الشيخ عبد الصمد الأختري Shaikh Abdus Samad Akhtari

الشيخ عبد الصمد الأختري Shaikh Abdus Samad Akhtari Assalamu alaikum

এটা একটি ইসলামিক প্যাজ, এই প্যাজেরে নিয়মিত বক্তা জনাব মাওলানা আব্দুস সামাদ আখতারী

02/03/2025

মায়াবী কন্ঠে ওয়াজ করছেন উত্তরবঙ্গের নতুন আজহারী সাহেব। মাওলানা সফিকুল ইসলাম আল আজহারী সাহেব

02/03/2025

আল্লাহর নেয়ামত কেমন হবে। মুফতী আব্দুস সামাদ আল আখতারী 069009 40314

13/02/2025
Assalamu alaikum. Apnara sokole kamon achen?
13/02/2025

Assalamu alaikum. Apnara sokole kamon achen?

13/08/2024
13/08/2024
30/01/2024

#ওয়াহাবিদের_জঘন্য_আকীদাহ #নামাজে_নবিজির_খেয়াল #মুফতী_আব্দুস_সামাদ_আখতারী
#সুন্নিজামাত #ওয়াহাবি_ধুলাই

27/01/2024

#কিয়াম_১০০%_জায়েজ ডাব চোর কে কঠিন ধুলাই করলেন #মুফতী_আব্দুস_সামাদ_আখতারী
#মিলাদ_কিয়াম #বাহাস

24/01/2024

আচ্ছালামো আলাইকুম প্রিয় ভাই ও বনেরা, এমনি ইসলামিক সুন্দর আলোচনা পাওয়ার জন্য পেইজ টি ফলো করে দিন #মুফতী #সুন্নিওয়াজ #জিকির

23/01/2024

#বাহাস #সুন্নি #ওয়াজ

23/11/2023

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ: مَا رَأَيْتُ أَحَدًا أَشْبَهَ سَمْتًا وَدَلًّا وَهَدْيًا بِرَسُولِ اللهِ فِي قِيَامِهَا وَقُعُودِهَا مِنْ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: وَكَانَتْ إِذَا دَخَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ إِلَيْهَا فَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِي مَجْلِسِهِ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ مِنْ مَجْلِسِهَا فَقَبَّلَتْهُ وَأَجْلَسَتْهُ فِي مَجْلِسِهَا،

-“হযরত আয়েশা (رضي الله عنها) বলেন, আচার-আচরণে, চাল-চলনে এবং মহৎ চরিত্রে অপর রেওয়াতে আছে আলাপ-আলোচনায় ও কথা-বার্তায় ফাতেমা (رضي الله عنها) অপেক্ষা অন্য কাউকে আমি রাসূল (ﷺ) এর সাথে অধিক সাদৃশ্যপূর্ণ দেখিনি। ফাতেমা (رضي الله عنها) যখন নবী পাকের কাছে আসতেন তখন নবী পাক (ﷺ) দাঁড়িয়ে তাঁর হাঁত ধরে চুমু খেতেন ও স্বীয় আসনে বসাতেন। আবার যখন রাসূল (ﷺ) ফাতেমার কাছে যেতেন তখন ফাতেমা (رضي الله عنها) দাঁড়িয়ে নবীজির হাঁতে চুমু খেতেন ও স্বীয় আসনে বসাতেন।”

(জা’মে তিরমিজি, হাদিস নং ৩৮৭২; সুনানে আবী দাউদ, হাদিস নং ৫২১৭; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ৯১৯৩; ছহীহ্ ইবনে হিব্বান, হাদিস নং ৬৯৫৩; মুস্তাদরাকে হাকেম, হাদিস নং ৭৭১৫; মেসকাত শরীফ, ৪০২ পৃ: হাদিস নং ৪৬৮৯; আল্লামা মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৮ম খণ্ড, ৫০৪ পৃ:)

ইমাম তিরমিজি (رحمة الله عليه) বলেন: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ -“এই হাদিস হাসান সহীহ্।” ইমাম হাকেম (رحمة الله) ও ইমাম যাহাবী ( رحمة الله عليه) বলেন: هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ -“এই হাদিস বুখারী-মুসলীসের শর্ত অনুযায়ী সহীহ্।”
[11/22, 23:16] alammohammadjahangir066: আল্লামা ইমাম ইবনে হাজর আসকালানী (রাঃ) ‘মাওলুদে কবীর’ নামক কিতাবে লিখেছেন-

فيقال نظير ذالك فى القيام عند ذكر ولادته صلى الله عليه وسلم وايضا قال اجتمعت الامة المحمدية من اهل السنة والجماعة على استحسان القيام المذكور قد قال صلى الله عليه وسلم لاتجتمع امتى على ضلالة০

অর্থাৎ ‘নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের আলোচনাকালে কিয়াম করা মুস্তাহসান বা মুস্তাহাব। তিনি আরো বলেন উল্লিখিত কিয়াম মুস্তাহসান হওয়ার ব্যাপারে উম্মাতে মুহাম্মাদী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইজমা বা সর্বসম্মত সিদ্ধান্ত স্থাপিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমার উম্মতগণ কোন গোমরাহীর উপর ইজমা বা ঐকমত্য পোষণ করতে পারে না।’

Copy post.

আচ্ছালামুয়ালাইকুম সবাই কেমন আছেন?
13/11/2023

আচ্ছালামুয়ালাইকুম সবাই কেমন আছেন?

Address

Bongaigaon

Alerts

Be the first to know and let us send you an email when الشيخ عبد الصمد الأختري Shaikh Abdus Samad Akhtari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to الشيخ عبد الصمد الأختري Shaikh Abdus Samad Akhtari:

Share

Category