Khusbu BARTA News

Khusbu BARTA News News channel

07/10/2025

রামপুরহাটে আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে খুন, তাঁরি খুনের বিরুদ্ধে ও প্রতিবাদ করলেন রাষ্ট্রপতি সম্মান প্রাপ্ত ডক্টর স্বপন দত্ত বাউল,তার গানে গানে

07/10/2025

বাংলায় আবার শিকার উত্তর মালদার দুইবারের সংসদ ও সম্মানিত আদিবাসী নেতা মাননীয় খগেন মুর্মু

06/10/2025

বর্ধমান নৃত্য উৎসব 2025, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক এর ঐকান্তিক উদ্যোগে নৃত্য উৎসব ২০২৫, বর্ধমান সংস্কৃত লোকমঞ্চ।

06/10/2025

বর্ধমান Bardhaman B S N L 25 years পূর্ণ হলো ও পারবীরহাটা পর্যন্ত র‍্যালি করলেন।

04/10/2025

বর্ধমানের বিশেষ শোভাযাত্রা পূজোর কার্নিভাল ২০২৫

04/10/2025

বর্ধমানের বিশেষ শোভাযাত্রা পূজোর কার্নিভালে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের নায়ক অঙ্কুশ চলচ্চিত্রের নায়িকা কৌশানি 2025

04/10/2025

বর্ধমান পূজোর কার্নিভাল ২০২৫ বর্ধমান কার্জন গেট

04/10/2025

বর্ধমান দুর্গাপুজোর মা কার্নিভালে গাড়িতে আসছেন চলচ্চিত্রের নায়ক অংকুশ, ও চলচ্চিত্রের নায়িকা কৌশানী ২০২৫।

02/10/2025

ভাষাবিদ নোয়াম চমস্কি ১৯৮৮ সালে,th eculture of terrorism, নামে একটি প্রবন্ধ লিখেছিলেন সেখানে তিনি বিভিন্ন দেশের সরকার কিভাবে সন্ত্রাসবাদের সংস্কৃতি তৈরি করে তা নিয়ে আলোচনা করেন, এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিশ্লেষণ। তেমনি দুর্গাপুজোর নামে প্রথম থেকেই কালচার অফ টেরর চলছে অসুর নিধন প্রদর্শনীর মাধ্যমে এই অসুর আজকে শুধু পৌরাণিক ধর্মীয় কাহিনী নয় একটি রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। কারণ অনার্যদের মধ্যে যারা আর্য প্রভুত্ব স্বীকার করে নিতেন তারাই ছিলেন দাস, যারা করতেন না তারা আদর্শ তেমন আজকে দেখা যাচ্ছে একটু অন্য মোড়কে।এই রাজনৈতিক উৎসবে রাজনৈতিক অসুরের তালিকায় ডোনাল্ড ট্রাম্প থেকে মোহাম্মদ ইউনুস, গান্ধী, মুসলমান স্বরূপ দেখা যাচ্ছে। শিল্প ও সংস্কৃতি,সাহিত্যের নামে যে বিদ্বেষ ও সন্ত্রাস এগুলো নিয়ে সবর্ণ সমাজ তথা বুদ্ধিজীবীগণ নীরব কেন , ডোনাল্ড ট্রাম্প ভারতের এক সময় দেবতা হিসেবে পুজো হয়েছে আবার এ এখন ওসুর রূপে ত্রিশূলের খোঁচা খাচ্ছেন। এখানে বুঝতে পারছেন। অধিপত্তবাদ সেই বৈদ্যুতিক যুগ থেকে চলে আসছে যেখানে বেদে প্রথম দিকে অসুর মানে পবিত্র শুভ হিসেবে দেখানো হয়েছে ইন্দ্রিয় কেউ অশুর বলা হয়েছে। পৌরাণিক যুগে এসে অসুর বলতে অশুভ বলা হচ্ছে। মানে বুঝতে পারছেন যারা ব্রাহ্মণদের সংস্কৃতি ও রাজনীতি গ্রহণ করে চলবে তারা ভালো না হলে আপনি দস্যু বা অমুকের বি টিম সন্ত্রাসী সংস্থা বলে সাসপেন্ড করে দেওয়া হবে। চাক্ষুষ আমরা ব্রাহ্মণ্যবাদী নিয়ন্ত্রিত গণতন্ত্রের দেখতে পাচ্ছি দীর্ঘদিন চলে আসা সংস্কৃতি নামে সন্ত্রাসী মনোবৃত্তি আর শাসকদের রাজনৈতিক সংস্কৃতি মিশন ঘটিয়ে চলেছে তত্ত্ববাদ আমি যেটা বলতে চাই অসুর সম্প্রদায় হচ্ছে বাঙালির আদিমতম সম্প্রদায় তাদের বিশ্বাস মহিষাসুর তাদের রাজা সেই রাজাকে ত্রিশূলের আঘাতে রক্তাক্ত করে প্রদর্শনী করা কতটা যুক্তিযুক্ত?

02/10/2025

বাংলার আদিমতম জাতি অসুর সম্প্রদায় দুর্গাপূজা ও অসুর বধ প্রদর্শনী, অসুররা ভারতের তথা বাংলার আদিমতম উপজাতি গুলির মধ্যে একটি। অসুর জনজাতি ভারতের ঝাড়খন্ড, বিহার, মহারাষ্ট্র ,উড়িষ্যা ,ছত্রিশগড়, অসম, উত্তর প্রদেশ ,মধ্যপ্রদেশ, মেঘালয়, পশ্চিমবঙ্গেও দেখা যায়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ডুয়ার্স ,কোচবিহার, মালদা ,পুরুলিয়া, এবং দার্জিলিং জেলায় চা বাগান ,অধ্যুষিত এলাকায় দেখাও মিলে, এছাড়া ছোটনাগপুরেও মালভূমি অঞ্চল গুমলা ও লোহারডাঙ্গা জেলায় এদের বসবাস, অসুররা ছিলেন বৃহৎ বঙ্গের মানুষ। এবং মহাভারতের আদি-পর্বে বলা হচ্ছে অসুর রাজবলীর পাঁচ পুত্রের নামে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ , পুনন্ড্র ,ও সূক্ষ্ম, রাজ্যের নামকরণ করা হয়েছে। বৌদ্ধদের প্রাচীন গ্রন্থ আজম্ম মঞ্জুশ্রীমূলকল্প বলা হয়েছে বঙ্গের ভাষা হল অসুর জাতির ভাষা।

01/10/2025

বিমান দুর্ঘটনা" ১২ই জুন 2025 গুজরাটের আমেদাবাদে নিহত ২৭০ জন, বিমান যাত্রী বিমান কর্মী ও হোস্টেল পড়ুয়া, অকাল প্রায়ানে শোকাহত চিত্র সৌজন্য দুর্গা পূজার মন্ডপে খণ্ডঘোষ নাইন স্টার ক্লাব খণ্ডঘোষ তাঁতিপাড়া।

Address

Burdwan
713142

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khusbu BARTA News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share