
29/05/2023
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ।
কবির লেখায় ধরা পড়া এই কথা যেন সর্বদাই বিরাজমান। আজ কাটোয়া ১ নম্বর ব্লক সুদপুর অঞ্চলের গোপখাঁজী গ্রামের বাসিন্দা জয়া হাজরা মাত্র বছর ১৭ এর মেয়েটির হঠাৎ রক্তের প্রয়োজন হয় ঠিক তখন রক্তের জন্য তার পাশে দাঁড়ায় কাটোয়া ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সদস্য মোমিন সেখ। কাটোয়া হাসপাতালে গিয়ে রক্তদান করেন এবং তিনি বলেন কাটোয়া এক নম্বর ব্লক ছাত্র- যুব মাননীয় কাটোয়া বিধানসভর বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়। এর আদর্শে অনুপ্রাণিত তারা সব সময় সবার সাথে সবার পাশে থাকে এবং তাই আমি আজ স্বইচ্ছায় রক্ত দান করেছি এবং আমি গর্ববোধ করি।
BDN বাংলা নিউজ। DATE-29/05/2023 খবর সংগ্রহ- নিজস্ব সংবাদদাতা।