29/07/2025
দুরুদ, সমাধানের বারুদ ❤️🔥
আজকে আমি আপনাদেরকে দুরুদের ফজিলত সম্পর্কে কিছু বলতে চাই। তার আগে জানাতে চাই আজ থেকে ২ মাস আগে আমার অবস্থার কথা। আমি রুমে এতো কান্না করতাম, এতো কান্না করতাম যে দেওয়াল ধরেও কান্না পর্যন্ত করেছি। এতটা মানসিক অশান্তিতে ছিলাম। আমি অনেক আমল করেছিলাম, অনেক......
তারপর আমি শেষবারের মতো দুরুদের ফজিলত সম্পর্কে জেনে ভাবতেছিলাম, এইটা শেষবার করেই দেখি। সাথে তাহাজ্জুদও পড়তাম (মাঝে মাঝে), আর ঠিকমতো ৫ ওয়াক্ত নামাজ পড়ারও চেষ্টায় থাকতাম। আমি আজকে ২৭ দিন যাবৎ ১০০০ বার দুরুদ শরীফ, ১০০০ বার ইস্তেগফার, আর ১০০ বার দুরুদে ইব্রাহিম পড়া শুরু করি আলহামদুলিল্লাহ।
ফজিলত আর কী বলবো!
যেই ডিপ্রেশন বছর ধরে আমার পিছু ছাড়তেছিল না, সেখানেই আমি মুক্তি! আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি এতটা হাসি-খুশি আছি আলহামদুলিল্লাহ। আমার ছোট ছোট সব দু'আও ভাবার সাথে সাথে কবুল হয়ে যায়। আমি খুবই অবাক হই, কীভাবে হয়! আর এতটা অলৌকিকভাবে হয় বলার বাইরে।
যারা ডিপ্রেশনের রোগী, তাদেরকে আমি একটা সুন্দর পরামর্শ দেই—৪১ দিন টানা এই আমল করুন। আর দরকারে আমার এই পোস্ট সেভ করে রাখুন।
একবার হলেও শুরু করেন। পারলে আরো বেশি বেশি পড়েন।
বিঃদ্রঃ তবে মনে রাখবেন—এই আমল শুধু ৪১ দিনের জন্য না, বরং সারাজীবনের জন্য। এই আমলই আমাদের জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ্।