Naznin Sultana

Naznin Sultana Islamic speech, video
(1)

ইস্তিগফারের ফলাফলের দুটি ঘটনা:১) আমি এক মাসে প্রতিদিন ৫,০০০ বার ইস্তিগফার করার প্রতিজ্ঞা করেছিলাম। সর্বশক্তিমান আল্লাহর ...
29/07/2025

ইস্তিগফারের ফলাফলের দুটি ঘটনা:
১) আমি এক মাসে প্রতিদিন ৫,০০০ বার ইস্তিগফার করার প্রতিজ্ঞা করেছিলাম। সর্বশক্তিমান আল্লাহর নামে আমি শপথ করছি, তিনি আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন।

২) ডাক্তাররা আমাকে বন্ধ্যা বলে সিদ্ধান্ত দিয়েছিলেন। তারপর আমি প্রায় প্রতিদিন ৮,০০০ বার ইস্তিগফার করার প্রতিজ্ঞা করলাম এবং ধারাবাহিকভাবে ইস্তিগফার করার পরে আমি তিনটি সন্তান জন্ম দিয়েছি।

তাই বলবো, কখনো ইস্তিগফার ত্যাগ করবেন না।

সংগৃহীত

Islamic Guidance #দোয়ার_অলৌকিকতা

29/07/2025

বাচ্চাটি এতটাই ক্ষুধা'র্ত যে কান্নাও করতে পারছে না !

ভাবছিলাম বসে বসে।৩ বছর আগে একটা জিনিস হারিয়ে খুব কান্না করেছিলাম। অথচ আজ দুইটা বছর পর সেটা না পাওয়ার জন্য শোকর আদায় করলা...
29/07/2025

ভাবছিলাম বসে বসে।
৩ বছর আগে একটা জিনিস হারিয়ে খুব কান্না করেছিলাম। অথচ আজ দুইটা বছর পর সেটা না পাওয়ার জন্য শোকর আদায় করলাম।
সময় সবকিছু দেখিয়ে দেয়। দেখিয়ে দেয় আমরা যা চাই তা না পেয়ে যে কাঁদি তার ভবিষ্যৎ কি?
আর আল্লাহ্ আমাদের জন্য কি রেখেছেন ভবিষ্যতে!

আল্লাহ্ আমাকে দিয়েছেন, তবে যা চেয়েছি, তা নয়, তার থেকে উত্তম কিছু আলহামদুলিল্লাহ্‌।
আমার চাওয়া অনুযায়ী পেয়ে গেলে আজ আমাকে কতটা কান্না করা লাগতো, পেরেশান হওয়া লাগতো, আমি সত্যি ভাবতেই শিহরিত হচ্ছি।

"তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর।
বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না।

(সুরা আল বাকারাহ - ২১৬ এর অংশ)

29/07/2025

দুরুদ, সমাধানের বারুদ ❤️‍🔥

আজকে আমি আপনাদেরকে দুরুদের ফজিলত সম্পর্কে কিছু বলতে চাই। তার আগে জানাতে চাই আজ থেকে ২ মাস আগে আমার অবস্থার কথা। আমি রুমে এতো কান্না করতাম, এতো কান্না করতাম যে দেওয়াল ধরেও কান্না পর্যন্ত করেছি। এতটা মানসিক অশান্তিতে ছিলাম। আমি অনেক আমল করেছিলাম, অনেক......

তারপর আমি শেষবারের মতো দুরুদের ফজিলত সম্পর্কে জেনে ভাবতেছিলাম, এইটা শেষবার করেই দেখি। সাথে তাহাজ্জুদও পড়তাম (মাঝে মাঝে), আর ঠিকমতো ৫ ওয়াক্ত নামাজ পড়ারও চেষ্টায় থাকতাম। আমি আজকে ২৭ দিন যাবৎ ১০০০ বার দুরুদ শরীফ, ১০০০ বার ইস্তেগফার, আর ১০০ বার দুরুদে ইব্রাহিম পড়া শুরু করি আলহামদুলিল্লাহ।
ফজিলত আর কী বলবো!
যেই ডিপ্রেশন বছর ধরে আমার পিছু ছাড়তেছিল না, সেখানেই আমি মুক্তি! আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি এতটা হাসি-খুশি আছি আলহামদুলিল্লাহ। আমার ছোট ছোট সব দু'আও ভাবার সাথে সাথে কবুল হয়ে যায়। আমি খুবই অবাক হই, কীভাবে হয়! আর এতটা অলৌকিকভাবে হয় বলার বাইরে।

যারা ডিপ্রেশনের রোগী, তাদেরকে আমি একটা সুন্দর পরামর্শ দেই—৪১ দিন টানা এই আমল করুন। আর দরকারে আমার এই পোস্ট সেভ করে রাখুন।
একবার হলেও শুরু করেন। পারলে আরো বেশি বেশি পড়েন।

বিঃদ্রঃ তবে মনে রাখবেন—এই আমল শুধু ৪১ দিনের জন্য না, বরং সারাজীবনের জন্য। এই আমলই আমাদের জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ্।

28/07/2025
আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফা...
28/07/2025

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফার করতাম। এখন দিনে ২০ হাজার/২৫ হাজার বার ইস্তিগফার করি৷

ফলাফল : আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেটা কবুল করে নেন।

আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিলো কারন ভিসা আসতে কমপক্ষে ৫ দিন লাগে।

আমার জীবনে ইস্তিগফারের আরো অনেক অনেক বরকতের গল্প আছে। আমি কিছু চাইলেই সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।

বিঃদ্রঃ নির্দিষ্ট সংখ্যায় ইস্তিগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না৷ টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতোবার ইস্তিগফার করবো। তবে এতোবারই করতে হবে বা এতোবার করলেই দু'আ কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যতো ইচ্ছা করতে পারেন ইনশাআল্লাহ।

27/07/2025

26/07/2025

With Naznin Sultana – I just got recognized as one of their top fans!

Address

Budge Budge
700138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naznin Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share