বর্ধমান জেলার ফটো নিয়ে তৈরী করা হল Burdwan District Photo ( বর্ধমান জেলার ফটো ) -নামে ফেসবুক গ্রুপ এবং পেজটি। এখানে বর্ধমান জেলার বিভিন্ন ফটো যে কেও পাঠাতে পারেন মেল আইডি অথবা সরাসরি পোস্টের মাধ্যমে। নিউজ ফটোগ্রাফি সহ ফটোগ্রাফির সমস্ত ক্যাটাগরির ফটো পাঠান যাবে। সবক্ষেত্রেই যে প্রফেশনাল ফটোগ্রাফারদের মত সমস্ত কিছু ফটোগ্রাফীর নিয়ম জেনে এবং তা ব্যবহার করেই ফটো তুলে পাঠাতে হবে এমন নয়। বর্ধমান জেলার
পুরনো অথবা রেয়ার ফটো থাকলে তাও পাঠাতে পারেন। অবশ্যই পুরনো দিনের অথবা রেয়ার ফটো পাঠালে ফটোটি কার তোলা এবং কার কাছ থেকে সংগ্রহ করেছেন সেটা লিখে দেওয়ার চেষ্টা করবেন। এই ধরণের ফটোর ক্ষেত্রে কোনও ভাবেই ফটোগ্রাফারের নাম জানা সম্ভব না হলে কীভাবে সংগ্রহ করেছেন বা কার কাছ থেকে সংগ্রহ করেছেন সেটা লিখে দেবেন। অন্যের তোলা অথবা নিজের তোলা সবক্ষেত্রেই যিনি ফটো পাঠাবেন অবশ্যই নিজের নাম লিখে দেবেন। সঙ্গে মোবাইল নম্বরও দিতে পারেন। "কিসের ফটো? কোথায় তোলা হয়েছে?" -এই সব বিষয়গুলি মাথায় রেখে অন্তত দু-এক লাইন লিখে পাঠাবেন। জেলার বাইরের কোনও ফটো দেবেন না। কপিরাইট আইন লঙ্ঘন করছে এমন কিছু পাঠাবেন না। অশ্লীল অথবা অন্য কোনও আইন ভঙ্গকারী কোনও কিছুও পাঠাবেন না। কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বর্ধমান জেলার বাইরের ফটো পাঠাতে পারেন। যেমন - বর্ধমান জেলার কোনও টিম জেলার বাইরে কোনও খেলায় অংশ নিয়েছে। সেই টিমের খেলার ফটো পাঠান যেতে পারে। আবার বর্ধমান জেলার কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান জেলার বাইরে কোথাও সম্মানিত হচ্ছেন অথবা কোনও অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বর্ধমানের কোনও শিল্প সামগ্রী জেলার বাইরে কোথাও প্রদর্শীত হচ্ছে অথবা বিক্রী হচ্ছে। এই ধরণের আরও কিছু বিষয়ে জেলার বাইরের ফটো পাঠাতে পারেন। অবশ্যই কোন কোন ক্ষেত্রে জেলার বাইরে ফটো পাঠাতে পারবেন তা উপরে দেওয়া কয়েকটি উদাহরণ দেখে অনুমান করতে পারছেন। আপনার ফটোর মধ্যেই কপিরাইটের অধিকারী হিসাবে আপনার নাম লিখে দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন, আপনার নামটি যেন ফটোর একবারে মধ্যে লেখা না হয়ে যায়। সেক্ষত্রে ফটোটির দৃষ্টিনন্দন বিষয়টি নষ্ট হয়ে যাবে। ফটোটির যে কোনও এক কোণে ছোট করে নাম টাইপ করবেন। সম্ভব হলে লেখাটির অপাশিটি কমিয়ে দেবেন। কোনও ভুল অথবা মিথ্যে তথ্য পরিবেশন করার পর আমরা সেটা বুঝতে না পারার কারণে এই গ্রুপ অথবা পেজে ফটোটি পোস্ট করার জন্য Burdwan District Photo -র সঙ্গে যুক্ত অন্য কেও দায়ী হবেন না। একমাত্র যিনি ওই তথ্য দিয়েছেন তিনিই দায়ী থাকবেন।
ইমেল আইডিঃ- [email protected]
ফেসবুক পেজঃ- www.facebook.com/burdwandistrictphoto
ফেসবুক গ্রুপঃ- www.facebook.com/groups/burdwandistrictphoto
মোবাইলঃ- 8900058855