
22/02/2025
হজরত আবু হোরায়রা (রঃ) হইতে বর্ণিত, হুজুর (সঃ) বলেন অনেক রোজাদার এমন রহিয়াছে রোজার বিনিময়ে যাহাদের অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত্রি জাগরণ কারী এমন আছে যাহারা নিশি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পাইবে না।
১নং ঐ ব্যক্তিকে বুঝায়া, যে দিন ভর রোজা রাখিয়া হারাম মাল দ্বারা এফতার করে। ২নং ঐ ব্যক্তি যে রোজা রাখিয়া শেকায়াত গিবতে লিপ্ত হয়। ৩নং রোজা রাখিয়াও যে পাপ কাজ ত্যাগ করে না। 🤲