ছিন্ন সেপাই Chinno Sepai

ছিন্ন সেপাই Chinno Sepai ছিন্নতা সত্যিই কি ছিন্ন করতে পারে ?
(1)

13/02/2023

মায়াবন বিহারীণি 🍂

নৃত্য পরিবেশনায় : সায়ন্তিকা
#ছিন্ন_সেপাই

🖤কলমে - সৌমেন #ছিন্ন_সেপাই
10/02/2023

🖤

কলমে - সৌমেন
#ছিন্ন_সেপাই

❤️অঙ্কনে : সায়ন্তিকা #ছিন্ন_সেপাই
07/02/2023

❤️

অঙ্কনে : সায়ন্তিকা
#ছিন্ন_সেপাই

উত্তর কলকাতা ও হলুদ ট্যাক্সি 💛©️ Chinnosepai #ছিন্ন_সেপাই
04/02/2023

উত্তর কলকাতা ও হলুদ ট্যাক্সি 💛
©️ Chinnosepai
#ছিন্ন_সেপাই

- আজও উচ্ছে সেদ্ধ ভাত!! খাবো না আমি...- ওরম করে না খেয়ে নাও- ধুধ্ধুর.. তেল নেই, ঝাল নেই খালি সারাদিন সেদ্ধ খাইয়ে যাচ্ছে....
03/02/2023

- আজও উচ্ছে সেদ্ধ ভাত!! খাবো না আমি...
- ওরম করে না খেয়ে নাও
- ধুধ্ধুর.. তেল নেই, ঝাল নেই খালি সারাদিন সেদ্ধ খাইয়ে যাচ্ছে.. এ সব খাবার খাবো না আমি..
- এই তোমার রোজকার ঝামেলা.. আমি কোথায় যাই বলো তো.. ডাক্তার বাবু তো একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে তেল - ঝাল খেতে, তা সেখানে আমি ই কি করি.. তোমার যে সুগার, প্রেশার, ইউরিক অ্যাসিড সব কিছুই বেশি বেশি। এরকম না খেলে যে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে।
- না না.. আমি খাব না বলেছি যখন খাবো না..
- এরকম কোরো না বাচ্চা ছেলের মত। তালে তোমার আর টুপাই এর মধ্যে পার্থক্য কি থাকলো বলো তো.. খেয়ে নাও.. খেয়ে নাও দেখি ঝটপট..
- খেতে পারি.. তবে একটা শর্তে..
- আবার কি শর্ত?
- বিকেল বেলা আমায় আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে।
- এই ঠান্ডা তে আইসক্রিম!! তুমি কি আমায় মারতে চাও, না নিজে মরতে চাও?
- আমি জানি না.. আমায় বিকেল বেলা নিয়ে গেলে এখন খাবো নাহলে খাবো না..
- আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে নিয়ে যাব, এখন খাও তো দেখি...

************** বিকেলে **************

- কয় হে, হলো তোমার আর কতক্ষণ?
- উফফ দাঁড়াও না বাবা এত অস্থির হচ্ছো কেন? হাতের সব কাজ সারবো তারপর তো..
- উফফফ বিকেলেও তোমার কাজ.. তুমিও না সত্যি..
- থাক আর তোমায় কিছু বলতে হবে না.. চলো এবার..
- হ্যাঁ চলো চলো
- গলায় মাফলার টা জড়াও দেখি, একেই তো ঠান্ডা লেগেছে তার উপর আবার হাওয়া দিচ্ছে.. তার উপর আবার আইসক্রিম খাবে.. যতো তোমার বায়নাক্কা...
- উফফফ বেশি বজবজ কোরো না তো, জড়ালাম তো নাকি মাফলার টা.. এখন চলো দেখি আইসক্রিম টা খাওয়াবে..
- উফফফ চলো বাবা চলো, তোমার সঙ্গে পারবো না।

কলমে - উড়নচন্ডী
ছবি - সংগৃহীত
#ছিন্ন_সেপাই

- কি রে হনু, কি করছিস?- আউউউ.. লাগে তো নাকি..- তো লাগার জন্যই তো মারা..- আর তোমাকে আমি বারণ করেছি না আমাকে ওই নামে না ডা...
01/02/2023

- কি রে হনু, কি করছিস?
- আউউউ.. লাগে তো নাকি..
- তো লাগার জন্যই তো মারা..
- আর তোমাকে আমি বারণ করেছি না আমাকে ওই নামে না ডাকতে
- বেশ করেছি ডেকেছি, একশো বার ডাকবো
- যাও কথা বলবো না তোমার সঙ্গে
- ওরে আমার হনু টা রাগ করেছে রে... আচ্ছা কি গান করছিস বল?
- কিছুই না, জাস্ট এই গিটার নিয়ে একটু গুণ গুণ করছিলাম
- আমায় শোনা একটা গান
- শোনাতে পারি, তবে তোমাকেও আমার সঙ্গে করতে হবে
- বেশ ঠিক আছে
- "অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো"
- "ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু আসো না তো"
কি রে কর তারপর...
- আমায় বিয়ে করবে অতীন্দ্র দা?
- অ্যাঁ কি বলছিস কি তুই?
- আমার না অনেকদিন থেকেই তোমায় ভালো লাগে, কিন্তু এতদিন ধরে সাহস করে বলতে পারছিলাম না, একটা ভয় চেপে ধরেছিল। কিন্তু এই ভয় টাকেই আর একটা ভয় কাটিয়ে দিলো।
- মানে?
- আমার বিয়ের জন্য সমন্ধ দেখছে অতীন্দ্র দা। কিন্তু আমি না তোমায় খুব ভালোবাসি।
- কিন্তু?
- কোনো কিন্তু নয় অতীন্দ্র দা। তুমি আজকে যা বলবে আমি সেটাই মেনে নেবো। হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না।
- আচ্ছা তুই আগে একটু শান্ত হয়ে বস।
- পারছি না অতীন্দ্র দা, যতক্ষণ না তোমার মুখ থেকে শুনছি ততক্ষণ শান্তি পাচ্ছি না।
- ভালোবাসি...
- অ্যাঁ..
- আমিও ভালোবাসি তোকে, খুব ভালোবাসি...
- থ্যাঙ্কিউ অতীন্দ্র দা.. আমি জানতাম এটাই হবে। আমিও তোমায় খুব ভালোবাসি অতীন্দ্র দা।

কলমে - উড়নচন্ডী
ছবি - সংগৃহীত
#ছিন্ন_সেপাই

- অ্যাই বাবাই... আরে অ্যাই বাবাই..- কিহ্?- শোন না..- উফফ কি হয়েছে?- বলছি যে... আরে বাবা শোন না..- উফ.. কি হয়েছে কি বল ...
02/01/2023

- অ্যাই বাবাই... আরে অ্যাই বাবাই..
- কিহ্?
- শোন না..
- উফফ কি হয়েছে?
- বলছি যে... আরে বাবা শোন না..
- উফ.. কি হয়েছে কি বল না। জানিস তো বেশি কথা বললে স্যার আবার বকবে, এখন পড়াচ্ছে.. বল কি হয়েছে...
- বলছি কি, আজ আইসক্রিম খাওয়াবি?
- কিহ্?
- আইসক্রিম খাওয়াবি আজকে?
- ধ্যাৎ, এখন পড়া শুনতে দে তো.
- আজব পাবলিক তো, যা তোর সঙ্গে কথা বলবো না
- হ্যাঁ যা বলতে হবে না, তোর ওই ক্রাশ কে গিয়ে বলগে যা আইসক্রিম খাওয়ানোর কথা
- হ্যাঁ বলবো তো, তাই বলবো... আর তাছাড়া আমি কাকে বলবো না বলবো তোর তাতে কি.....

* * *

- এই বাবাই.. বাবাই রে..
- এই তো তুই বললি আমার সঙ্গে কথা বলবি না, তাহলে আবার কথা বলছিস কেন?
- দেখ তুই ছাড়া আমার আর কে আছে বল? আমাকে তুই ছাড়া আর কে বুঝবে বল?
- কেন তোর ক্রাশ কি হলো?
- ধুর, ওরকম কত ক্রাশ আসবে যাবে.. কিন্তু তুই না আমার বেস্ট ফ্রেন্ড। তুই এরকম মুখ ফিরিয়ে নিলে আমি কোথায় যাই বল..
- আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর তেল মারতে হবে না.. চল আইসক্রিম খাওয়াচ্ছি
- ঠিক হ্যায়.. বাট আমি টাকা দেবো
- কেন এই তো তুই আমায় খাওয়া তে বলছিলিস, এখন আবার কি হলো?
- সব বুইতে পারবি, রুক... কাকু দুটো কর্নেটো দাও তো... এই নাও টাকা টা
বাবাই, এতদিন তুই সব সময় আমাকে সামলে এসেছিস। যতো ঝড় ঝাপটাই যাক না কেন আমার উপর দিয়ে, তুই সব সময় আমায় সামলে নিয়েছিস। আমার একটার পর একটা ক্রাশের মিঙ্গেল হওয়া দেখে আমি যখন অবুঝের মত কাঁদতাম তখন তুই আমায় সামলেছিস। যে কোনো কাজে সব সময় আমায় সাপোর্ট করেছিস, ভুল করলে বকা দিয়েছিস, রাগ করেছিস.. কিন্তু আমার হাত টা কখনো ছেড়ে যাসনি। সো মি. বাবাই আপনি কি সারাজীবন আমার হাত টা এই ভাবে ধরে রাখতে পারবেন?
- অবনী কি বলছিস তুই? তোর মাথার ঠিক আছে তো? মানে যা বলছিস ভেবে চিন্তে বলছিস তো?
- আমি সব ভেবে চিন্তেই বলছি। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এটার ব্যাপারে.. তাই আমি একেবারে প্রস্তুত হয়েই এসেছি। তুই যদি আমায় রিজেক্ট ও করিস তাও আমি কিছু মনে করব না। ভাববো আমার ভাগ্য টাই খারাপ। কারণ তোর মত এরকম কেয়ারিং মানুষ আর দুটো পাওয়া যাবে না।
সো, মি. বাবাই আমি তোমাকে খুব ভালোবাসি।
এই একি রে পাগলা এই ভাবে জড়িয়ে ধরে কাঁদছিস কেন? বাবাই রাস্তার মাঝে আছি আমরা, লোকে দেখছে আমাদের..
- ওহ্ সরি.. বাট আমিও তোকে খুব ভালোবাসি অবনী, অনেকদিন থেকে...
- ও তাই? তাহলে এতদিন বলিস নি কেন?
- সেসব কথা তোকে রাস্তায় যেতে যেতে বলছি, এখন চ অনেক দেরি হয়ে গেলো। বাড়ি তে আবার মা - কাকিমারা চিন্তা করবে।
- আচ্ছা চ চ ।

কলমে - উড়নচন্ডী
ছবি - সংগৃহীত ( Dm for credit)
#ছিন্ন_সেপাই

আলোয় ফিরেছে চেনা পার্কস্ট্রিট ✨শুভ বড়দিন 💜🌲ফটো ক্রেডিট : রূপসা #ছিন্ন_সেপাই                 #2022
25/12/2022

আলোয় ফিরেছে চেনা পার্কস্ট্রিট ✨
শুভ বড়দিন 💜🌲

ফটো ক্রেডিট : রূপসা
#ছিন্ন_সেপাই

#2022

আপনি কি ফটোগ্রাফি করেন?তাহলে দেরি কিসের.. এক্ষুণি যোগাযোগ করুন নীচে দেওয়া নাম্বারে 😍👇 #ছিন্ন_সেপাই
21/12/2022

আপনি কি ফটোগ্রাফি করেন?

তাহলে দেরি কিসের.. এক্ষুণি যোগাযোগ করুন নীচে দেওয়া নাম্বারে 😍👇

#ছিন্ন_সেপাই

• সময়ের বিবর্তন •আকাশ যখন হাতছানি দিয়ে ডাকে.....তখন ওরা বেড়ে উঠে .....বেড়ে উঠতে চায় একটু ভালবাসা পেলে,বেড়ে উঠার জন্...
20/12/2022

• সময়ের বিবর্তন •

আকাশ যখন হাতছানি দিয়ে ডাকে.....
তখন ওরা বেড়ে উঠে .....
বেড়ে উঠতে চায়
একটু ভালবাসা পেলে,
বেড়ে উঠার জন্য একটা খুঁটি পেলে দ্রুত উপরের দিকে মাথা বাড়িয়ে দিয়ে ধাবমান হতে চায়....
এক মুহূর্তে নীলের প্রেমের মায়াজালে নিজেকে বিলীন করে দিয়ে নিজেকে ছড়িয়ে দিয়ে ভালোবাসার লালে নিজেকে রাঙিয়ে ফেলতে চায়..........
কিছু কাল পরেই......
সব লাল ঝড়ে যায় ....!
মোঃ কেটে যায়...
সবুজ মরে যায় ...।
হ্যাঁ চির সবুজ একদিন মরে যায়..!

কলমে ও ফটোগ্রাফিতে - নূরজাহান
#ছিন্ন_সেপাই

After 36 years. He kept his word... 💙🇦🇷Messi - A name of 'STORM' 💥
19/12/2022

After 36 years. He kept his word... 💙🇦🇷
Messi - A name of 'STORM' 💥


- হ্যালো.. - হ্যাঁ ম্যাডাম, কি করছেন?- এই তো শুয়ে আছি..- কি ব্যাপার, আজ এখন ও শুয়ে.. রেডি হবি কখন?- আজ ভালো লাগছে না যেত...
18/12/2022

- হ্যালো..
- হ্যাঁ ম্যাডাম, কি করছেন?
- এই তো শুয়ে আছি..
- কি ব্যাপার, আজ এখন ও শুয়ে.. রেডি হবি কখন?
- আজ ভালো লাগছে না যেতে, বুঝলি..
- কেন, কি হয়েছে?
- আমার আজকে পিরিয়ডস্ হয়েছে...
- ও আচ্ছা, তাহলে থাক ছাড়.. আজকে সারাটা দিন তুই বাড়ি তে রেস্ট নে, কোত্থাও বেরোবি না আজকে।
- না বেরোবো.. বিকালে আমি বেরোবো তোর সঙ্গে। তখন আশা করছি অনেকটা বেটার ফিল করব।
- আচ্ছা কোথায় যাবি বল?
- একটু গঙ্গার ঘাটে যাবো আজকে, অনেকদিন যাইনি
- বেশ তাই হবে
- হ্যাঁ, তুই সাবধানে অফিসে যাস
- ওক্কেএএএ ম্যাডাম, লাভ ইউ, উমমমমাহ্..
- লাভ ইউ টু বেব।
........................................................................

- আজ শীতটা বেশ পড়েছে, কি বলিস?
- হ্যাঁ তা পড়েছে বটে..
- তোর চাদরটা দে না
- কি করবি?
- ধুর বাবা, দে না.. খালি প্রশ্ন করে, ডিসগাস্টিং..
- এই নে ধর
- আরে বুদ্ধু গোটা টা নয়, একদিকটা দে..
- ওহ্ বুঝেছি এবার.. এই নে চাদর দিয়ে একেবারে জড়িয়ে ধরলাম আর শীত করবে না
- নাহ্, তাও কিছু একটা মিসিং আছে?
- আবার কি?
- রাইট, এক কাপ চা.. ও দাদা এক কাপ স্পেশাল লেবু চা দিন তো
- বাবা রে বাবা, এবার হয়েছে?
- না এখন ও হয়নি
- আবার কি?
- ওই যে ওই গান টা কর না
- কোন গান টা?
- ওইইইই যেএএএ... সেই কবীর সুমন এর গান টা.. " এক কাপ চায়ে আমি তোমাকে চাই "
- আচ্ছা বাবা আচ্ছা...
"প্রথমত আমি তোমাকে চাই,
দ্বিতীয়ত আমি তোমাকে চাই,
তৃতীয়ত আমি তোমাকে চাই,
শেষ পর্যন্ত তোমাকে চাই..."
- এবার একদম ষোলো কলা পূর্ণ, আহ্ কি যে শান্তি!!


কলমে - উড়নচন্ডী
ছবি - সংগৃহীত (Dm for credit)
#ছিন্ন_সেপাই

Address

Burdwan

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছিন্ন সেপাই Chinno Sepai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছিন্ন সেপাই Chinno Sepai:

Share