Bijay

Bijay যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুর মত সহিষ্ণু হন, নিজে মানশূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনিই সর্বদা হরিকীর্তনের অধিকারী।

আগামীকাল পরম পবিত্র কামিকা একাদশী তিথি।কামিকা একাদশীর মাহাত্ম্যশ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণ...
20/07/2025

আগামীকাল পরম পবিত্র কামিকা একাদশী তিথি।

কামিকা একাদশীর মাহাত্ম্য

শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে।

যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন - "হে গোবিন্দ! হে বাসুদেব! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী।"

প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, "হে রাজন! পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন - "হে প্রভু! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কী, এর আরাধ্য দেবতা কে, এই ব্রতের বিধিই বা কি রকম এবং এই ব্রতের কী ফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে।"

শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, "হে বৎস! জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ কর। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী 'কামিকা' নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত সুফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষ্যারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণে লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাঁরা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনও নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসীমঞ্জরী দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন - "হে নারদ! যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাঁকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাঁকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাঁকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবদ্ভক্তি লাভ হয়। যে ব্যক্তি হরিবাসরে তুলসী দেবীর সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তাঁর পুণ্যের হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন।"

শ্রীকৃষ্ণ বললেন - "হে রাজন! আমি আপনার কাছে সর্বপাপহারিনী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রুণহত্যা পাপবিনাশিনী, মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। যাইহোক, কারো মনে করা উচিত না যে, তিনি ব্রহ্মহত্যা অথবা কোন নির্দোষ প্রাণীহত্যা করবেন এবং তারপর কেবল একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে দণ্ড থেকে মুক্তি পাবেন। এই ধরনের জ্ঞাতসারে পাপ করা নিকৃষ্ট কার্য।"

🌿 শ্রীচৈতন্য মহাপ্রভুর “জারখণ্ড অরণ্যের লীলা” (সুস্পষ্টভাবে ব্যাখ্যা)> এই ছবিটি শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের একটি অলৌকিক ...
14/07/2025

🌿 শ্রীচৈতন্য মহাপ্রভুর “জারখণ্ড অরণ্যের লীলা” (সুস্পষ্টভাবে ব্যাখ্যা)

> এই ছবিটি শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের একটি অলৌকিক ঘটনা – যখন তিনি দক্ষিণ ভারত ভ্রমণের সময় জারখণ্ড নামক গভীর অরণ্যে জ্ঞান হারিয়ে পড়ে যান এবং কিছু মুসলিম সৈন্য তাকে ঘিরে ধরেন।

শ্রীচৈতন্য মহাপ্রভু তখন নবদ্বীপ থেকে বেরিয়ে পড়েছেন দক্ষিণ ভারতের দিকে ভ্রমণের জন্য। উদ্দেশ্য ছিল – ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র এবং প্রেমভক্তি সারা ভারতে ছড়িয়ে দেওয়া।

এই যাত্রাপথে তিনি জারখণ্ড নামক গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেখানে ছিল না কোনো জনবসতি, না কোনো আশ্রম, শুধু বনজঙ্গল, বন্য জন্তু আর নির্জনতা।

কিন্তু তিনি একাকী নয় – তাঁর সঙ্গে ছিল ভগবানের প্রেমে ভরপুর হৃদয় ও মহামন্ত্র।

---

🔴 লীলার মুহূর্ত

একদিন তিনি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েন। তখন প্রেমে বিভোর হয়ে তিনি জোরে জোরে হরিনাম জপ করতে করতে হঠাৎ ভগবানের স্মরণে আবিষ্ট হয়ে জ্ঞান হারান। তিনি অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান, এক গাছতলায়।

এই অবস্থায় তাঁর দেহ থেকে দিব্য জ্যোতি বের হচ্ছিল। মনে হচ্ছিল যেন এক দেবতা মাটিতে শুয়ে আছেন।

ঠিক তখনই একদল মুসলিম সৈন্য ও রাজপুরুষ ঘোড়ায় চড়ে ওই অরণ্য দিয়ে যাচ্ছিলেন। তারা মহাপ্রভুকে অচেতন অবস্থায় দেখে ভেবেছিল, কেউ হয়তো কষ্ট দিয়ে এখানে ফেলে গেছে।

---

🔵 অলৌকিকতা উপলব্ধি

কিন্তু যখন তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর গায়ের জ্যোতি, মুখের শান্তি এবং আলৌকিক রূপ দেখতে পেল, তখন তারা বুঝতে পারল — এ কেবল একজন সাধারণ মানুষ নয়, এ হলেন কোন্‌ মহাপুরুষ বা দেবদূত।

তাদের নেতা (রাজা বা মুসলিম নবাব) বললেন:
"এমন মুখমণ্ডল, এমন জ্যোতি তো স্বর্গীয়! এ ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর পাঠানো কোনো অলৌকিক পুরুষ। ওনাকে স্পর্শ করো না।"

---

🟢 চৈতন্য মহাপ্রভুর জ্ঞান ফিরে পাওয়া

সৈন্যদের ভালোবাসা ও শ্রদ্ধার কারণে কিছুক্ষণ পর মহাপ্রভুর জ্ঞান ফিরে আসে। তিনি উঠে বসে সবাইকে "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ..." এই মহান মহামন্ত্র জপ করতে বলেন।

সৈন্যরা প্রথমে অবাক হয়ে শুনতে থাকে, পরে সবাই এই নামকীর্তনে মেতে ওঠে। এমনকি সেই রাজাও মহাপ্রভুর চরণে মাথা রেখে কীর্তনে অংশ নেন।

এইভাবেই, একদল মুসলিম সৈন্য – যারা আগে কখনো ভগবানের নামও শুনেনি – আজ ভগবানের প্রেমে মগ্ন হয়ে যায়।

---

✨ এই লীলার শিক্ষা কী?

1. ভগবানের নাম ও মহাপুরুষদের করুণা সমস্ত সীমা ছাড়িয়ে যেতে পারে – ধর্ম, জাতি, ভাষা ইত্যাদির ঊর্ধ্বে গিয়ে।

2. শ্রীচৈতন্য মহাপ্রভু সারা বিশ্বে প্রেমভক্তির আলো ছড়িয়ে দিতে এসেছিলেন – এমনকি অরণ্যের গভীরতাতেও।

3. একটি নিঃস্বার্থ হৃদয় ভগবানের প্রেমে সাড়া দেয়, সে হোক মুসলিম, হিন্দু বা যেকোনো সম্প্রদায়ের।

এই লীলা প্রমাণ করে — হরে কৃষ্ণ মহামন্ত্র ও ভগবানের প্রেম সব বাধা ভেদ করতে সক্ষম।

🙏 হরে কৃষ্ণ 🙏

আমার শিক্ষাগুরু... Karunakara Govinda Das Prabhu....❤️❤️🙏🙏🙏
10/07/2025

আমার শিক্ষাগুরু... Karunakara Govinda Das Prabhu....❤️❤️🙏🙏🙏

05/07/2025
05/07/2025

Iskcon ujjain jagannath rath yatra .....♥️♥️♥️🌹🚩❤️🥰💙

"ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুকে উপলব্ধি করা সহজ নয়। তিনি শুদ্ধ ভক্তদের দ্বারাই উপলব্ধ হন।"~শ্রীল জয়পতাকা স্বামী, ১২ই নভেম্ব...
04/07/2025

"ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুকে উপলব্ধি করা সহজ নয়। তিনি শুদ্ধ ভক্তদের দ্বারাই উপলব্ধ হন।"

~শ্রীল জয়পতাকা স্বামী, ১২ই নভেম্বর, ২০২৩, শ্রীধাম মায়াপুর

"ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেম দান করেন। প্রকৃতপক্ষে এই কৃষ্ণপ্রেম অন্য কোনো উপায়ে অনায়াসে লাভ করা যায় না। ভগবান ...
02/07/2025

"ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেম দান করেন। প্রকৃতপক্ষে এই কৃষ্ণপ্রেম অন্য কোনো উপায়ে অনায়াসে লাভ করা যায় না। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা তা লাভ করতে পারি, যা অন্য কোনভাবেই সম্ভব নয়।" ~শ্রীল জয়পতাকা স্বামী, ১৯শে নভেম্বর, ২০২৩, শ্রীধাম মায়াপুর

"भगवान श्री चैतन्य महाप्रभु कृष्ण प्रेम प्रदान करते हैं। वास्तव में, कृष्ण का यह प्रेम किसी अन्य तरीके से आसानी से प्राप्त नहीं किया जा सकता है। भगवान श्री चैतन्य महाप्रभु की कृपा से, हम इसे प्राप्त कर सकते हैं, जो किसी अन्य तरीके से संभव नहीं है।"~श्रील जयपताका स्वामी, 19 नवम्बर 2023, श्रीधाम मायापुर

Address

Budge Budge
Budge Budge

Alerts

Be the first to know and let us send you an email when Bijay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijay:

Share