15/05/2025
আমরা আজ সবাই নিজেকে শ্রেষ্ঠ প্রমান করার দৌড়ে ছুটছি,
নিজের মধ্যে থাকা বিশেষ গুনটার প্রতি কোনোরকম ভ্রুক্ষেপ নেই।
আমরা মাথা নত করতে চাই না,অথচ মাথা নত করলেই হয়তো হাজারটা সম্পর্কের টান আরও গাঢ় হতো, হাজারটা সম্পর্ক ভাঙতে গিয়েও আবার জুড়ে যেত, নিজের মনের মধ্যে বেড়ে ওঠা অন্তর্দ্বন্দ্ব নিমেষেই শেষ হয়ে যেত।
কি হবে শ্রেষ্ঠত্বের দৌড়ে নাম লিখিয়ে!!! আমরা চারিপাশের মানুষের সঙ্গে সামঞ্জস্য নাই বা রাখলাম নিজের পরিবারের কাছে শ্রেষ্ঠ তো হওয়াই যায়, পরিবারের ছোট ছোট কাজ গুলোর মাধ্যমে।
এই যেমন বাবার কোনো কথার উপর যুক্তি তর্কের বিশাল পাহাড় না তৈরী করে কথা টা চুপচাপ শুনে নেওয়া, মাকে আধুনিক জগতের সঙ্গে তাল না মেলানো শিখিয়ে তাঁর মতোই তাঁর পথ ধরে দু-পা এগিয়ে চলা।
নিজের ভালোবাসার মানুষটাকে তার মতো করেই না হয় ভালোবাসলে,তাকে তোমার মতো করে নাই বা চালনা করলে।
তবে হ্যাঁ আমরা ছোটবেলাতে যেমন নিয়ম করে দুবেলা পড়াশোনা করতাম তেমনই ভালোবাসার মানুষটাকে দুবেলা নয় চারবেলা নয় প্রতিটি মুহূর্ত নিয়ম করে পড়তে হবে।
©️
সাধের কথা-Sadher kotha