Ganakrishti

Ganakrishti fortnight potrika.

16/07/2025

বিজেপির বাঙালি বিদ্বেষীবিরুদ্ধে পূর্ব বর্ধমানে মিছিল।
নেতৃত্ব তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার।

গণ কৃষ্টি নিউজ,,,,,,,তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির নির্দেশ মেনে,বর্ধমানে যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্ব এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে।
মিছিলে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ ডাক্তার শর্মিলা সরকার, দেবাংশু ভট্টাচার্য ও বেশ কয়েক জন বিধায়ক।

15/07/2025

২১শে জুলাই কে সামনে রেখে বর্ধমান শহরে বিধায়ক খোকন দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল।

বর্ধমান শহরে টাউন হল থেকে রাজবাড়ী পর্যন্ত শহীদ দিবসকে সামনে রেখে,তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খোকন দাসের নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন উজ্জ্বল প্রামানিক। পর্দার উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন বিধায়ক,...
15/07/2025

বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন উজ্জ্বল প্রামানিক।

পর্দার উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন বিধায়ক, জেলা পরিষদের প্রাক্তন মেন্টর উজ্জ্বল প্রামানিক।পুনরায় ভাইস রইলো আইনুল হক, পুরনো বোর্ডে চেয়ারম্যান ছিলেন কাকলি তা গুপ্তা, বর্তমান বোর্ডের ভাইস চেয়ারম্যান হলেন তিনি।

14/07/2025

টেলিভিশনে সিরিয়ালের অভিনেত্রী রাস্তায় রাস্তায় ঘুরছেন ভারসাম্যহীন হয়ে

টেলিভিশনের পর্দায় বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী সৌমি হর চৌধুরী। পূর্ব বর্ধমানের খন্ডঘোষের রাস্তায় সোমবার বর্ধমান- আরামবাগ রোডের ধারে একটি বাস স্ট্যান্ডে তাকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে অভিনেত্রীকে চিনতে না পারলেও, পরে কথপোকথনের মাধ্যমে তার পরিচয় জানতে পারে যায়। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে,খন্ডঘোষ থানার পুলিশ অভিনেত্রীকে উদ্ধার করে বর্ধমানের একটি হোমে নিয়ে যায়। আপাতত সেখানেই তিনি রয়েছেন বলে জানা গেছে।এদিন সকালে বর্ধমান – আরামবাগ রাজ্যে সড়ক ধরে আরামবাগের দিকে এক মহিলাকে হেঁটে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎই, বৃষ্টির নামার কারণে বৃষ্টি থেকে বাঁচতে ওই মহিলা আমিলা বাজার বাস স্ট্যান্ডে আশ্রয় নেন। মহিলার পরনে ছিলো অপরিচ্ছন্ন পোশাক। চেহারাও জরাজীর্ণ। উসকো খুসকো চুল। তবে পোশাকের ধরন যে স্থানীয় সাধারণ মহিলাদের মতো নয়, তা দেখেই বোঝা যাচ্ছিল। ওই মহিলা কালো রঙের একটি শার্ট ও হাফ প্যান্ট পড়েছিলেন। পুলিশ তার নিকট আত্মীয় র সন্ধান শুরু করেছে। যে সমস্ত অভিনয় করেছিলেন সেই সমস্ত সিরিয়ালে পরিচালকদের সঙ্গে যোগাযোগ করে যাতে তাকে আত্মীয়র কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করছে।

12/07/2025

২১জুলাই সফল করতে যুব তৃণমূল কংগ্রেসের সভা।

জি নিউজ,,,,,,,তৃণমূল যুব কংগ্রেসের ২১জুলাই শহীদ দিবস কে সামনে রেখে প্রস্তুতি সভা।

05/07/2025

১.৫কোটি টাকার পারিবারিক দূর্গা পূজার ১ম বর্ষের খুঁটি পূজা।

গণ কৃষ্টি নিউজ,,,,,, পূর্ব বর্ধমানের দু নম্বর বৈকন্ঠপুর অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিশ্বজিৎ মন্ডল। তার পারিবারিক প্রথম বর্ষের পূজার খুঁটি পুজো করতে গিয়ে বলেন এ বছর আমার পরিবারের পক্ষ থেকে দেড় কোটি টাকা বাজেটে পুজো করছি, এবং পূজো উদ্বোধনের দিনে আমার অঞ্চলের জন্য একটি অ্যাম্বুলেন্স ও একটি স্বর্গ রথের করা হবে। এই দুটি অঞ্চলের মানুষদের সম্পূর্ণ বিনা পয়সায় পরিষেবা দেবে।

05/07/2025
02/07/2025

ভুয়ো ইডি অফিসারের বাড়িতে সাতসকালে সকালে পূর্ব বর্ধমানের রায়না থানার ক্ষেমতা গ্রামে ইডির হানা।

গণ কৃষ্টি নিউজ,,,,,,বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের রায়না থানার অন্তর্গত ক্ষেমতা গ্রামে। সকাল ৭টা নাগাদ ভুয়ো ইডি অফিসার সাজা, জিন্নার আলীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির তল্লাশি অভিযান শুরু হয়। সূত্র মারফৎ খবর আর্থিক দুর্নীতির কারণেই এই হানা বলে জানা যায় ।জিন্নার আলী নিজেকে এন্টি ট্রাফিক ইন কমিটির চেয়ারপার্সন বলে দাবি করতেন।
প্রায় ১০ থেকে ১২ জন সিআরপিএফ জওয়ানের নিরাপত্তায় ইডির প্রায় ৫-৬ জন আধিকারিক এসে জিন্নার বাড়িটিকে ঘিরে ফেলে। তারপর শুরু হয় তল্লাশি পর্ব। সকাল থেকে বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে—কি কারণে এই অভিযান? ঠিক কীসের তদন্তে এই হানা? সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানা যায়নি।
গ্রামে গুঞ্জন চলছে, ইডির তল্লাশির পেছনে আর্থিক লেনদেন বা বেআইনি সম্পত্তি সংক্রান্ত কোনও অভিযোগ।যদিও ইডির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কলকাতায় তাকে ইডি আটক করে বলে জানা যায়।

শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হতে চলেছেন। গণ কৃষ্টি নিউজ,,,,,, দিল্লি থেকে জেপি নাডার ফোন পাওয়ার পর, সভাপতির পদে ...
02/07/2025

শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হতে চলেছেন।

গণ কৃষ্টি নিউজ,,,,,, দিল্লি থেকে জেপি নাডার ফোন পাওয়ার পর, সভাপতির পদে নির্বাচনের নমিনেশন সাবমিট করলেন শমীক ভট্টাচার্য।
বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন একজনই সভাপতি পদের জন্য নমিনেশন জমা দেবেন।। তাই আগামী বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শমীকএর উপর আস্থা রাখছেন।

পূর্ব বর্ধমানে দামোদরের ওপর শিল্প সেতু তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৩০০ কোটি টাকা আদায় করলেন বর্ধমানের সাংসদ ...
30/06/2025

পূর্ব বর্ধমানে দামোদরের ওপর শিল্প সেতু তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৩০০ কোটি টাকা আদায় করলেন বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ।

গণ কৃষ্টি নিউজ,,,,,,, বছরের প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দামোদর নদের উপর কৃষক সেতুর পাশে শিল্প সেতু তৈরি করা হবে। তারপরই সেতু নির্মাণের খরচ ধরা হয় 402 কোটি টাকা। এই টাকায় ইডেন ক্যানেলের উপর একটি সেতু ও দামোদর নাদের উপর শিল্প সেতু তৈরি হবে। স্কিমটি কেন্দ্রীয় সরকারকে পাঠালে, বহুদিন আটকে থাকার পর বর্ধমানদুর্গাপুরের লোকসভার সাংসদ কীর্তি আজাদ সংসদে বারবার সরব হন। এ মাসের কুড়ি তারিখ কেন্দ্রীয় সড় ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি সাংসদকে চিঠি দিয়ে জানান এই সেতু নির্মাণ বাবদ 299 .২ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বরাদ্দ করা হয়।
এবং ইতিমধ্যে এই টাকা রাজ্য সরকারের কাছে জমা পড়ে। এ খবর জানান সংসদের পক্ষে স্বরাজ ঘোষ।

27/06/2025

বর্ধমান শহরের সবুজ সংঘের ৪২তম বছরের খুঁটিপুজো মাধ্যমে সূচনা হলো আজ।

গণ কৃষ্টি নিউজ,,,,,, বর্ধমান জেলায় যে কটি বড় পূজো হয় তার মধ্যে অন্যতম সবুজ সংঘ। আজ তার খুঁটি পূজার মাধ্যমে শুভ সূচনা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা ক্লাবের পুজো কমিটির সভাপতি খোকন দাস ও বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান পৌরসভার কাউন্সিলর গণ।

27/06/2025

৭৩তম দূর্গাপূজারখুঁটি পুজো শুভ সূচনা পদশ্রী ক্লাবের

গণ কৃষ্টি নিউজ,,,,,,,,,, বর্ধমানে বড় পূজোর মধ্যে পদ্মশ্রী পদ্মশ্রী ক্লাব অন্যতম। ৭৩ বছরে পা দিল এই পুজো। আজ খুঁটি পূজার মাধ্যমে এই পুজোর সূচনা হলো। খুঁটিপুজে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকারও ১০নম্বর ওয়ার্ডের পৌর মাতা চন্দ্রা দাস। বর্ণাঢ্য মিছিল করে ক্লাবের সদস্যরা পুজোর মাঠে আসেন।
খুঁটি পূজার পরে ক্লাব সম্পাদক স্বপন দাস ও পুজো কমিটির সম্পাদক মানস সরকার জানান, এ বছর আমাদের পুজোর বাজেট ৭০ লক্ষ টাকা।।

Address


Telephone

+918918213112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ganakrishti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ganakrishti:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share