27/07/2025
: জরুরি ঘোষনা :
———————-
বাটা মোড়ের পাশে মেহমানপুরের সামনের খালের উপরে থাকা পানীয় জল সরবরাহের পাইপে বড় ফাটল দেখা দিয়েছে এবং অনেক পরিমাণ জল লিকেজ হয়ে যাচ্ছে যা নীচের ছবিতে দেখা যাচ্ছে |
এখনও পর্যন্ত এই ফাটল সারাদিন কাজ করেও সম্পূর্ণ মেরামত করা সম্ভব হয়নি |
এই পরিস্থিতিতে জল সরবরাহকারী সরকারি সংস্থা KMDA(W & S Section)-র পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি সাময়িক বিকল্প ব্যবস্থা হিসাবে আগামীকাল ২৮/০৭/২৫, সোমবার বজবজ পৌর এলাকায় সকাল ৮.১৫ থেকে সকাল ৯.৪৫ পর্যন্ত পানীয় জল সরবরাহ করা হবে |
মানুষের এই অসুবিধার জন্য আমরা দুঃখিত |
ধন্যবাদান্তে,
গৌতম দাশগুপ্ত
পৌরপ্রধান, বজবজ পৌরসভা