PrabirMondal

PrabirMondal PRABIR MONDAL

28/10/2025

Live

20/10/2025

বড়মা : দেবীর হাতে স্মার্টফোন, স্মার্টওয়াচ ও ভ্যানিটি ব্যাগ

18/10/2025

আর হুড়োহুড়ি নয়! এবার বর্ধমান স্টেশনে চালু নয়া নিয়ম...

বর্ধমানে পুজোর কার্নিভাল
04/10/2025

বর্ধমানে পুজোর কার্নিভাল

বর্ধমানে পুজোর কার্নিভাল

04/10/2025

বর্ধমানে পুজোর কার্নিভাল ২০২৫

03/10/2025

বড়শুল জাগরণী : মাতৃ রুপেন সংস্থিতা

02/10/2025

মাটির দুর্গা নয়, বর্ধমানে জীবন্ত দুর্গা

02/10/2025

মন্ডপে মন্ডপে বিষাদের সুর

20/09/2025

সময় আধুনিক হলেও এখনও কদর কমেনি রেডিওর

বর্ধমানে ভিএমএল কেলেঙ্কারি! সর্বস্বান্ত বহু আমানতকারীপ্রবীর মণ্ডল : ‘কম টাকায় বেশি মুনাফা’– এই টোপে রাজ্যজুড়ে কয়েকশো কো...
02/09/2025

বর্ধমানে ভিএমএল কেলেঙ্কারি! সর্বস্বান্ত বহু আমানতকারী

প্রবীর মণ্ডল : ‘কম টাকায় বেশি মুনাফা’– এই টোপে রাজ্যজুড়ে কয়েকশো কোটি টাকা তুলেছে একটি অনলাইন সংস্থা (ভিএমএল)। প্রথমদিকে কিছু টাকা ফেরত দিলেও গত অগস্ট মাস থেকে গ্রাহকদের অর্থ ফেরত বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েছেন কয়েক লক্ষ আমানতকারী। সোমবার বর্ধমান সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগকারীরা জানিয়েছেন, সংস্থার দাবি ছিল— ৫ হাজার টাকা বিনিয়োগ করলে ২০ দিন পর মিলবে ৪০ হাজার টাকা। ১৬ হাজার ৫০০ টাকায় জয়েন করলে প্রতিদিন ৮০০ টাকা আয় হবে, মেয়াদ শেষে পাওয়া যাবে প্রায় এক লক্ষ টাকা। এমনই নানা স্কিমের লোভ দেখিয়ে মানুষকে বিনিয়োগে প্রলুব্ধ করা হয়েছিল। যে যতজনকে জয়েন করাবে, সে তত বেশি কমিশন পাবে বলেও প্রচার চালানো হয়েছিল।

প্রথমদিকে কয়েকজনকে টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করলেও পরে বিভিন্ন অজুহাতে অর্থ আটকে দেয় সংস্থাটি। অভিযোগ, সম্প্রতি আবার কেওয়াইসির নামে কারও কাছে ৮১ হাজার, কারও কাছে এক লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। টাকা না দিলে আইনি পদক্ষেপের হুমকিও দেওয়া হচ্ছে গ্রাহকদের।

তৃণমূল নেতা শ্যামল রায় অভিযোগ করে বলেন, “দেশজুড়েই এই প্রতারণা চলছে। শুরুতে বলা হয়েছিল দিনে ৪-৫টি বিজ্ঞাপন দেখলেই মোটা টাকা আয় হবে। ২ হাজার থেকে ১৬ হাজার ৫০০ টাকা দিয়ে জয়েন করতে হতো। সরল বিশ্বাসে অনেকেই যোগ দেন। পরে লোভ দেখিয়ে আরও নানা স্কিমে বিনিয়োগ করতে বলা হয়। পাঁচ থেকে আটগুণ মুনাফার আশায় অনেকে ধার করেছিলেন, কেউ আবার সোনা বন্ধক রেখেছিলেন। এখন সবই আটকে গেছে।”

তিনি আরও জানান, বর্ধমানের তিন-চারজন এই চক্রের মূল মাথা হিসেবে কাজ করেছে। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এক আমানতকারী বলেন, প্রায় সাত মাস ধরে অ্যাপটি চলছিল। প্রথমদিকে প্রতিশ্রুতির মতো কয়েকজনকে টাকা দেওয়া হয়। সেই প্রলোভনে বহু মানুষ বিনিয়োগ করেন। হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে আরও মানুষকে প্রভাবিত করা হয়। একটি লিঙ্ক ডাউনলোড করলেই বিনিয়োগের সুযোগ মিলত। শুরুতে বলা হয়েছিল, বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন প্রচারের জন্যই অ্যাপটি চালু হয়েছে।

অন্য এক আমানতকারী জানান, শুধু বর্ধমান শহরেই প্রায় ১০ হাজার যুবক-যুবতী ওই অ্যাপে টাকা দিয়েছেন। পাশাপাশি জেলার বাইরেও অসংখ্য বিনিয়োগকারী রয়েছেন।

প্রতারণার জালে ফেঁসে এখন লক্ষ লক্ষ আমানতকারীর ভবিষ্যৎ অনিশ্চিত। পুলিশের তদন্ত শুরু হলেও এখনও মূল অভিযুক্তদের খোঁজ মেলেনি।

টেলিগ্রাম চ্যানেলের ফাঁদে সফটওয়্যার ইঞ্জিনিয়ার! খোয়ালেন লক্ষাধিক টাকা নতুন কৌশলে আবারও সাইবার অপরাধীদের জালে পড়লেন এক ...
02/09/2025

টেলিগ্রাম চ্যানেলের ফাঁদে সফটওয়্যার ইঞ্জিনিয়ার! খোয়ালেন লক্ষাধিক টাকা

নতুন কৌশলে আবারও সাইবার অপরাধীদের জালে পড়লেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অনলাইনে কাজের প্রলোভন দেখিয়ে প্রতারকরা তার কাছ থেকে প্রায় ৯১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেজি হাল্লি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ৩৬ বছর বয়সি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে গত জুলাই মাসে ‘ধন্য’ নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে মেসেজ আসে। সেখানে দাবি করা হয়, একটি চেন্নাই-ভিত্তিক সংস্থা বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে। কাজের ধরন—অনলাইনে হোটেলের রেটিং দেওয়া ও রিভিউ লেখা। এর বিনিময়ে মোটা কমিশনের আশ্বাস দেওয়া হয়।

প্রথমে সন্দেহ থাকলেও, ইঞ্জিনিয়ারকে একটি গ্রুপে যোগ করানো হয়, যেখানে অনেক সদস্য তাদের রোজগারের স্ক্রিনশট শেয়ার করছিল। এতে তিনি আশ্বস্ত হন। এরপর তার নামে একটি আইডি ও পাসওয়ার্ড তৈরি করে কাজ শুরু করানো হয়।

প্রতারকরা প্রথমেই জানায়, ১ লাখ টাকা বিনিয়োগ করলে ‘ওয়েলকাম বোনাস’ হিসেবে ২ লাখ টাকা ফেরত দেওয়া হবে। ১৮ জুলাই তিনি ১ লাখ টাকা জমা দেন এবং শীঘ্রই তার অনলাইন অ্যাকাউন্টে ২ লাখ টাকা দেখানো হয়। তাতেই তার বিশ্বাস আরও দৃঢ় হয়। এর পরপরই তিনি নিজের, মায়ের এবং স্ত্রীর অ্যাকাউন্ট থেকে মিলিয়ে মোট ৯১ লাখ টাকা বিনিয়োগ করেন।

কিন্তু টাকা তোলার চেষ্টা করতেই প্রতারণার আসল চেহারা প্রকাশ পায়। প্রতারকরা জানায়, টাকা তুলতে গেলে জিএসটি এবং অতিরিক্ত চার্জ দিতে হবে। পরে আরও বলা হয়, তিনি ভুলভাবে বিনিয়োগ করেছেন, তাই তার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। অ্যাকাউন্ট খুলতে জরিমানা দিতে হবে। টাকার দাবি ক্রমশ বাড়তে থাকায় তার সন্দেহ হয় এবং অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন।পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং টাকা লেনদেনের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজে নামিয়েছে।

সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, “অপরাধীরা মানুষের সরলতা ও দ্রুত লাভের লোভকেই হাতিয়ার করছে। তাই সচেতন হওয়াই একমাত্র প্রতিরক্ষা।”

-প্রবীর মণ্ডল

Address

Burdwan
713104

Alerts

Be the first to know and let us send you an email when PrabirMondal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PrabirMondal:

Share