26/08/2025
এটা একটা illegal gaming app ad. যেখানে দেখানো হয়েছে আমাদের মাননীয়া রাষ্ট্রপতি নিজে এই অ্যাপে 500 টাকা ডিপোজিট করে গেম খেলতে বলছেন। ভিডিওটি সম্পূর্ণ দ্বারা তৈরী, এবং কিছু ভিডিও ক্লিপ যোগ করা হয়েছে। যা দেখে একজন সাধারণ মানুষ ভেবে নেবেন যে এটা রাষ্ট্রপতি বলছেন, গেম ব্যান বিল পাশ হওয়ার পরও, তার মানে এটা খেলা যাবে ভেবেই কিন্তু সে সব হারিয়ে বসে থাকবে, যেখানে পুলিশও দাঁড়িয়ে দেখবে। সুতরাং সাধারণ মানুষ কিন্তু তখনো মরিয়া। এবিষয়ে আমার এটাই মতামত যে, ও এ যে পরিমানে এই সমস্ত ভিডিও কলিং অ্যাপ, গেমিং অ্যাপ, চ্যাটিং অ্যাপ, এবং অশ্লীল ১৮+ ভিডিও অ্যাড ছড়াচ্ছে যেটার জন্য ১৮এর নীচের বাচ্চাদের অন্য কোথাও যাওয়া লাগছে না। এসব বন্ধের কড়া বার্তা YouTube ছেড়ে আগে facebook ও instagram কে দেওয়া হোক, প্রয়োজনে ফাইন করা হোক Meta মোটা টাকা।
আমি আমার দেশের সমস্ত সাইবার সিকিউরিটি বিভাগের স্যারেদের কাছে এই বার্তা রাখছি এবং প্রচুর শেয়ার চাইছি। এর একটা তীব্র ঝড় উঠুক সারা দেশ জুড়ে। Narendra Modi Amit Shah
Game details :
Ad status: Active (মানে বিজ্ঞাপনটি বর্তমানে চলছে)
Library ID: 2914574092264136
Start date: 20 August 2025
Platforms: Facebook, Instagram
বিজ্ঞাপনদাতার তথ্য (Advertiser info):
Page name: Game On
Page ID: 697891020074472
Followers: 223
Category: Advertising/marketing
Logo: “CHICKEN ROAD” নামে গেম/আইকন ব্যবহার করেছে।