
26/09/2024
আজ আমার ছোট্ট সোনা মণির জন্মদিন, ঠিক আজকের দিনে চাঁদের আলোর মতোই আলোকিত করে এসেছিলে মা বাবার কোল আলো করে। তুমি আমার স্বপ্ন। শুধু স্বপ্ন বললে সত্যি হবে না তুমি আমার অন্ধকার জীবনের উজ্জ্বল নক্ষত্র। দেখতে দেখতে চার টা বছর কেটে গেছে তোমার জীবন থেকে, আগত বছর গুলো তোমার সুন্দর কাটুক এই কামনা করি। জীবন এর সঠিক লক্ষ্যে পৌঁছাও এবং মহৎ ব্যক্তিত্বের অধিকারী হও। মানুষের মতো মানুষ হও এই কামনা করি সৃষ্টিকর্তার কাছে। শুভ জন্মদিন মা জননী 🎂🎂