Ganakrishti

Ganakrishti fortnight potrika.

05/10/2025

এ উল্টো পুরান।
তৃণমূল এর বর্ধমান২ব্লকের সভাপতিকে শোকজ করলো।

G নিউজ,,,,,,, পূর্ব বর্ধমান জেলার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরমেশ্বর কোনার ২রা অক্টোবর সাংবাদিক বৈঠক করে বৈকন্ঠপুর এক পঞ্চায়েত উপপ্রধান সহ চারজনকে তিন বছরের জন্য বহিষ্কার করেন দল থেকে।
এই বহিষ্কার দলের সংবিধান মেনে হয়নি বলে রাজ্য নেতৃত্বে নির্দেশে জেলার সভাপতি পরমেশ্বর কোণারকেই শোকজের নোটিশ দেন। আজ শহরে লোকসংস্কৃতি মঞ্চে বিজয়ার সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা জানান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
এ বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ শর্মিলা সরকার,সকল বিধায়ক গণ, বর্ধমান পৌরসভার ও পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ জেলার সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ।

05/10/2025

এই লক্ষ্মী পুজোকে কেন কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়?

আশ্বিন মাসে দুর্গা পুজোর পর যে পূর্ণিমা আসে তাকে আমরা কোজাগরী লক্ষ্মী পূজা বলি। এই কোজাগরির মানে হচ্ছে,'কো জাগতী' অর্থাৎ 'কে জেগে আছ' কথাটি থেকে। বলা হয়, 'যার কিছু (সম্পত্তি) নেই সে পাওয়ার আশায় জাগে, আর 'যার আছে (সম্পত্তি) যে না হারানোর আশায় জাগে'। আর সারারাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পূজার বিশেষ আচার। কথিত আছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন দেবী রাত্রে খোঁজ নেন - কে জেগে আছেন? তাই ঘরের মহিলারা এই পুজোর দিন ঘরের লাইট জ্বালিয়ে রেখে রাতও জাগরণ করেন। কথিত আছে এতে লক্ষ্মী সন্তুষ্ট হয়ে সেই গৃহে গিয়ে কিছু ধন সম্পত্তি দান করেন।
তাই এই পুজোকে কোজাগরী লক্ষ্মীপূজো বলা হয়।

05/10/2025

ডিভিসির জল ছাড়ার কারণে নিম্ন দামোদর তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি। মাইকিং করেমানুষদের সতর্ক করছে জামালপুর ব্লক প্রশাসন

G নিউজ,,,,,,,,,, পূর্ব বর্ধমানের জামালপুরেরনিম্ন দামোদর তীরবর্তী এলাকায় বেশ কিছু মানুষজনের বসবাসকরে। ডিভিসি জল ছাড়ার কারণে দামোদর নদীতে জলস্ফীতি বাজছে। তাই জামালপুর ব্লক প্রশাসনের তরফে মাইকিং করে এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হচ্ছে, ও নদীতে মাছ ধরতে যারা যান তাঁদের ও সতর্ক করা হয়েছে।

05/10/2025

কলকাতা কার্নিভালের প্রস্তুতি শেষ পর্যায়ে।

বর্ধমানে কার্নিভাল আজ (৪. ১০. ২০২৫)যান চলাচল নিয়ন্ত্রণ জেলা প্রশাসনের।
04/10/2025

বর্ধমানে কার্নিভাল আজ (৪. ১০. ২০২৫)যান চলাচল নিয়ন্ত্রণ জেলা প্রশাসনের।

02/10/2025
বিশ্ব বাংলা শারদসম্মান বর্ধমান জেলার।
27/09/2025

বিশ্ব বাংলা শারদসম্মান বর্ধমান জেলার।

26/09/2025

দূর্গা পুজো নিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের গাইড ম্যাপ ও ট্রাফিক কন্ট্রোল নিয়ে জেলা পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক।

পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি।
20/09/2025

পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি।

17/09/2025

বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস হাতের মুঠোয় বন্দি।

G, নিউজ,,,,,, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সাংবাদিক বৈঠকে বলেন, আমি সব সময় সাধারণ মানুষের ফোন ধরার চেষ্টা করি। কিন্তু নানা কাজে ব্যস্ত থাকায় অনেক সময় ফোন ধরতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায়,আমিও একটু ফোন নম্বর চালু করলাম সকল সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা এই নম্বরে জানাতে পারবে। এবং আমার সাধ্যের মধ্যে হলে আমি তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব।

Address

Burdwan
713103

Telephone

+918918213112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ganakrishti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ganakrishti:

Share