V TV Bangla News

V TV Bangla News We are a Bengali News Channel that keeps you informed about the surrounding's 24x7
We Specialize in Broadcast Media & Print Media. Reg No MSME-WB23D0004060

26/05/2024

সোমনাথ দত্ত। প্রাদেশিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।*
তীব্র ঘূর্ণিঝড় রিমল এর সাইক্লোন সেন্টারের আবর্তের বর্তমান গতি ১০০ থেকে ১১০ কিমি। সর্বোচ্চ ১২০ কিমি। উত্তর অভিমুখে গত ৬ ঘন্টায় ১৩ কিলোমিটার গতিবেগ নিয়ে এগিয়েছে উত্তর বঙ্গোপসাগর উপকূলের দিকে।
উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান। বাংলাদেশের মোংলা থেকে সরাসরি ২২০ কিলোমিটার দক্ষিনে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে। সাগরদ্বীপ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়।

26/05/2024

চিক ৎসাধীন অবস্থায় পথ দুর্ঘটনায় আহত এক বৃদ্ধের মৃত্যুতে উত্তেজনা ছড়ালো বার্ণপুরে। আর এই এই ঘটনায় ক্ষিপ্ত মৃত বৃদ্ধর পরিবারের সদস্যরা রবিবার সন্ধ্যায় আসানসোলের বার্ণপুরে হিরাপুর থানার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ও দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান।

26/05/2024

মারণ গ্যাসের শিকার হল দুই যুবক। ঘটনাটি আসানসোল কর্পোরেশন এলাকার ৩৪ নম্বর ওয়ার্ডের, রানীগঞ্জ থানা অন্তর্গত, পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার, কুনুস্তুড়িয়া কোলিয়ারির তিন নম্বর খনি মুখ অঞ্চলে পাশে অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের এক নির্মীয়মান ওয়ার্কশপে কুয়ো কাটতে গিয়ে ঘটে এই ঘটনা। এই ঘটনায় ওই ৩৪ নম্বর ওয়ার্ডেরই রাম বাগান কোড়াপাড়ার বাসিন্দা দুই যুবক রতন কোড়া ও গোপি কোড়া নামের দুই পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে, অন্যান্য দিনের মতো এদিনও ওই অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক নামের নির্মীয়মান ওয়ার্কশপে পুরনো কুয়ো কাটতে গিয়ে কুয়োর অভ্যন্তরের মারন গ্যাসের দাপটে এসে কুয়ার ভেতর আটকে পড়ে রয়েছে।

26/05/2024

মারণ গ্যাসের শিকার হল দুই যুবক। ঘটনাটি আসানসোল কর্পোরেশন এলাকার ৩৪ নম্বর ওয়ার্ডের, রানীগঞ্জ থানা অন্তর্গত, পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার, কুনুস্তুড়িয়া কোলিয়ারির তিন নম্বর খনি মুখ অঞ্চলে পাশে অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের এক নির্মীয়মান ওয়ার্কশপে কুয়ো কাটতে গিয়ে ঘটে এই ঘটনা।

25/05/2024

রোমেলা ঘূর্ণিঝড় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আবহাওয়া দপ্তর

25/05/2024

ঝাড়গ্রামের গড়বেতায় বিজেপি প্রার্থী ড. প্রনত টুড়ুর উপর হামলা চালালো তৃণমূল দুষ্কৃতীরা। মাথা ফাটল দেহরক্ষীর।

25/05/2024

লোধা সম্পদায়ের গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।সুত্রের খবর ইতিমধ্যে ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিলো হাইকমান্ড।ওই গৃহবধূর অভিযোগ জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়ীতে যায় ওই জাওয়ান।তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয়।

25/05/2024

কাজি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রভাতফেরী এবং মেলা।
কাজি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পাঞ্চলের চুরুলিয়াতে প্রভাতফেরী বার করা হয়।প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডঃ দেবাশীষ বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিরা।

25/05/2024

দিঘা, পূর্ব মেদিনীপুর :
*ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস দীঘায়।*দীঘা সমুদ্র সৈকতে রেমানের প্রভাবে চলছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছে করছে দীঘা উপকূলে। গাড়োয়াল টক্কে রীতিমতো ঢেউ উঠছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমান প্রভাব ফেলতে পারি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আজ ষষ্ঠ দফার নির্বাচন।

25/05/2024

কাঁথি লোকসভার ভগবানপুর ১ ব্লকের মথুরায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এর সঙ্গে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর উত্তপ্ত বাক্য বিনিময়। সেই জওয়ানকে প্রকাশ্যে ধমক দিলেন বিজেপি প্রার্থী।

25/05/2024

৯:১০ নাগাদ শান্তিকুঞ্জ থেকে ভোট দানের জন্য নন্দীগ্রাম বেরিয়ে গেলেন শুভেন্দু অধিকারী, এবং এখনো পর্যন্ত যেসব লোকসভা কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে তার কি পরিস্থিতি সপ্তাহে তিনি জানিয়েছেন।

25/05/2024

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হ'ল দিদা ও নাতনির। শুক্রবার সকালে মুর্শিদাবাদ নবগ্রাম থানার রামানন্দপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- প্রতিদিনের মতো আজ সকালেও ঘুম থেকে উঠে আট মাসের নাতনিকে কোলে নিয়ে মর্নিং ওয়াকে বেরোন তার দিদা। গ্রামের রাস্তায় পায়চারী করার সময় রাস্তার পাশের একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে আচমকা।

Address

Asansol (paschim Burdwan), DVC More , N H 2, , , Udyog Aadhaar No, WB23D0004060
Burdwan
713304

Alerts

Be the first to know and let us send you an email when V TV Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share