাহিনার চোখে জল, কিন্তু হৃদয়ে ভালোবাসার পাহাড়। ধীরে ধীরে সাহিনা সুস্থ হয়ে ওঠে। তারা আবার নতুন করে জীবনের স্বপ্ন দেখতে শুরু করে।

দারিদ্র্য তাদের থামাতে পারেনি। ভালোবাসা ছিল তাদের শক্তি, একে অপরের প্রতি বিশ্বাস ছিল পথচলার সাহস। ছোট্ট ঘর, সামান্য খাবার—সব কিছুতেই তাদের ছিল অগাধ সুখ। কষ্টের মাঝেও ভালোবাসা যে জীবনকে সুন্দর করে তুলতে পারে, রাহিম ও সাহিনার জীবন তার অনন্য প্রমাণ।

শিক্ষা:

এই গল্প আমাদের শেখায় যে—জীবনের প্রকৃত সৌন্দর্য ধন-সম্পদে নয়, ভালোবাসা, ত্যাগ ও পারস্পরিক বিশ্বাসেই নিহিত। কষ্টের সময় পাশে থাকা মানুষটিই সবচেয়ে আপন। সংসারে সমস্যা আসবেই, কিন্তু একে অপরের হাতে হাত রেখে এগিয়ে চললেই সব বাধা পার হওয়া সম্ভব। ভালোবাসা ও ত্যাগের মধ্য দিয়েই গড়ে ওঠে এক সুখী ও সফল সংসার।

💕🫶মায়ের দুঃখ ও ভালোবাসা🫶💕রিনা ছোটবেলা থেকেই তার মাকে অনেক কষ্ট করতে দেখেছে। তার মা সীমা প্রতিদিন ভোরবেলা উঠতেন, গ্রামের...
16/07/2025

💕🫶মায়ের দুঃখ ও ভালোবাসা🫶💕

রিনা ছোটবেলা থেকেই তার মাকে অনেক কষ্ট করতে দেখেছে। তার মা সীমা প্রতিদিন ভোরবেলা উঠতেন, গ্রামের বাড়ি থেকে কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে শহরে কাজ করতে যেতেন। তিনি অন্যের বাসায় কাজ করতেন—কেউ তাকে ঝাড়ু দিতে বলত, কেউ বাসন মাজতে। শরীরটায় হাজারো ব্যথা থাকলেও কখনো অভিযোগ করতেন না। মেয়ের মুখের হাসিই ছিল তার একমাত্র আনন্দ।

সীমা তার সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে মেয়ের ভবিষ্যতের জন্য লড়ে গেছেন। মাঝে মাঝে না খেয়ে থেকেও রিনার জন্য ভালো খাবার জোগাড় করতেন। স্কুলের বেতন, বই, জামাকাপড়—সবই জুগিয়েছেন কঠোর পরিশ্রমে।

একদিন রিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সীমার চোখে আনন্দের অশ্রু। কিন্তু শরীর তখন আর আগের মতো ছিল না। কিডনির রোগে আক্রান্ত হয়ে তিনি বিছানায় পড়ে যান। অনেক চিকিৎসা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সীমা হার মানেন।

মায়ের মৃত্যুর দিনে রিনা চোখ ভিজিয়ে বলেছিল, “মা, আজ আমি যে যা হয়েছি, সব তোমার জন্য। তুমি না থাকলেও তোমার ভালোবাসা ও ত্যাগ আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে ।

শিক্ষা:
এই কাহিনী আমাদের শেখায়, একজন মা তার সন্তানের জন্য কিভাবে নিজেকে বিসর্জন দিতে পারেন। ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়, কাজের মাধ্যমে তা প্রমাণ করা। সীমার মতো মা আমাদের দেখিয়ে দেন, ত্যাগ আর নিষ্ঠাই সন্তানের ভবিষ্যৎ গড়ার প্রধান ভিত্তি।

আরেকটি বড় শিক্ষা হলো—আমাদের কখনোই মায়ের কষ্টকে অবহেলা করা উচিত নয়। যতদিন মা বেঁচে থাকেন, ততদিন তার ভালোবাসা আর আশীর্বাদেই জীবন গড়ে ওঠে। তাই জীবনে সফল হলে মা-বাবার প্রতি কৃতজ্ঞ থাকা, তাদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের কর্তব্য।

Good night sweet dreams my dear all friends
15/07/2025

Good night sweet dreams my dear all friends

Big shout out to my newest top fans! 💎 Nur Bangla Waj, Mohinur Islam, Ashraful Islam, Nurul IslamDrop a comment to welco...
14/07/2025

Big shout out to my newest top fans! 💎 Nur Bangla Waj, Mohinur Islam, Ashraful Islam, Nurul Islam

Drop a comment to welcome them to our community, fans

আচ্ছালামু আলাইকুম প্রিও বন্ধুরা সবাই কেমন আছেন আমার আম্মু কে নিয়ে ঘুরতে যাই
14/07/2025

আচ্ছালামু আলাইকুম প্রিও বন্ধুরা সবাই কেমন আছেন আমার আম্মু কে নিয়ে ঘুরতে যাই

Address

Nasatra
Bongaigaon
783384

Telephone

+917002559443

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Rahman 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Rahman 01:

Share

Category