সাধের কথা-Sadher kotha

সাধের কথা-Sadher kotha যেমন সাধ্য তেমন সাধ, ব্যাস এটুকুই সাধের কথা।❤️
যা মন চায় তাই করি।🫰
খামখেয়ালিপনা 🫠

Target followers - 2k🎯

15/05/2025

আমরা আজ সবাই নিজেকে শ্রেষ্ঠ প্রমান করার দৌড়ে ছুটছি,
নিজের মধ্যে থাকা বিশেষ গুনটার প্রতি কোনোরকম ভ্রুক্ষেপ নেই।
আমরা মাথা নত করতে চাই না,অথচ মাথা নত করলেই হয়তো হাজারটা সম্পর্কের টান আরও গাঢ় হতো, হাজারটা সম্পর্ক ভাঙতে গিয়েও আবার জুড়ে যেত, নিজের মনের মধ্যে বেড়ে ওঠা অন্তর্দ্বন্দ্ব নিমেষেই শেষ হয়ে যেত।
কি হবে শ্রেষ্ঠত্বের দৌড়ে নাম লিখিয়ে!!! আমরা চারিপাশের মানুষের সঙ্গে সামঞ্জস্য নাই বা রাখলাম নিজের পরিবারের কাছে শ্রেষ্ঠ তো হওয়াই যায়, পরিবারের ছোট ছোট কাজ গুলোর মাধ্যমে।
এই যেমন বাবার কোনো কথার উপর যুক্তি তর্কের বিশাল পাহাড় না তৈরী করে কথা টা চুপচাপ শুনে নেওয়া, মাকে আধুনিক জগতের সঙ্গে তাল না মেলানো শিখিয়ে তাঁর মতোই তাঁর পথ ধরে দু-পা এগিয়ে চলা।
নিজের ভালোবাসার মানুষটাকে তার মতো করেই না হয় ভালোবাসলে,তাকে তোমার মতো করে নাই বা চালনা করলে।
তবে হ্যাঁ আমরা ছোটবেলাতে যেমন নিয়ম করে দুবেলা পড়াশোনা করতাম তেমনই ভালোবাসার মানুষটাকে দুবেলা নয় চারবেলা নয় প্রতিটি মুহূর্ত নিয়ম করে পড়তে হবে।

©️
সাধের কথা-Sadher kotha

24/04/2025

মৃত্যু মিছিল যদি নাটক হয়
তোমাদের চেয়ে খলনায়ক তাহলে,
ঠিক আর কোথায় পাওয়া যাবে?
ঢাকছো যেদিক রাজনীতিতে,
মনের আদালতের উকিলকে তোমার
রাজনীতি বোঝাতে পারবে তো?
'সবার ওপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই’--------
তাই বুঝি 'বিচারের বাণী নিরবে- নিভৃতে কাঁদে’?
চণ্ডীদাস,রবীন্দ্রনাথ,নজরুল, বিবেকানন্দ --
তোমাদের ধর্ম পশুদের রাজ্যে প্রশ্ন তুলে জানতে চাইবে না।।

জানতে চাইবে তোমার ধর্ম কি?
উত্তর আসার ঠিক পরেই বন্দুকের আওয়াজে স্বর্গভূমি লাল হয়ে দাগ রেখে যাবে।

পরিণত হবে মৃত্যু উপত্যকায়।।

অশিক্ষা আজ হা হা করে হেসে চারিদিক
মুখরিত করবে.........

@দেবযানীর_কথা

22/04/2025

শুনলেই হৃদয়ে এক অন্য প্রশান্তি আসে।
যা দুশ্চিন্তা দূর করে।।
জোরে জোরে বলো - রাধে রাধে 🙏

15/04/2025

Ye IPL hai.. 🏆Yaha kuch bhi sambhav hai..

PBKS : Aaj toh puri bejjati hogi. 😑🥴

KKR : Rukh ja bhai hum utna mein hi dam tod denge.😜😜😜🥲🥹😶‍🌫️

11/04/2025

আড্ডা😜🎤🎧

প্রিয়,সবাই বলে তোমার সাথে আমার অনেক দূরত্ব..কই? আমরা তো এক আকাশের তলাতেই থাকি।।
02/04/2025

প্রিয়,সবাই বলে তোমার সাথে আমার অনেক দূরত্ব..
কই?
আমরা তো এক আকাশের তলাতেই থাকি।।

01/04/2025

কবিতা- মনে থাকবে
কবি - আরণ্যক বসু।

কিছু মুহূর্ত সত্যিই অসাধারণ,এক সুন্দর মুহূর্ত উপভোগ করলাম গতকাল।রাম লালার দর্শন করলাম। অযোধ্যাধিপতি প্রভু শ্রীরামচন্দ্র ...
31/03/2025

কিছু মুহূর্ত সত্যিই অসাধারণ,এক সুন্দর মুহূর্ত উপভোগ করলাম গতকাল।

রাম লালার দর্শন করলাম।
অযোধ্যাধিপতি প্রভু শ্রীরামচন্দ্র কি জয়।
জয় শ্রীরাম।।

25/02/2024
 #সেই_ছোটবেলার_স্মৃতিকার কার মনে পড়লো?
30/12/2023

#সেই_ছোটবেলার_স্মৃতি
কার কার মনে পড়লো?

20/06/2023

://youtu.be/m6Ypr270Ef0
☝️full link
সাধারণ হয়েও যে আমরা কখন,কিভাবে অসাধারণ হয়ে উঠি তা বুঝতেও পারি না।
যে যত বেশি সাধারণ সে ততই অসাধারণ।।

Address

Burdwan
713143

Alerts

Be the first to know and let us send you an email when সাধের কথা-Sadher kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category