05/10/2025
এ উল্টো পুরান।
তৃণমূল এর বর্ধমান২ব্লকের সভাপতিকে শোকজ করলো।
G নিউজ,,,,,,, পূর্ব বর্ধমান জেলার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরমেশ্বর কোনার ২রা অক্টোবর সাংবাদিক বৈঠক করে বৈকন্ঠপুর এক পঞ্চায়েত উপপ্রধান সহ চারজনকে তিন বছরের জন্য বহিষ্কার করেন দল থেকে।
এই বহিষ্কার দলের সংবিধান মেনে হয়নি বলে রাজ্য নেতৃত্বে নির্দেশে জেলার সভাপতি পরমেশ্বর কোণারকেই শোকজের নোটিশ দেন। আজ শহরে লোকসংস্কৃতি মঞ্চে বিজয়ার সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা জানান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
এ বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ শর্মিলা সরকার,সকল বিধায়ক গণ, বর্ধমান পৌরসভার ও পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ জেলার সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ।